আমাদের যাত্রা শুরু সাধারণ এক ব্লগ ও বিবৃতিমূলক প্রচারপত্রের মাধ্যমে, ডিসেম্বর ২০০৪-এ আন্তর্জাতিক ব্লগার সম্প্রদায়ের উৎসাহে ভরা এক সম্মেলনে থেকে যার উৎপত্তি, আর এর আয়োজক ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান সেন্টারের দুজন সদস্য।
দ্রুত দশ বছর পরে যদি আবার ফিরে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের এই সম্প্রদায়ে রয়েছে বিশ্বের ১৬০টি-এর বেশী দেশের ১২০০-এর বেশী লেখক, অনুবাদক, একটিভিস্ট এবং অনলাইন বিশেষজ্ঞ, আর আমাদের কন্টেন্ট প্রকাশিত হচ্ছে বিশ্বের ৩০টি ভাষায়।
আমাদের দুই প্রতিষ্ঠাতা, সিএনএন-এর বেইজিং এবং টোকিওর প্রাক্তন ব্যুরো প্রধান রেবেকা ম্যাককিননন এবং প্রযুক্তিবিদ ও আফ্রিকা বিশেষজ্ঞ ইথান জুকারম্যান যখন একত্রিত হলেন, তারপর অনেকটা সময় গড়িয়ে গেছে।
আমরা ওয়েব থেকে হাজার হাজার কৌতূহল উদ্দীপক কাহিনী নিয়ে সংবাদ তৈরী করি এবং সেগুলোর অনুবাদ করি। আমরা অনলাইন অধিকার, সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই এবং প্রান্তিক সম্প্রদায়ের ক্ষমতায় কাজ করে যাচ্ছি। আমাদের এই সম্প্রদায়ের সদস্যরা তাদের নিজ দেশের পরিবর্তনের ক্ষেত্রে এক অনুঘটক হিসেবে কাজ করছে,এদের কেউ কেউ নেতৃত্ব প্রদানকারীতে পরিণত হয়েছে, এবং এমনকি কেউ কেউ কারাবন্দিত্ব বরণ করেছে এবং কেউ কেউ নির্যাতনের শিকার হয়েছে।
যখন আমরা আমাদের দশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি, তখন আমরা রেবেকা (@আরম্যাক) এবং ইথান (@ইথানজেড) এর সঙ্গে গ্লোবাল ভয়েসেস নিয়ে তাদের স্বপ্ন এবং সকল অর্জিত জয়, চ্যালেঞ্জ এবং বিস্ময়, যা আমরা এই অর্গানিক, উদ্দীপনামূলক ও সুন্দর দশ বছরের যাত্রা মুখোমুখি হয়েছি, তা নিয়ে কথা বলেছি।
প্রাথমিক পর্যায়ে হ্যাংআউট-এর কিউ এন্ড পি এ্যাপস-এর মাধ্যমে গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় ও আমাদের বন্ধুদের করা প্রশ্নের মাধ্যমে এই সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে যা পরিচালনা করা হয় ক্রাউডসোর্সের মাধ্যমে। হ্যাংআউট ও টুইটারে করা কিছু আলোচনা নীচের গুগল প্লাসের ইভেন্ট পাতার মাধ্যমে আপনারা দেখতে পারেন।