কিউবার প্রতি ওবামার নতুন প্রস্তাবে অসন্তুষ্ট মিয়ামির নির্বাসিত কিউবানরা

El restaurante Versalles, ubicado en La Pequeña Habana, ha sido el lugar predilecto del exilio cubano para alzar su voz. Y esta vez no fue la excepción. En la foto se aprecia la gran actividad mediática que el establecimiento ha experimentado a raíz del anuncio de Obama. Foto cortesía del autor.

মিয়ামির ছোট হাভানাতে অবস্থিত ভারসালেস রেস্তোরাটি অনেক নির্বাসিত কিউবানদের কাছে নির্ভয়ে মতামত প্রকাশের একটি প্রধান অবলম্বন। আর এবারও তাঁর ব্যতিক্রম কিছু ঘটেনি। উপরে দেয়া ছবিটি প্রচার মাধ্যমের প্রচন্ড কর্মতৎপরতার একটি উদাহরণ। ওবামার ঘোষণার পর প্রতিষ্ঠানটি সেভাবেই কাজ করে যাচ্ছে। লেখকের দেয়া ছবি।

৫০ বছরেরও বেশি সময় ধরে বিচ্ছিন্ন থাকার পর কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দেয়া আকস্মিক ঘোষণাকে দ্বীপটিতে বসবাসকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অন্যান্য অনেক কিউবান স্বাগত জানিয়েছেন। তবে মিয়ামি দ্বীপে নির্বাসিত কিউবান সম্প্রদায়ের সন্ধিবিমুখ ব্যক্তিরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

১৭ ডিসেম্বর তারিখ বিকেলে যা ঘটেছে তা এক ইতিহাস সৃষ্টি করেছে। সেদিন টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারা পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তাঁর এই ভাষণে তিনি উভয় দেশে দূতাবাস খোলা, সন্ত্রাসের মদদ প্রদানকারী রাষ্ট্র হিসেবে কিউবাকে পর্যালোচনা করা, উভয় রাষ্ট্র প্রধানের সম্ভাব্য সাক্ষাৎ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত পরবর্তী আমেরিকা সম্মেলনে কিউবার অংশগ্রহণের কথাও বলেছেন। উল্লেখ্য সম্মেলনটি পানামা শহরে অনুষ্ঠিত হবে।

ওবামার দেয়া ভাষণের প্রভাবে ফ্লোরিডাতে সবচেয়ে রক্ষণশীল নির্বাসিত কিউবানদের মাঝে জোরালো বিরোধী মত সৃষ্টি হয়েছে। কিউবান বংশোদ্ভূত দশ লাখেরও বেশি অধিবাসী ফ্লোরিডাতে বসবাস করেন। (ফ্লোরিডা প্রজাতন্ত্রের)  সিনেটর মারকো রুবিও তাঁর জীবনে “আমাদের দেখা হোয়াইট হাউজের সবচেয়ে মন্দ একক সমঝোতাকারী” হিসেবে প্রেসিডেন্টকে আখ্যায়িত করেছেন। অপরদিকে ফ্লোরিডা থেকে সংসদের রিপাবলিকান সদস্য ইলিয়ান রস-লেহটিনেন এবং মারিও ডায়াজ বালারট প্রেসিডেন্টকে “অর্বাচিন” বলেছেন।

মিয়ামিতে বসবাসকারী অনেক সন্ধিবিমুখ নির্বাসিত কিউবান ভারসালেস রেস্তোরাতে দেখা করেন। কত ভাগ লোক এটিকে “কলঙ্কময় দিন” বলে আখ্যায়িত করেছেন তা পরিমাপের জন্য সেই রেস্তোরার পরিবেশকে ব্যারোমিটার হিসেবে ব্যবহার করা যায়। তাদেরই একজন হচ্ছেন মিগুয়েল সাভেদ্রা। তিনি ভিজিলিয়া মামবিসা গ্রুপের নেতা। এটি এমন একটি গ্রুপ যা নিজেদের ফেসবুক পেজে “সন্ধিবিমুখ, বামপন্থি, ক্যাস্ট্রো বিরোধী, কমিউনিস্ট বিরোধী গ্রুপ” বলে বর্ননা করেছে। গ্লোবাল ভয়েসেসের সাথে এক সংক্ষিপ্ত আলাপচারিতায় সাভেদ্রা এই পরিমাপের প্রতি তাঁর অরুচি প্রকাশ করেছেনঃ

কিউবান বংশোদ্ভূত আমেরিকান তরুণ প্রজন্ম তবুও এ ব্যাপারে কিছুটা মধ্যমপন্থা অবলম্বন করছেন। নির্বাসনে জন্মগ্রহণ করা গ্যাব্রিয়েল একজন তরুণ। তিনি এই পদক্ষেপ নিয়ে যথেষ্ট আশাবাদীঃ

গত পাঁচ দশকেরও বেশি সময় পর উভয় দেশ যখন একত্রে বসার কথা বলছে, তখন ওবামা প্রশাসনের গৃহীত নতুন পদক্ষেপটি কিউবার উপর সত্যিকার অর্থে কি ধরনের প্রভাব ফেলবে তা দেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অপেক্ষা করছে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .