ইন্দোনেশিয়া থেকে ১৬২ জন আরোহী নিয়ে সিঙ্গাপুরের পথে থাকা এয়ার এশিয়ার একটি বিমান নিখোঁজ

  width=

“বিমান নিখোঁজের পরে এয়ার এশিয়া তাদের ফেসবুক লোগোর রঙ পরিবর্তন করে।”


এয়ার এশিয়া তাদের কিউজেড৮৫০১ বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা নিশ্চিত করেছে। বিমানটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। এ সময়ে বিমানটিতে ১৬২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৫৫ জন যাত্রী, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু রয়েছেন।

AirAsia Indonesia regrets to confirm that flight QZ8501 from Surabaya to Singapore has lost contact with air traffic control at 07:24hrs this morning.

এয়ার এশিয়া ইন্দোনেশিয়া অত্যন্ত দু:খের সাথে জানিয়েছে যে সুরাবায়া থেকে সিঙ্গাপুরগামী কিউজেড৮৫০১ বিমানটি আজ সকাল ৭:২৪ মিনিটে এয়ার ট্রাফিকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এয়ার এশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পূর্বে যে উচ্চতায় উড়ছিল, তা থেকে আরো উপরে উড়ার অনুরোধ করে:

The aircraft was on the submitted flight plan route and was requesting deviation due to enroute weather before communication with the aircraft was lost while it was still under the control of the Indonesian Air Traffic Control

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পূর্বে বিমানটি নির্ধারিত পথেই ছিল। তবে আবহাওয়াজনিত কারণে বিমানটি নির্ধারিত পথ থেকে সরার যাওয়ার জন্য অনুরোধ করে। তার আগ পর্যন্ত ইন্দোনেশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ ছিল।

এদিকে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ দক্ষিণ সুমাত্রার বাঙ্কা বেলিটাং দ্বীপে বিমানটির অনুসন্ধান কাজ শুরু করেছে।

টুইটার হ্যাশট্যাগ #QZ8501 এর আরো কিছু আপডেট রইলো এখানে:

ইন্দোনেশিয়ার অনুসন্ধানী দল জানিয়েছে, এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ বিমানটি সর্বশেষ কুমাই উপসাগরের ওপরে ছিল বলে জানা গেছে।

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের একজন কর্মী নিখোঁজ বিমানের আরোহীদের পরিবার ও বন্ধুবান্ধবদের সর্বশেষ অবস্থা জানতে টার্মিনাল দুই-এ যেতে বলছেন।

কিউজেড৮৫০১ বিমানের জন্য প্রার্থনা করুন।

চলতি বছরে মালয়েশিয়ান এয়ারলাইন্স দু'টি বিমান হারিয়েছে। তারা এয়ার এশিয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছে:

কিউজেড৮৫০১-এ যারা ছিলেন, তাদের পরিবার ও বন্ধুবান্ধবের এই শোক কাটিয়ে ওঠার প্রার্থনা করছি।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বিমানটি খুঁজে পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন:

সহযোগিতা করতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। নিখোঁজ বিমানের অবস্থান খুঁজে পেতে দুটি আরএসএএফ সি-১৩০ স্ট্যান্ডবাই রাখা আছে। আমাদের মন্ত্রীরা ঘটনার ফলোআপ করছেন।

নিখোঁজ বিমানটিতে খুঁজে পেতে যারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন, এয়ার এশিয়ার প্রধান তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন:

আমি সুরাবায়ার পথে আছি। বিমানটির বেশিরভাগ যাত্রীই ছিলেন এখানকার। আমরা যেকোনো আপডেট পাওয়া মাত্রই সবাইকে জানাবো।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে বাজেট এয়ারলাইন হিসেবে এয়ার এশিয়া ব্যাপক জনপ্রিয়। ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করার পরে এখন পর্যন্ত এই এয়ারলাইন্সের কোনো বিমান মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েনি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .