ছবিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার গণপরিবহনের দুর্দশা ফুটে উঠেছে

Despite Thai laws requiring mandatory wearing of crash helmets, both rider and passenger appears to flout the law. Photo by Matthew Richards, Copyright @Demotix (10/6/2012)

থাইল্যান্ডের আইনে চালক এবং আরোহী উভয়ের হেলমেট পরা বাধ্যতামূলক থাকলেও সে আইনের ব্যত্যয় ঘটছে। ছবি তুলেছেন ম্যাথু রিচার্ড। স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/০৬/২০১২)।

এই মাসের শুরুতেই গ্লোবাল ভয়েসেস-এ ভিয়েতনামের এক নারী স্কুটার চালকের ব্যাপক প্রচারিত হওয়া ছবি নিয়ে একটি ফিচার প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই নারী স্কুটার চালক হেলমেট ছাড়াই স্কুটার চালাচ্ছিলেন। তার দু'পায়ের মাঝে ঘুমন্ত সন্তানও ছিল। সেই প্রতিবেদনে একটি মন্তব্য ছিল, এটা ভিয়েতনামের সড়কগুলোর আসল চিত্র। ঘটনা হলো, মোটরবাইক চালানোর সময়ে হেলমেট না পরা শুধু হ্যানয়ের চিত্র নয়, ভিয়েতনামের অন্য শহরগুলোও একই অবস্থা।

তবে হেলমেট না পরে গাড়ি চালানো শুধু ভিয়েতনামেই সীমাবদ্ধ নয়। আপনি যদি দক্ষিণ-পূর্ব এশিয়ার শহরগুলোতে যান, সড়ক নিরাপত্তা আইন লংঘনের অজস্র চিত্র আপনার চোখে পড়বে।

প্রতিবেদনের শুরুতে যে ছবিটা আছে, সেখানেও হেলমেট না পরে মোটরবাইক চালাতে দেখা যাচ্ছে। তবে এটা থাইল্যান্ডের।

জনগণের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা দরকার। কিন্তু আমরা প্রায়ই দেখি, জীবনের ঝুঁকি নিয়ে কখনো কখনো বাচ্চাসহ মোটরবাইক চালাচ্ছেন। নিচে কিছু ছবি দেখুন:

Thai schoolchildren pictured as they ride home on the roof of a crowded truck. Photo by Matthew Richards, Copyright @Demotix (7/18/2013)

একদল থাই শিক্ষার্থী জনাকীর্ণ ট্রাকের ছাদে চড়ে বাড়ি ফিরছে। ছবি তুলেছেন ম্যাথু রিচার্ড। স্বত্ত্ব: ডেমোটিক্স (১৮/০৭/২০১৩)।

কম্বোডিয়ায় গাড়িতে চড়া খুবই কষ্টকর, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে:

Photo from @billherod

বিলহেরোড থেকে ছবি নেয়া হয়েছে।

ব্যস্ত সময়ে ইন্দোনেশিয়ার ট্রেনগুলোতে উপচেপরা ভিড় থাকে:

Train passengers in Jakarta sit on the roof carriage, side windows and between carriages. Photo by wisnu agung prasetyo, Copyright @Demotix, (9/29/2010)

জাকার্তার ট্রেন যাত্রীরা ট্রেনের ছাদে, পাশের জানালায় এবং বগির মাঝে বসেছেন। ছবি তুলেছেন উইসনু আগুঞ্জ প্রাসেতু। স্বত্ত্ব: ডেমোটিক্স (২৯/০৯/২০১০)।

ফিলিপাইনে জিপনিতে করে মানুষ এবং মালামাল পরিবহন করা হয়। জিপনিগুলো প্রায়ই অতিরিক্ত বোঝাই অবস্থায় দেখা যায়।

এই প্রদেশের জিপনি দেখতে এমন।

লেখক জেসন জেপ মিয়ানমারে সেকেলে পরিবহন ব্যবস্থার সুলুক সন্ধান করেছেন:

Most vehicles, for instance, are right-hand drive, a throwback to British colonialism. Yet the roads are right-hand traffic, similar to the American system, reducing visibility and keeping drivers on perpetual alert.

বেশিরভাগ গাড়িতে ডানদিকে স্টিয়ারিং হুইল থাকে। আর এটা এসেছে ব্রিটিশ উপনৈবিশিক উত্তরাধিকার থেকে। অবশ্য দৃশ্যমানতা কমানো এবং ড্রাইভারের সতর্কতার জন্য আমেরিকার মতো রাস্তার ট্রাফিক ব্যবস্থা ডানদিকে রয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ হিসেবে ২০১৫ সালে তাদের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে স্থানীয় প্রবৃদ্ধি, উত্পাদন এবং নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য পরিবহন ব্যবস্থা ঠিক করতে হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .