‘আফ্রিকা ফ্যাক্টস জোনের’ সৌজন্যে আফ্রিকার কিছু বিস্ময়কর তথ্য সম্বন্ধে জানুন

Professional wresting known as Laamb in Senegal is more popular than football. Photo released under Creative Commons by Wikipedia user Pierre-Yves Beaudouin.

লাআম্বা নামে পরিচিত সেনেগালের পেশাদার কুস্তি সেখানে ফুটবলের চেয়েও জনপ্রিয়। উইকিপিডিয়া ব্যবহারকারী পিয়েরী-ইভেস বেওদুইন-এর ছবি ক্রিয়েটিভ কমন্সের অধীনে প্রকাশ করে হয়েছে।

আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশী নারী সংসদ রুয়ান্ডার? অথবা নাইজেরিয়ার জাতীয় সঙ্গীত “জেগে ওঠো,ও দেশবাসী” জাতীয় সঙ্গীত বেছে নেওয়ার জন্য আয়োজিত জাতীয় প্রতিযোগিতার সেরা পাঁচটি গানের শিরোনাম মিলিয়ে তৈরী করা? আফ্রিকা মহাদেশের যে সকল রাষ্ট্র রয়েছে, সেগুলো অতীব বাজে এবং আর সে সব রাষ্ট্রে জীবনেও উন্নত হবে না এমন ভাবে পশ্চিমা প্রচার মাধ্যমে সেগুলোর ছবি আঁকা, কিন্তু উপরোক্ত তথ্যের মত কিন্তু অনেক রাষ্ট্রের এই ধরনের তথ্য পশ্চিমা প্রচার মাধ্যমে প্রকাশিত হয় না।

আফ্রিকা ফ্যাক্টস জোনের মাধ্যমে ১৭ বছর বয়স্ক নাইজেরীয় নাগরিক ইসিমা ওদেহে (@ ইসিমাওদেহে) এই বিষয়টির পরিবর্তন ঘটানোর পরিকল্পনা গ্রহণ করেছেন, যা এক তথ্যের ব্র্যান্ড আর সেটি পাঠকদের আফ্রিকা এবং আফ্রিকার নাগরিকদের মজার মজার তাজা তথ্যের প্রদানের জন্য তৈরী করা হয়েছে। সে ২০১৩ সালে আফ্রিকা ফ্যাক্টস জোন তৈরী করে এবং এখন টুইটারে এর ৫৫,০০০ জন অনুসারী রয়েছে এবং ফেসবুক পাতায় ১২৪টি লাইক পেয়েছে।

বিস্তারিত এক ইমেইল আলোচনায়, গ্লোবাল ভয়েসেসকে ওদেহে বলেন যে ২০১৩ সালে তিনি এই চিন্তা নিয়ে হাজির হন, যখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে মানুষকে তিনি এই সুন্দর মহাদেশ সম্বন্ধে জানানোর জন্য কিছুটা সময় ইন্টারনেটে কাটাবেন। সে সংবাদপত্র, ইতিহাস বই, গ্রহণযোগ্য ওয়েবসাইটের সংবাদ এবং সংবাদ দেখে সে এই সকল তথ্য সংগ্রহ করে। সে বলছে যে তার এই উদ্যোগ শুরুর আগে সে জানত না যে বিশ্বের সবচেয়ে কম বিবাহ বিচ্ছেদের হার আফ্রিকায় ।

The founder of Africa Fact Zone

ইসিমাহ ওদেহে, আফ্রিকা ফ্যাক্টস জোনের প্রতিষ্ঠাতা। ছবি তার অনুমতিক্রমে প্রকাশিত।

এখন পর্যন্ত আফ্রিকা ফ্যাক্টস জোন তার অনুসরণকারীদের কাছে যে সমস্ত তথ্য তুলে ধরেছে, নীচে তার কয়েকটি তুলে ধরা হল:

ঘানার বিদেশে বসবাসকারী রাজা

ঘানার হোহে এলাকার রাজা টোগবে নোগ্রোইফিয়া সেফাস কোশি বানশাহ জার্মানীতে বসে স্কাইপ ও ফোনের মাধ্যমে রাজ্য পরিচালনা করেন।

১৯৭০ সালে ছাত্র হিসেবে জার্মানি গমনের পর রাজা বানশাহ সেখানে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেন

