সোভিয়েত পরবর্তী যুগে-এর বেশীর ভাগ পৌরসভার বছরের অন্যতম এক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নববর্ষের ছুটির দিনে এক উৎসবের আমেজ আনার মত বিষয়ের মুখোমুখি হওয়া। কিরগিজস্তানের বিশকেক শহরের মেয়রের দপ্তর জনতার মতামতের ভিত্তিতে জনতার আদলতে বিচারের সম্মুখীন হয় এবং দ্রুত এর রায় প্রকাশ পায়।
আর তা এত দ্রুত প্রকাশ যে, বাস্তবতা হচ্ছে নাগরিকরা স্বয়ং নিজেরাই আরো ভাল কিছু করার জন্য এর ক্ষেত্রে এক প্রচারণা শুরু করে দেয়, যদিও এর পাল্টা ব্যবস্থা হিসেবে রাষ্ট্রের তরফ থেকে জরিমানা প্রদানের মত প্রশাসনিক হুমকি প্রদান করা হয়।
সোভিয়েত পরবর্তী যুগে স্বাধীন অন্য সকল রাষ্ট্রের মত বিশকেকেও অর্থোডক্স খ্রিষ্টান নাগরিকরা জানুয়ারীতে বড়দিন উদযাপন করে, কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই রাষ্ট্রে, কমিউনিস্ট ঐতিহ্য অনুসারে নববর্ষ হচ্ছে সবচেয়ে সার্বজনীন উদযাপিত ছুটির দিন হচ্ছে নববর্ষের প্রথম দিন।
নববর্ষ বৃক্ষ বা ইয়োলকা,ঐ সকল উদযাপনের মূলে অবস্থান করে এবং রাজধানীর কেন্দ্রীয় স্কোয়ারকে ২২ ডিসেম্বর থেকে প্রজ্বলিত করে রাখে।
কিন্তু এই বছর, ইয়োলকাকে যেখানে রাতের বেলায় বেশ আকর্ষণীয় লাগছে, সেখানে অনেক নাগরিক অভিযোগ করছে যে দিনের বেলায় এটি ক্রমশ দৃষ্টিকটু হয়ে উঠছে।
ভিবি.কেজি নামক সংবাদের ওয়েবসাইটে একজন মন্তব্যকারী দাবী করেছেন যে সরকার “ নাগরিকদের সাথে উপহাস করছে”। একেবারে সাধারণ, চকচকে প্লাস্টিক এবং এক্রেলিকের সজ্জা দিয়ে গাছটি সাজানো হয়েছে- যেন দেখে মনে হচ্ছে অনেকটা খেলনার মত উপকরণ- আর তাই দিয়ে তারা গাছটিকে অলঙ্কৃত করেছে। সরকার দাবী করছে যে সাজানোর প্রতিটি উপাদানের জন্য মূল্য হবে অন্তত ৫০ মার্কিন ডলার, আর সামগ্রিক ভাবে এই কেন্দ্রীয় স্কোয়ার সাজাতে তার খরচ হয়েছে প্রায় ৫০,০০০ মার্কিন ডলার।
দেশটির অন্যতম এক সংবাদপত্রের ওয়েবসাইটের ফেসবুকের পাতায় মন্তব্য করতে গিয়ে বিশকেকের বাসিন্দা গুলজাদে বলছে যে এই গাছটি তার ছুটির দিনে আমেজ খারাপ করে দিচ্ছে:
Позор…Сама вчера увидела эту “елку” и была в шоке,..Испоганили предновогоднее настроение!(((Разве такой должна выглядеть главная елка страны?!
এটা লজ্জাজনক! গতকাল আমি এই “নববর্ষের বৃক্ষটিকে দেখি”, আর দেখে আমি বিমূঢ়… তারা আমার নববর্ষের আমেজকে নষ্ট করে দিয়েছে! দেশটির প্রধান নববর্ষ বৃক্ষের কি এ রকম চেহারা হওয়া উচিত?!
নাগরিকরা সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন রাষ্ট্রগুলোর নববর্ষ বৃক্ষের সাথে এই বৃক্ষের তুলনা করতে গিয়ে এমন সব মন্তব্য করছে, যা মোটেও নমনীয় নয়–বিশেষ করে রাশিয়ার সাথে- সম্ভবত যা অন্যায্য। সবচেয়ে বড় কথা, ইউএসএসআর ভেঙ্গে বেরিয়ে আসা দেশগুলোর মধ্যে তাজিকিস্তান বাদে কিরগিজস্তানও সবচেয়ে দরিদ্র রাষ্ট্র।
তবে ইয়োলকার নিন্দায় মুখরিত অনেকে বলছে যে মূর্খ সরকার তার দূর্নীতির মাধ্যমে নাগরিকদের সত্যিকারের এক উৎসবের অভিজ্ঞতার সাথে প্রতারণা করেছে।
а потом если спросят почему такая ужасная елка вы наверно скажете что мол денег мало выделили…так,я вам скажу,вы их у себя в карманах поищите,лодыри…учитывая то что она охарактеризует нашу страну можно было и постараться.,коллективом собрать денюжки и нарядить…
আমরা যদি তাদের জিজ্ঞেস করি, তাহলে তারা সম্ভবত বলবে তাদের কাছে যথেষ্ট টাকা নেই। আমি তাদের উপদেশ দেব যেন তারা নিজেদের পকেটের দিকে তাকায়! প্রধান স্কোয়ার [সেখানে রাখা এই গাছটি সহ ] আমাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে…
স্বল্প বাজেট বরাদ্দ এমন পৌরসভার জন্য বিষয়টি বিব্রতকর, এমন কি, কিছু কিছু জনতা গাছটিকে সাজানোর ক্ষেত্রে অর্থ সংগ্রহের পরামর্শ প্রদান করেছে। এদিকে বিশকেকের আরো সক্রিয় নাগরিকরা একটি “ফ্লাশমব” আয়োজনের প্রস্তাব করেছে, যেখানে সরকারের পক্ষ থেকে রাজধানীবাসী নববর্ষের এই বৃক্ষ সজ্জিত করবে। নাম পরিচয় গোপন রেখে একজন ব্যবহারকারী একটি জনপ্রিয় ফোরামে এই বিষয়ে আহ্বান জানায়:
Многие не довольны главной елкой страны, и мы решили организовать акцию. Любой желающий может принести красивую игрушку для елки, и мы украсим лесную красавицу сами!
কিরগিজস্তানের প্রধান নববর্ষ বৃক্ষ নিয়ে অনেক নাগরিক সন্তুষ্ট নয়,আর আমরা এই সাজানোর কাজটি করতে চাই। যে কোন নাগরিক চমৎকার কোন সাজের উপকরণ নিয়ে আসতে পারে, আর আমরা নিজেরাই এটাকে সজ্জিত করব!
“ফ্লাশমব”-এর বিষয়টি শহরের পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে দ্রুত সাড়া লাভ করে, যারা দাবী করে যে এই বৃক্ষ পৌরসভার সম্পত্তি এবং অবৈধ যে কোন সজ্জার ক্ষেত্রে তারা প্রশাসনিক জরিমানার হুমকি প্রদান করে, কর্মকর্তারা আরো বলেন যে পুলিশ উক্ত বৃক্ষটি-কে রক্ষা করবে।
সর্বশেষ ২০১২ সাল, কিরগিজ সমাজে নববর্ষের বৃক্ষ নিয়ে এ রকম আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, সেবার প্রধান বৃক্ষটি পড়ে যায়, এবং এটি ছিল এমন এক ঘটনা, যার জন্য নাগরিকরা বাতাস এবং সে সময় এর দুর্বল কাঠামোকে দায়ী করে।
বিশকেকের আলা-তো স্কোয়ার, ইতোমধ্যে যেখানে এই উৎসব বৃক্ষ স্থাপন করা হয়েছে সেটি ২০০৫ ও ২০১০ সালে অনুষ্ঠিত বিপ্লবের সাক্ষী। তবে যদি ২৭ ডিসেম্বর “ফ্লাশমব” এই কাজে এগিয়ে আসে, তাহলে কৌতূহলজনক ভাবে দেখার বিষয় হবে যে কি ভাবে পুলিশ তাদের মোকাবেলা করে।