ফরাসী এই সুন্দরী প্রতিযোগীরা অংশগ্রহণকারীরা-নিজেদের গরুর সাথে ছবি তুলেছে

Miss France Agricole with her prize via FB page (with permission)

ফেসবুক থেকে পাওয়া পুরস্কার হাতে মিস ফ্রান্স এগ্রিকোল, (অনুমতিক্রমে প্রকাশিত)।

৬ ডিসেম্বর তারিখে মিস ফ্রান্স-২০১৫ নির্বাচনের জন্য সকল উজ্জ্বলতা নিয়ে জাতীয় পর্যায়ে এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু আত্ম চেতনায় অনেক বেশী বিনয়ী এক সুন্দরী প্রতিযোগিতা ইন্টারনেট ব্যবহারকারীদের হৃদয় ও মন জয় করেছে।

ক্রিস্টোফ তেইয়াসেরে তার সাপ্তাহিক সংবাদ ডাইজেস্টে এক সংবাদ প্রকাশ করেছে, যাকে সে অভিহিত করেছে “দিবসের এক ফরাসী অনুভূতি জড়ানো ভাল কাহিনী” বলে। ফ্রান্সের এক নতুন সুন্দরী প্রতিযোগিতা অস্বাভাবিক ভাবে ছড়িয়ে পড়া গুঞ্জরণের সৃষ্টি করে, যার নাম মিস ফ্রান্স এগ্রিকোল ওরফে সবচেয়ে সুন্দরী ফরাসী কৃষাণী, ফ্রান্সের কেন্দ্রস্থলের এক এলাকা কানটাল-এর এক গরুর খামারের মালিক প্যাট্রেসিয়া তার ফেসবুকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

মিস ফ্রান্স সুন্দরী প্রতিযোগিতায় অনুষ্ঠানে যে বাড়তি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল তা উত্তেজনার সৃষ্টি করেছিল (বিজয়ী ক্ষুব্ধ হয়ে বলে তার পোষাক একশত গৃহহীনের এক বছরের খাবার যোগাতে সক্ষম), ঘটনাস্থলে প্যাট্রেসিয়া নতুন এক প্রতিযোগিতার জন্য ফেসবুকের এক পাতা তৈরী করে, যা কেবল “কৃষকদের জন্য”:

l'élection d'une vraie MISS France, celle qui représente vraiment notre France, avec des femmes de terrain.

প্রকৃত এক ফরাসী সুন্দরী নির্বাচন করা, যে সত্যিকার অর্থে আমাদের ফ্রান্সের প্রতিনিধিত্ব করবে, মাঠের এক নারীকে।

বিস্মিত! নিজেদের বেছে নেওয়া গরু,মুরগী,ছাগল, ভেড়া, কুমড়া ও ট্রাক্টরের ছবির সাথে নিজের ছবি তুলে দুইশত সাতষট্টি জন কৃষাণী তা উক্ত খামারে মেইল করে। এই সুন্দরী প্রতিযোগিতার বিচারক ছিল তিনজন পুরুষ এবং একজন নারী বন্ধু (বান্ধবী), যাদের কেউ কৃষির সাথে সম্পৃক্ত নয়। ফরাসী কৃষকদের সাথে যুক্ত হওয়ার জন্য উইকি থেকে প্রচার মাধ্যমের এক অংশীদার তৈরী করা হয়, উইকিএগ্রি (উইকিকৃষি)। এবং বিজয়ীকে বিশাল এক উপহারের প্রতিশ্রুতি প্রদান করা হয়, একতোড়া ফুল:

নীচে, প্রতিযোগীদের নিজের তোলা ছবির হোম মেড ভিডিও, গ্রামীণ ফ্রান্সের এক তরতাজা ভ্রমণ এবং ফরাসী গ্রাম্য বালিকা দর্শন, অংশগ্রহণকারীদের সকলে গর্বের সাথে কোন ধরনের মেকআপ অথবা বিশেষ প্রস্তুতি ছাড়াই এতে অংশগ্রহণ করেছে।

আর এতে বিজয়ী হয়েছে…মিলি মারিন ফুরনিয়ের, বয়স ৩৪, সে এবং তার স্বামী দক্ষিণ ফ্রান্সের মার্সেইয়ের কাছে এক আঙুর ও ফলের খামারের পাশে দাঁড়িয়ে,(উইকি এগ্রিতে ফরাসী ভাষায় তার সাক্ষাৎকার রয়েছে):

Milie, Miss France Agricole, et son T-shirt militant

মিলি, মিস ফ্রান্স এগ্রিকোল বিজয়িনী এবং তার টি শার্ট যাতে লেখা “এক কৃষাণী হিসেবে গর্বিত”, এই নির্বাচনে বিজয়ী হওয়ার পর যার এখন প্রচুর চাহিদা। (ছবি তার ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে)।

200 participantes et il a fallut que ca tombe sur moi!!!  mais toutes les agricultrices sont des gagnantes!!!sans strass ni paillette!!!! Vive les paysannes et vive les femmes!!!!!  

দুইশত অংশ গ্রহণকারী আর বিজয়ী ছিলাম আমি!!! কিন্তু সকল কৃষাণী বিজয়ী!!!!! কোন হীরার আংটি নয়,কোন উজ্জ্বল রত্ন নয়!!!! কৃষাণীরা দীর্ঘজীবী হোক, সকল নারী দীর্ঘজীবী হোক!!!!

এতে রানার্স আপ কারা হল? এই হচ্ছে প্রথম রানার আপ লরেন এবং দ্বিতীয় হয়েছেন কেইটা (ছবি নীচে):

katia, deuxième dauphine de Miss France Agricole

কেইটা, মিস ফ্রান্স এগ্রিকোল সুন্দরী প্রতিযোগিতার রানার আপ, (ছবি মিস ফ্রান্স এগ্রিকোলের ফেসবুকের পাতা থেকে গ্রহণ করা হয়েছে)।

সবচেয়ে বড় কথা, এই প্রতিযোগিতা ছিল অত্যন্ত অংশগ্রহণমূলক। পাঠকের কাছ থেকে ভিন্ন ভিন্ন অংশগ্রহণকারী ফেসবুকে ১০,০০০টি লাইক প্রদান করেছে, সাইবার-এর নাগরিকরা দাঁড়িয়ে মেডেলিনকে অভ্যর্থনা জানায়:

madeleine

মেডেলিন এবং তার এক বন্ধু (ছবি মিস ফ্রান্স এগ্রিকোল ২০১৫ থকে গ্রহণ করা হয়েছে )

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .