২৯ অক্টোবর তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইকুয়েডরের জাতীয় সংসদ কমিশন একটি খসড়া টেলিযোগাযোগ আইন অনুমোদন প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করতে উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, আইনটি গত তিন বছর ধরে ফাইল চাপা রয়েছে। ২০১১ সালে খসড়া আইনটি উত্থাপনের সময় থেকে এই ইস্যু নিয়ে সুশীল সমাজ বেশ সজাগ ছিল। তবে এরই মধ্যে আইনটির কিছুটা অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে নেটওয়ার্ক নিরপেক্ষতার সমর্থনে সংশোধনী আনা হয়েছে। তবে আইনটি বিশ্লেষণের জন্য সম্প্রতি আহ্বান জানান হলেও তাতে কোন সাড়া মেলেনি।
প্রস্তাবিত আইনটির বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেছেন। এর মধ্যে আছে একটি বিশেষ হার যা নেতৃস্থানীয় মোবাইল ফোন সেবা প্রদানকারী অপারেটরদের ক্ষেত্রে প্রযোজ্য। তাছাড়া একটি ধারা রয়েছে, যা “জন বিপর্যয়ের” পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বাড়তি কিছু ক্ষমতা প্রদান করে।
.@CristinaReyesec: No se puede castigar a la eficiencia, por tanto, se manda una mala señal al mundo. #LeyTelecomunicaciones
— Asamblea Nacional (@AsambleaEcuador) noviembre 11, 2014
@ক্রিস্টিনারেয়েসেকঃ দক্ষতাকে কখনও শাস্তির আওতায় আনা যায় না। এ কারনে সারা বিশ্বের কাছে ভুল বার্তা পাঠানো হচ্ছে। টেলিযোগাযোগ আইন – জাতীয় সংসদ (@এসেম্বলিয়াইকুয়েডর) ১১ নভেম্বর, ২০১৪ তারিখ।
.@henrycucalon sostiene que con el proyecto de #LeyTelecomunicaciones se trata de crea normas para alimentar las arcas fiscales
— Asamblea Nacional (@AsambleaEcuador) November 6, 2014
@হেনরিকুকালন: বিশ্বাস করুন, টেলিযোগাযোগ আইন প্রকল্পটি কর রাজস্ব বাড়ানোর বিভিন্ন নিয়মনীতি তৈরি সম্পর্কিত। টেলিযোগাযোগ আইন – জাতীয় সংসদ (@এসেম্বলিয়াইকুয়েডর) ৬ নভেম্বর, ২০১৪ তারিখ।
El Asambleísta Cesar Umaginga de Cotopaxi pide que se nacionalicen las telecomunicaciones #LeyTelecomunicaciones https://t.co/9QPv4uFMAE
— Fabián Auz (@AuzFabian) November 11, 2014
কটপাক্সি এলাকার সংসদ সদস্য সিজার উমাজিঙ্গা জানতে চেয়েছেন, টেলিযোগাযোগ কি জাতীয়করন করা হয়েছে কিনা? টেলিযোগাযোগ আইন – ফাবিয়ান আয়ুজ (@আয়ুজফাবিয়ান) ১১ নভেম্বর, ২০১৪ তারিখ।
বিভিন্ন দিক থেকে উসুয়ারিওস ডিজিটালিস (ডিজিটাল ব্যবহারকারী) সংস্থাটি এই বিলের সমালোচনা করেছেঃ
El control total del Ministerio de Defensa en estado de excepción por “calamidad pública”
La eliminación de un ente técnico de control autónomo, para crear una agencia bajo poder político
La protección de datos personales sólo en casos comerciales, no en otros.
“জন বিপর্যয়ের” মুখে বিলটি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পূর্ণ নিয়ন্ত্রণ [প্রদান] করে।
রাজনৈতিক ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত একটি সংস্থা সৃষ্টি করতে বিলটি একটি স্বায়ত্তশাসিত স্বতন্ত্র সত্ত্বার নিয়ন্ত্রণের অবসান [ঘটাতে সক্ষম]।
শুধুমাত্র ব্যবসা সংক্রান্ত মামলার ক্ষেত্রে বিলটি ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত করতে [সক্ষম], অন্য ক্ষেত্রে নয়।
বিভিন্ন টুইটার ব্যবহারকারীও এ আলোচনায় তাদের প্রতিক্রিয়া জানিয়েছেনঃ
@usuariosdigital “calamidad pública” deja la puerta abierta a la censura, abuso y persecución mediática de disenso popular. ¡Ojo Pueblo!
— Pedro Franco (@Petruxec) noviembre 14, 2014
@ইউসুয়ারিওসডিজিটাল “জন বিপর্যয়” জনপ্রিয় সব মতভিন্নতার ক্ষেত্রে সেন্সরশিপ, অপব্যবহার এবং প্রচার মাধ্যম মামলার জন্য দরজা খুলে রেখেছে। জনগন, সতর্ক থাকুন! – পেদ্রো ফ্রাঙ্কো (@পেট্রুসেক) ১৪ নভেম্বর, ২০১৪ তারিখ।
সংসদ সদস্যদের কাছ থেকে বিবরণী পেতে প্রক্রিয়াটি ১৪ নভেম্বর পর্যন্ত উন্মুক্ত ছিল। সকলের উপস্থিতিতে প্রকল্পটি দ্বিতীয় দফায় বিতর্কের জন্য তোলা হবে। তবে এই অধিবেশনের তারিখ এখনও নির্ধারন করা হয়নি।