প্রাচীন মিশরের দন্ত চিকিৎসা

বিশ্বের প্রথম দাঁতের ডাক্তার ছিলেন প্রাচীন মিশরের এক নাগরিক। তার নাম ছিল হেইসি-রা।

হেইসা রা- ছিলেন এক রাজকীয় চিকিৎসক এবং বলা হয়ে থাকে তিনি মিশরের তৃতীয় রাজবংশের শাসনামলে বাস করতেন। তিনি “দন্ত চিকিৎসক এবং চিকিৎসকদের প্রধান” উপাধির ধারক ছিলেন।

মাদাগাস্কারের প্রাক্তন রাষ্ট্রপতির বৈচিত্র্যময় জীবন বৃত্তান্ত।

মাদাগাস্কারের প্রাক্তন রাষ্ট্রপতি আন্দ্রাই রাজোইলিনা এক সময় ক্লাবের ডিজে ওরফে ডিস্ক জকি ছিলেন।

উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ার সময় আন্দ্রাই রাজোইলিনা হাত খরচের টাকা উপার্জনের জন্য ডিস্ক জকি হিসেবে কাজ করা শুরু করেন।

মার্কো পোলোর দূর্বল ভৌগলিক জ্ঞান

মাদাগাস্কার নামক দেশটির এই নামকরণের পেছনে রয়েছে মার্কো পোলোর এক ভুল, যখন তিনি এখানে এসে ভেবেছিলেন যে তিনি আসলে সোমালিয়ার মোগাদিসুতে হাজির হয়েছেন।

মাদাগাস্কার নামটি ইতিহাসে প্রথম পাওয়া যায় ১৩ শ শতকের বিখ্যাত পর্যটক মার্কোপোলোর লেখায়, যিনি ভুলক্রমে মোগাদিসু নামটিকে বিকৃত ভাব উল্লেখ করেন। মোগাদিসু ছিল সোমালিয়ার এক বন্দর, যার সাথে মার্কো পোলো এই দ্বীপটিকে গুলিয়ে ফেলেছিলেন।

কর্মক্ষেত্রে মৃত্যু

২১ শতকে দপ্তরে রাষ্ট্র প্রধানের মৃত্যুর ঘটনা আফ্রিকাতে সবচেয়ে বেশী ঘটেছে।

২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে আফ্রিকার দশজন রাষ্ট্রপ্রধান দপ্তরে মৃত্যুবরণ করেন, যেখানে বাকী বিশ্বে মাত্র তিনজন রাষ্ট্র প্রধানের ক্ষেত্রে এ রকম ঘটনা ঘটেছে।

জন্মগত ভাবে উগান্ডার আকারে বড় উপাদান

২০১৪ সালে উগান্ডার এক সংসদ সদস্য অভিযোগ করেন যে প্রচলিত কনডম উগান্ডার পুরুষদের জন্য আকারে অনেক ছোট।

উগান্ডার সংসদ সদস্য টম আজা এ বছর উল্লেখ করেন যে এইচআইভি/এইডস বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা এই ভাইরাসে প্রচণ্ড আক্রান্ত এমন বিভিন্ন এলাকা ভ্রমণ করে আসার পর উন্মোচিত হয়েছে যে সেখানকার কিছু কিছু পুরুষের পুরুষাঙ্গ অনেক বড় এবং এ কারণে তাদের জন্য আকারে বড় এমন কনডম বিবেচনা করা উচিত।

আফ্রিকার প্রথম স্যাটেলাইট

নাইজেরিয়া, ২০১১ সালে নাইজেরিয়াস্যাট-এক্স নামক স্যাটেলাইট মহাশূন্যে উৎক্ষেপণ করে, এটি ছিল আফ্রিকার নাগরিকদের ডিজাইন এবং তৈরী করা প্রথম স্যাটেলাইট যা আকাশে উৎক্ষেপণ করা হয়।

নাইজেরিয়া, আগস্ট ২০১১-এ, নাইজেরিয়াস্যাট-এক্স নামক স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করে, যা ছিল আফ্রিকানদের দ্বার ডিজাইন করা এবং তৈরী প্রথম স্যাটেলাইট।

নাইজেরিয়ার বোতল টাওয়ার

বোতল দিয়ে বানানো বিশ্বের সবচেয়ে বড় টাওয়ারটি নাইজেরিয়ার লাগোস অঙ্গরাজ্যে অবস্থিত। এটি ৮,০০০ বোতল দিয়ে বানানো হয়েছে।

বিশ্বের সবচেয়ে লম্বা বোতলের টাওয়ার যা নাইজেরিয়ার নিজস্ব বিয়ার স্টার লার্জারের বোতল দিয়ে বানানো, তা নাইজেরিয়ার বিশালতা এবং উচ্চভিলাষী চেতনাকে তুলে ধরেছে। বোতলের এই টাওয়ার চীনের সাংহাই শহরের ১,০০০ বিয়ারের বোতল দিয়ে বানানো টাওয়ারের রেকর্ড ভেঙ্গে ফেলার উদ্দেশ্যে এই টাওয়ার তৈরী করা হয়েছে।
ইবোলার বিরুদ্ধে লড়াই-এ সাহসী নারী ও পুরুষ

টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ইবোলা স্বাস্থ্যকর্মীরা (সিয়েরা লিওন, নাইজেরিয়া, গিনি, লাইবেরিয়া, কিউবা,বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য কর্মী) ২০১৪ সালের সবচেয়ে আলোচিত চরিত্র।

টাইম ম্যাগাজিনের সম্পাদিকা ন্যান্সি গিবস ব্যাখ্যা করেছেন কেন ইবোলা রোগের বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মীরা তাদের দৃষ্টিতে ২০১৪ সালের সবচেয়ে আলোচিত চরিত্র হিসেবে সবচেয়ে পছন্দের।

ডিমের খোলসে পানি সংরক্ষণ

খোইসান শিকারীরা মাটির নীচে পানি সংরক্ষণের জন্য উটের ডিম ব্যবহার করে, যা তারা শিকার করতে যাওয়ার পথে মাটির নীচে চাপা দিয়ে রাখে।

খোইসান অথবা সান নামক শিকারী সমাজ বর্ষা বা ভেজা মওসুমে সব দিক বন্ধ করা এক উটের ডিমে পানি ভরে, সেটি মাটির নীচে চাপা দিয়ে রাখা এবং শুষ্ক মওসুমে তা বের করে পান করার কারণে পরিচিত।

মিরিয়াম মাকেবার ঘরে ফিরে আসা

১০,জুন ১৯৯০ সালে মিরিয়াম মাকেবা তার ফরাসী পাসপোর্ট নিয়ে দক্ষিণ আফ্রিকায় আবার ফিরে আসে, এর আগে ১৯৬৩ সালে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকান সরকার তার এই দেশে প্রবেশ নিষিদ্ধ করে দেয়।

দক্ষিণ আফ্রিকার নাগরিক মিরিয়াম মাকেবা ছিলেন এ্যামি পুরস্কার বিজয়ী গায়িকা এবং নাগরিক অধিকার কর্মী।বর্ণবাদ বিরোধী কর্মকাণ্ডের কারণে, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার ১৯৬০ সালে তার পাসপোর্ট এবং নাগরিকত্ব বাতিল করে, আর ১৯৬৩ সালে তার দক্ষিণ আফ্রিকায় ফেরার অধিকার ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় সে নয়টি দেশের পাসপোর্ট এবং ১০ দেশের সম্মানিত নাগরিকত্ব লাভ করে

সেনেগাল কুস্তি ভালবাসে

সেনেগালে পেশাদার কুস্তি ফুটবলের চেয়েও জনপ্রিয়।

সেনেগালের পেশাদার কুস্তি যা লাআম্বা নামে পরিচিত, সেটি দেশের জাতীয় ক্রীড়ায় পরিণত হয়েছে। .

মিশরের ফুটবল নিয়ে রেষারেষি

ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের রেষারেষি মিশরের দুই ফুটবল দলের মাঝে বিরাজমান (ক্লাব দুটি হচ্ছে আল আহালি এবং জামালেক)।

কায়রো ডার্বি নামে পরিচিত প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত যে দুটি ফুটবল ক্লাব তারা আল আহলি এবং জামালেক, আর এই দুটি দলের মাঝে আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্করতম ফুটবল রেষারেষির বিদ্যমান।

সোমালিয়া দ্রুত টাকা তোলা

On October 7, 2014, Somalia got its first ATM.

৭ অক্টোবর ২০১৪ তারিখে সোমালিয়ায় প্রথম এটিএম মেশিন চালু হয়।

এ বছর, সালাম সোমালি নামক ব্যাংকটি সোমালিয়ার মোগাদিসুতে প্রথম এটিএম বুথ স্থাপন করে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .