শুভ দশম জন্মদিন, গ্লোবাল ভয়েসেস!

Members of the community at the Global Voices Citizen Media Summit 2010 in Santiago, Chile. Photo by Georgia Popplewell (CC BY-NC-SA 3.0)

২৬ অক্টোবর, আমাদের প্রথম পোষ্ট প্রকাশিত হওয়ার বার্ষিকী, আমরা সে কাহিনীকে পুনরায় বর্ণনা করছি যা গ্লোবাল ভয়েসেস নামক চিন্তার জন্ম দিয়েছিল। এটা ছিল ১০ বছর আগের এক কাহিনী, যে দিনে এই ঘটনাটি ঘটেছিল, সেই ১১ ডিসেম্বর হচ্ছে আমাদের আনুষ্ঠানিক জন্মবার্ষিকী।

যদি কারো সাথে কোন টুইনের (১০ থেকে ১২ বছর যার বয়স) সাক্ষাৎ ঘটে তাহলে সে জানবে ১০ বছর হচ্ছে এক জটিল বয়স, এবং সেই দশ বছরের কেউ যদি দেখে যে কল্পিত এক বাজে উপন্যাসের পটভূমিতে সে খাপ খায়, অথবা এটা এমন কোন কিছু, যা আজকের এই দিনগুলোতে টুইনের মনোযোগ আকর্ষণ করে, সেটি দখল করে আছে এবং কিছু সময়ের জন্য আপনাকে তার সাথে যুক্ত করছে, তাহলে আপনি জানবেন এটা একটা বিশেষ বয়স শ্রেণী যা বিশ্ব এবং ভবিষ্যৎ সম্বন্ধে কিছুটা কৌতূহল, আশঙ্কিত, আবার আশাবাদী।

২৬ অক্টোবর-এ যেমনটা আমরা বলেছিলাম,এটা ছিল অসাধারণ এক দশ বৎসর, আমাদের এবং আমাদের এই পৃথিবী উভয়ের জন্য। এই প্রাণোচ্ছল,স্বেচ্ছাসেবী দ্বারা চালিত এক সম্প্রদায় এবং নিউজরুম যা ৩০টি ভাষায় কন্টেন্ট তৈরী করে এবং ডিজিটাল অধিকার-এর ক্ষেত্রে এবং অনলাইন প্রচার মাধ্যমের উন্নয়নে অগ্রগণ্য, যাদেরকে সাধারণ মানুষ হিসেবে অভিহিত করা হয় তাদের জীবনে আমরা এক স্মরণীয় রেকর্ড তৈরী করেছি- ইতিহাসের এক ক্ষণে—দৃশ্যত যেখানে দ্রুত পরিবর্তন কয়েকটি ধ্রুবকের মাঝে অন্যতম এক।

সোমবার আমরা জিভি অভিব্যক্তির এক বিশেষ সংখ্যার মাধ্যমে আমাদের তরতাজা উদযাপনের যাত্রা শুরু করি, যেখানে আমাদের অন্যতম দুই প্রতিষ্ঠাতা রেবেকা এবং ইথানের কথা তুলে ধরা হয়েছে, কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে সারা বিশ্বের গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় জিভির জন্মদিনের আয়োজন করেছে, এবং আগামী দিনগুলোতে এরকম আরো উদযাপন করা হবে-এবং এমনকি আমাদের ষষ্ঠ সম্মেলন, যা ২৪-২৫ জানুয়ারি ফিলিপাইনসের সেবু সিটতে অনুষ্ঠিত হবে (এতে আমাদের সাথে যোগ দিন!), সেখানেও আরো এরকম উদযাপন অনুষ্ঠিত হবে।

জন্মদিনের উপহারকে স্বাগত, কাজে আপনি যদি আমাদের সমর্থন করেন, তাহলে দয়া করে আমাদের অর্থ সাহায্য করুন অথবা এনএসএ-এর বিষয়বস্তু সম্বলিত বড়দিনের কার্ড কিনতে পারেন(!) যা ক্রিয়েটিভ টাইমের আমাদের বন্ধুরা ডিজাইন করেছে (১০০% প্রক্রিয়া আমাদের সাথে যায়)।

শুভ জন্মদিন, গ্লোবাল ভয়েসেস! আরো অনেক দশক ধরে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .