দুই বছর পর, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আনা নারীবিদ্বেষী অভিযোগের প্রেক্ষিতে

Australian PM Julia Gillard at Antipodes Greek Festival - Melbourne  2012

২৫ ফেব্রুয়ারি ২০১২-এ সে সময়ের প্রধানমন্ত্রী গিলার্ড এবং বিরোধী দলের নেতা টনি অ্যাাবোটের মধ্যে এক উত্তেজনাকর মুহূর্ত। কপিরাইট ©ডেমোটিক্স-এর, ছবি আঙ্গুস মরডান্ট-এর।

অক্টোবর ২০১২-এ অস্ট্রেলীয় সংসদে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের প্রদান করা এক নারী বিদ্বেষী ভাষণ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের নজরে আসে। সে সময় তার লক্ষ্য ছিল টনি অ্যাবোট, বর্তমান যিনি প্রধানমন্ত্রী।

তবে ১১ ডিসেম্বর ২০১৪-এ টনি দাবী করেন যে তার চিফ অফ স্টাফ পেটা ক্রেডলিন–এর প্রতি নারীবিদ্বেষী আচরণ করা হচ্ছে, তার এই অভিযোগ আনার পর, আবার এই বিষয়টিকে সামনে নিয়ে আসে, যখন তিনি বলেনঃ “আপনি কি মনে করেন আমার চিফ অফ স্টাফ কি এই ধরনের সমালোচনার মুখে পড়ত, যদি তার নাম পেটা না হয়ে পিটার হত”?

পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপের সাথে প্রতিদ্বন্দ্বিতার কারণে পেটা ক্রেডলিনের সমালোচনা করা হয়েছে, যেমনটা প্রখ্যাত সাংবাদিক এবং দি কনভারসেশন-এর ব্লগার মিশেল গ্রাটান সংবাদ প্রদান করেছে:

এখন এই দুজন শক্তির পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, তবে এটা ঠিক ততটা উত্তেজনাকর নয় যেমনটা এই সপ্তাহে বর্ণনা করা হয়েছিল যে “তারা হচ্ছে একই পুকুরে অবস্থান করা দুটি সিয়ামিজ (একই রকম দেখতে থাই) মাছ, যারা একে অপরের সাথে লড়াই করছে” (ঘটনাক্রমে বিশেষজ্ঞরা উপদেশ দিচ্ছে, এই জাতীয় মাছের জন্য, আপনাদের বিশালাকার পুকুর দরকার)।

গ্রাটান-এর মতে, আক্রমণের মাত্রা ছিল অনেক তীব্র:

ক্রেডলিনের বিরুদ্ধে অ্যাবোটের দপ্তর কেন্দ্রীয়করণের এবং নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে।

… টনি অ্যাাবোট যখন বিরোধী দলে ছিলেন, তখন ক্রেডলিন ছিল তার সবচেয়ে কাছের একজন। কিন্তু ক্রেডলিনের ক্ষমতার মাত্রা, তার ব্যবস্থাপনার ধরণ, তার সর্বত্র বিদ্যমানতা, এবং তার জোরালো উপস্থিতি, অ্যাবোটের কর্তৃত্বকে ক্রমশ হ্রাস করছিল।

তবে এই বিষয়টি মোটেও বিস্ময়কর নয়, প্রধানমন্ত্রীর মন্তব্যকে অনলাইনে অবিশ্বাস এবং বিচিত্র হিসেবে দেখা হয়েছে। রাজনৈতিক এক বিরোধীর কাছ থেকে এই টুইটটি এসেছে:

অ্যাবোট হয়ত ঠিক বলেছে। ক্রেডলিনের প্রতি করা কিছু কিছু সমালোচনা নারী বিদ্বেষী। দুঃখের বিষয় জুলিয়া গিলার্ডের প্রতি অ্যাবোট কোন সহানুভূতি দেখায়নি।

জাঙ্কি হচ্ছে সংবাদ এবং পপ সংস্কৃতির ওয়েবসাইট, এখানে এ্যালেক্স ম্যাককিনন কেবল একমাত্র ব্যক্তি ছিল না “টনি অ্যাবোট দাবী করেছে সমালোচকেরা তার চিফ অফ স্টাফ “যৌন আবেদনময়ী”: আর বিশ্ব পরিহাসে ফেটে পড়েছে- শিরোনামের প্রবন্ধে যে ‘আমি’ শব্দটি ব্যবহার করেছে।

যতদিন পর্যন্ত না সূর্য তার আকার বৃদ্ধি করে পৃথিবীকে গ্রাস করবে, এখন থেকে ততদিন পর্যন্ত আজকের দিনটাকে স্মরণ করা হবে এই কারণে যে আজকের এই দিনে টনি অ্যাবোট আবিষ্কার করেছেন যে নারী বিদ্বেষী শব্দটিকে বিরাজমান এবং এটা খুব খারাপ একটা বিষয়।

ভণ্ডামির অভিযোগ খুব সাধারণ এক বিষয়। অস্ট্রেলিয়া ব্রডকাস্টিং কমিশনের এক টিভি উপস্থাপিকা জুয়ানিতা ফিলিপস এই মন্তব্য করেছে এবং এটি জনপ্রিয় এক পুনরায় টুইটের বিষয় হয়েছে:

প্রধানমন্ত্রী তার সহযোগী সহকর্মীদের বলছে যে জুলিয়াকে নিয়ে লিঙ্গীয় বিষয়ক কাথাবার্তায় “ তারা যেন নিজেদের প্রতি বেশ ভাল ভাবে নজর রাখে”। ওহ, পেটা।

Finger puppets - Gillard & Abbott

ফিঙ্গার পাপেট- গিলার্ড এবং অ্যাবোট
ফ্লিকার ব্যবহারকারী হিলের সৌজন্যে প্রাপ্ত (সিসি বাই-এন-এস ২.০)

অন্যেরা আরো বেশী সুনিদিষ্ট ভাবে মন্তব্য করেছে:

অ্যাবোট, ক্রেডলিনকে রক্ষা করছে এই বলে যে যদি সে এক পুরুষ হত, তাহলে বিষয়টি হয়ত আলাদা হত! যদি তার নাম জুলিয়া গিলার্ড হত এবং ছেলে হিসেবে সে যদি বিরোধী দলের নেতা হত?

হাহাহা, কি নিদারুণ শক্তির অপচয়! ক্রেডলিনকে নিয়ে অ্যাবোটের করা মন্তব্য আমাকে হাসিয়েছে!! এটা হচ্ছে এমন এক পুরুষের করা মন্তব্য যে জুলিয়া গিলার্ডের বিরুদ্ধে “লিঙ্গ বিষয়ক তাস” ব্যবহার করছে।

বেশ ঠিক আছে। কাজে নারী বিদ্বেষী শব্দটি এক নারী প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ব্যবহার ঠিক আছে, যে এখন আর তা পদে নেই, কিন্তু এই মুহূর্তে দায়িত্বে থাকা নারী, চিফ অফ স্টাফের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

এই বিষয়টি অনেককে আমোদিত করে যে টনি অ্যাবোট তার নিজ দল লিবারেল পার্টির সদস্যদের তার পক্ষে পেয়েছেন, যার মধ্যে তার নিজ সরকারের সদস্যরাও রয়েছে:

অসাধারণ,পেটা, ক্রেডলিনকে রক্ষা করতে গিয়ে অ্যাবোট তার উদারনৈতিক সহকর্মীকে নারী বিদ্বেষী হিসেবে অভিযুক্ত করেছে। নারী বিদ্বেষ খুব খারাপ একটি বিষয়।

কেউ কেউ বিস্মিত, এই কারণে যে এই নতুন মনোভাব হয়ত ইতিবাচক কোন পরিবর্তন বয়ে আনবে:

এটি ভাল যে প্রধানমন্ত্রী রাজনীতিতে পুরুষ প্রাধান্যের বিষয়টিকে এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করেছেন। এখন এই বিষয়ে তিনি কি *করবেন*।

এই বিষয়ে সন্দেহ রয়ে গেছে যে প্রধানমন্ত্রী এই “লিঙ্গ বিষয়ক তাস” নিজের কাছে ফিরিয়ে নিতে পারবেন কি না:

ক্রেডলিনকে নিয়ে টনি অ্যাবোট তার লিঙ্গ বিষয়ক তাসের দান চেলেছেনঃ প্রধানমন্ত্রী তার চিফ অফ স্টাফকে রক্ষায়, লিঙ্গ ভিত্তিক এক নতুন যুদ্ধের সূচনা করলেন, হা

মনে হচ্ছে মারিয়ে রাইয়ান সাধারণ অনুভূতিকে ধরতে পেরেছেন:

মেঝের দিকে তাকিয়ে থাকা কতজন ব্যক্তি চোখ তুলে তাকিয়েছে যখন টনি অ্যাবোট ঘোষণা প্রদান করে যে পেটা, পুরুষ প্রাধান্যের শিকার।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .