আফগানিস্তান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আজারবাইযান, বাহরাইন, বাংলাদেশ, বেলারুশ, বলিভিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, চীন, কলম্বিয়া, চেকোস্লোভাকিয়া, মিশর, ফ্রান্স, জার্মানী, ঘানা, গ্রীস, হংকং, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইতালী, জাপান, কেনিয়া, কিরগিজস্তান, লেবানন , ম্যাসেডোনিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মেক্সিকো, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, পূর্ব তিমুর, ফিলিপাইনস, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সেন্ট লুসিয়া, সাওতোমে এন্ড প্রিন্সিপে, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, তানজানিয়া, থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিশিয়া, তুরস্ক, তুর্কমেনিস্তান, উগান্ডা, ইউক্রেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা
যদি এতগুলো দেশে নাম দেখে আপনি বিস্মিত হয়ে থাকলে, তাহলে জেনে রাখুন এগুলো হচ্ছে ৬০টিরও বেশী দেশের নাম-এবং গণনা করুন-এই দেশসমূহ গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১৫-এ প্রতিনিধিত্ব করছে।
আর মাত্র সাত সপ্তাহের মধ্যে, জানুয়ারি ২৪ তারিখে, ফিলিপাইনসের সেবু প্রদেশের রাজধানী প্রাচীন সেবু সিটিতে বিশ্বের চার প্রান্তের শত শত ব্যক্তি এসে সমবেত হবে, যেখানে তারা দুই দিন কাটাবে উন্মুক্ত ইন্টারনেট, মত প্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের অনলাইনের সিভিক আন্দোলন সাথে সম্পর্ক আবিস্কারের মধ্যে দিয়ে।
২০০৬ সাল থেকে,গ্লোবাল ভয়েসেস সামিট সারা বিশ্বের সবচেয়ে উদ্ভাবক এবং উদ্দীপক ডিজিটাল একটিভিস্ট এবং সিটিজেন মিডিয়া সম্প্রদায়কে একত্রিত করে আসছে। এই সম্মেলন চিন্তার জগৎ এবং সীমানার বাইরের সহযোগিতার এক সমৃদ্ধ ক্ষেত্রে বলে প্রমাণিত হয়েছে। ২০১৫ সালের এই সম্মেলন এই ঐতিহ্যকে বজায় রাখার দিকে নজর দেব–এবং একই সাথে এই সম্মেলনে আমরা আমাদের দশ বছর পূর্তি উদযাপন করব।
এই বছরের কর্মসূচিতে থাকছে ফিচার প্যানেল,শর্ট প্রজেক্ট শোকেস, সম্মেলন নয় এমন উন্মুক্ত ধারার বৈঠক, এবং ডিজিটাল অধিকারের অন্যতম কয়েকজন প্রবক্তা এবং আন্তর্জাতিক মিডিয়ার সাথে হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা। আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে,আমরা রিয়েল টাইমে অনলাইন অংশগ্রহণের সুবিধা প্রদান করব,সাথে যে জ্ঞান লাভ করব এবং সাথে এই সম্মেলনে যা আলোচনা করা হবে, তা ধারণ, অনুবাদ এবং প্রকাশ করা হবে। .
যদি আপনি সেবু সিটিতে আমাদের সাথে যোগ দিতে চান, তাহলে সামিটের ওয়েব সাইটের মাধ্যমে নিবন্ধন করুন, এখানে নিবন্ধনের জন্য ফিলিপাইনসের বাসিন্দাদের জন্য ২,০০০ ফিলিপিনো পেসো, দক্ষিণ এশিয়ার বাসিন্দাদের জন্য ৫০ মার্কিন ডলার এবং আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের জন্য ৭৫ মার্কিন ডলার প্রদান করতে হবে।
যদি আপনি আমাদের সাথে যোগ দিতে সমর্থ না হন, তাহলে আমরা জানুয়ারি ২৪-২৫ তারিখে অনুষ্ঠিত কর্মসূচির কিছু অংশ সরাসরি স্ট্রিমিং করব, আর এর জন্য চোখ রাখুন সামিটের ওয়েবসাইট, টুইটার এবং ফেসবুকে।
গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০১৫ –এর আয়োজন সম্ভব করার পেছনে ম্যাকআর্থার ফাউন্ডেশন,গুগল,ওপেন সোসাইটি,নাইট ফাউন্ডেশন,হিভস, ইয়াহু!,মেকিং অল ভয়েস কাউন্ট,সানস্টার পাবলিশিং,সেবু প্রদেশ,পিআর ওয়ার্কস এবং দি ফিলিপাইন সেন্টার ফর ইনভেসটিগেটিভ জার্নালিজম-এর বিনম্র সমর্থনকে ধন্যবাদ।