আজ (৬ ডিসেম্বর) বাহরাইনের যুবরাজ শেখ নাসের বিন হামাদ আল খলিয়া সোয়ামের ট্রায়াথলনে অংশ নেয়ার কারণে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশটির প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আর এর ফলে অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান দেরিতে শুরু হয়েছে। বিদেশগামী যাত্রীরা তাদের ফ্লাইট মিস করেছেন। ডাক্তাররা সময়মতো হাসপাতালে পৌছাতে না পারার কারণে রোগীদের চিকিত্সা ছাড়াই ফিরে যেতে হয়েছে। তবে সবচে’ বেশি ভোগান্তির ঘটনা ঘটেছে মুহারাক শহরে। কারণ ৭৮০ বর্গ কিলোমিটারের দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর এখানেই অবস্থিত।
রাজ পরিবারের সদস্যদের সমালোচনার ব্যাপারে বাহরাইনের নেটিজেনরা সবসময়ই চূড়ান্ত ধৈর্যশীলতার পরিচয় দেন। যদি কখনো করেনও তবে সেটা তাদের আসল নামের অ্যাকাউন্ট থেকে করেন না। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় যানজট নিয়ে তীব্র সমালোচনা হয়েছে।
রায়দা সাবট লিখেছেন:
جنازة تأجلت .. رحلات طيران تأخرت .. الشوارع تسكرت .. يعني مصالح الناس آخر اهتمامكم بس عشان چم واحد يبي يركض !!
#سباق_الترايثلون
— رائدة – البحرين (@RaedaSabt) December 6, 2014
অন্ত্যোষ্টিক্রিয়ার দেরি হয়েছে, বিমানবন্দরে উড়োজাহাজ আটকে পড়েছে, রাস্তা বন্ধ হয়েছে। এর মানে কি কয়েকজন মানুষের দৌড়াতে চেয়েছে বলে মানুষ তাদের ব্যাপারে আগ্রহ দেখাবে!
আহমেদ বুচারি টুইট করেছেন:
The amount of stupidity is to make a race that would close al the roads in such small country
#ChallengeBahrain
— • Ahmed | أحمد • (@AhmedBucheery) December 6, 2014
একটি ছোট্ট দেশের পথঘাট বন্ধ করে দৌড় প্রতিযোগিতার আয়োজন করাটা আহাম্মকী।
মোহাম্মদ বাউলি মুহারাক শহরের বাসিন্দা। টুইটারে তার ৩,৮৯০ জন অনুসরণকারী রয়েছেন। তিনি লিখেছেন:
لم أشاهد تنظيم او أزدحام بشوارع البحرين، او إضرار بمصالح الناس مثل ما اشهده الآن في #الحد #عراد و #المحرق #ترايثلون ##سباق_الترايثلون
— Mohamed Buali (@MohammedBuali) December 6, 2014
বাহরাইনের রাস্তায় আমি আগে কখনো এমন ভিড় দেখিনি। আবার হিদ, আরাদ এবং মুহারাক শহরে আজকে যা দেখলাম, এমনভাবে মানুষকে আগ্রহ হারাতেও দেখিনি।
তিনি আরো লিখেছেন:
بإنتظار مسئول محترم يتقدم بإعتذار للشعب وبإعتراف بالاخطاء وسوء التنظيم! في شخص عاقل يصك الشوارع المؤدية للمطار؟!! #سباق_الترايثلون #البحرين
— Mohamed Buali (@MohammedBuali) December 6, 2014
আমি অপেক্ষা করছিলাম কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এমন ঘটনার জন্য জনগণের কাছে ক্ষমা চাইবেন। এমন কোনো বিবেচক মানুষ আছেন, যিনি বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিতে পারেন?
ভাইনে মোহাম্মদ বুচারি এই ভিডিও শেয়ার করেছেন, যেখানে যাত্রীদের ব্যাগ-বোচকা নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে দৌড়াতে দেখাতে যাচ্ছে:
বুচারি এই ঘটনায় খুবই বিরক্ত হয়েছেন। কেননা, পরিবারের সদস্য এবং শুভার্থীদের আসতে দেরি হওয়ায় তার ভাইয়ের অন্ত্যোষ্টিক্রিয়ার দেরি হচ্ছিল। তিনি শেখ নাসেরের উদ্দেশ্যে টুইটে বলেন:
إلى الشيخ ناصر
ولد خالي متوفي وينتظرنا في المقبرة
محد قادر يوصل للدفن والتشييع
يرضيك ياطويل العمر؟
#ChallengeBahrain pic.twitter.com/TjnFPS4CxI
— Mohamed Bucheery (@MohdBucheery) December 6, 2014
প্রতি শেখ নাসের,
আমার ভাই মারা গেছেন। আমাদের জন্য সবাই কবরস্তানে অপেক্ষা করছেন।
কিন্তু অন্ত্যোষ্টিক্রিয়ায় কেউ যেতে পারেনি
এটা কি গ্রহণযোগ্য?
অন্য একটি টুইটে পুলিশের সাথে তার বাক-বিতণ্ডার কথা উল্লেখ করেছেন:
آقول حق الضابط عندي وفاة وابي اروح المقبرة يقول لي ارجع البيت في سباق والشارع مصكوك .. حسبي الله عليكم
— Mohamed Bucheery (@MohdBucheery) December 6, 2014
আমি পুলিশ অফিসারকে বললাম, আমাদের পরিবারের একজন মারা গেছেন। আমাদের কবরস্তানে যেতে হবে। তিনি আমাকে বললেন, বাড়ি ফিরে যান। প্রতিযোগিতার কারণে রাস্তা বন্ধ করা হয়েছে।
মানুষজনের বিমানবন্দরের দিকে হেঁটে যাওয়ার ছবি অনেক নেটিজেন শেয়ার করেছেন। আবদুল্লাহ আল জালাহমা বিমানবন্দরের নোটিশবোর্ডের ছবি শেয়ার করে জিজ্ঞেস করেছেন:
الخساير هاذي من الي راح يتحملها غير الشعب المسكين؟ #البحرين_صاكة #سباق_الترايثلون
حسبنا الله ونعم الوكيل pic.twitter.com/CEn2c99Lpv
— عبدالله الجلاهمة (@Aljalhemi) December 6, 2014
কে আছেন এই ক্ষতি নিজের কাঁধে তুলে নিবেন?
দেশটির বিমান সংস্থা টুইটারে তাদের ফ্লাইট দেরি হওয়ার কারণ হিসেবে যাত্রীদের ঠিক সময়ে বিমানবন্দরে আসতে না পারার কথা উল্লেখ করেছে:
تعتذر #طيران_الخليج عن تأخير بعض الرحلات صباح اليوم بسبب تأخر بعض المسافرين عن الوصول لمطار البحرين في الوقت المحدد. pic.twitter.com/agN0jgNMS3
— Gulf Air (@GulfAir) December 6, 2014
আজকে সকালের কিছু ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে গালফ এয়ার দু:খিত। কারণ কিছু যাত্রী দেরিতে বিমানবন্দরে এসে পৌছেছেন।
বাহরাইন ট্রায়াথনের স্পন্সর ছিল একটি এয়ারলাইন্স। তারা টুইটারের ১৪০ অক্ষরের টুইটে ব্যাখ্যা করতে পারতো কেন যাত্রীরা বিমানবন্দরে যেতে দেরি করেছে।
নেটিজেনরা জানিয়েছেন, যানজটের কারণে রোগী এবং ডাক্তাররাও ভোগান্তি পড়েছিলেন। আবদুল্লাহ আল জালাহমা টুইট করেছেন:
وردني قبل قليل خبر معاناة بعض مرضى الكلى البحرينيين حيث أنهم لم يتمكنوا من الحضور موعد الغسيل بسبب إغلاق الشوارع حياتهم في خطر #البحرين_صاكة
— عبدالله الجلاهمة (@Aljalhemi) December 6, 2014
আমি শুনেছি যে, রাস্তা বন্ধ থাকার কারণে কিডনি সমস্যায় ভুগছেন এমন কয়েকজন রোগী রোগ-পরীক্ষার জন্য যথাসময়ে উপস্থিত হতে পারেননি। ফলে তারা খুব সংকটাপন্ন অবস্থায় আছেন।
মোহাম্মদ বুচারি জামে আটকে পড়া অ্যাম্বুলেন্সের ছবি শেয়ার করেছেন:
سيارة الإسعاف لا تستطيع التقدم لخطوة بسبب الزحام
وكان الله في عون المريض الذي بداخلها هذا كله بسبب #سباق_الترايثلون pic.twitter.com/NghYNlVZ61
— Mohamed Bucheery (@MohdBucheery) December 6, 2014
যানজটের কারণে অ্যাম্বুলেন্স একচুলও এগুতে পারেনি। অ্যাম্বুলেন্সে যারা আছেন, আল্লাহ তাদের ধৈর্য ধরার তওফিক দিন। এসব কিছুই হচ্ছে ট্রায়াথলনের কারণে।
আবদুলমোনেম আলমীর একজন ডাক্তারের অভিজ্ঞতার কথা জানিয়েছেন:
طبيبة خرجت من قلالي متجة المستشفى من الساعة ٨:٣٠ وهي الآن هي محشورة بالبسيتين والمرضى ينتظرونها وعمليات تم تأجيلها هل يعقل #سباق_التراثليون
— عبدالمنعم المير (@MonemAlmeer) December 6, 2014
একজন ডাক্তার গালালি থেকে সকাল সাড়ে আটটায় বের হয়েছেন। এখনো তিনি বুসাইতিনে আটকে আছেন। রোগীরা তার জন্য অপেক্ষা করছে। তার সার্জারির দেরি হয়ে যাচ্ছে। এটা কি কল্পনীয়?
২০১১ সালের মার্চ মাসে গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু হওয়ার পর থেকে বাহরাইনের গ্রামের মানুষদের কঠোর নিরাপত্তার মধ্যে বসবাস করতে হয়। যখন-তখন রাস্তা বন্ধ তাদের জন্য খুব সাধারণ ঘটনা, যেন জীবনেরই একটা অংশ।
ওয়াসান সরকার সমর্থকদের উদ্দেশ্য করে টুইটারে লিখেছেন:
حسيتوا فالناس الي فالقرى؟ حسيتوا بالي صار في العكر يوم حاصروهم اسبوع؟ انتوا ساعتين مو مستحملين.. #سباق_الترايثلون
— Wasan (@wasanator) December 6, 2014
আপনারা কি গ্রামের মানুষদের কষ্ট উপলদ্ধি করতে পারছেন? আপনারা কি অনুভব করতে পারছেন, ইরক গ্রাম এক সপ্তাহ বন্ধ রাখার সময়ে কী অবস্থা হয়েছিল? আপনারা দু'ঘণ্টার এই কষ্ট-ই সহ্য করতে পারেন না।
احنا متعودين الشوارع تنصك عند مداخل مناطقنا و ننقع بالساعات و مانقدر نوصل مكان و العذر؟ نقطة تفتيش…اكلوها انتوا الحين.
#سباق_الترايثلون
— Wasan (@wasanator) December 6, 2014
এলাকায় ঢোকার সময়ে রাস্তা বন্ধ হওয়ায় ঘটনা আমাদের সয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার বিষয়টিও গা-সওয়া হয়ে গেছে। আমরা যেখানে যেতে চাই, সেখানে কখনোই যেতে পারবো না। এর কারণ হলো পুলিশ চেকপয়েন্ট। এখন আপনারা কষ্ট করেন।
মোহাম্মদ বেইদা বিক্ষোভকারীদের রাস্তায় টায়ার পোড়ানোর কারণে রাস্তা বন্ধের সাথে প্রতিযোগিতার কারণে রাস্তা বন্ধের বিষয়টির মধ্যে তুলনা করেছেন:
اليوم الترايثلون ذوق الناس الموت عشان يرضون بالصخونة
لا يبه حرق التواير وايد ارحم،ساعة والسالفة تخلص
هذا اللي تبونه؟؟
#سباق_الترايثلون
— محمد بوعيدة (@Bueida) December 6, 2014
[…] ট্রায়াথনের চেয়ে রাস্তায় টায়ার পোড়ানো অনেক ভালো। কারণ, একঘণ্টার মধ্যেই আবার রাস্তা চালু হয়ে যায়।
আপনি কি এই চেয়েছিলেন?
সরকার সমর্থকরা এর আগে রাস্তা বন্ধ করে, গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করার জন্য বিরোধীদের দায়ী করতো। আর আজ তাদের অন্য এজেন্ডা আছে।