মেক্সিকোর শহর কোকুলার এক আবর্জনার স্তূপে প্রাপ্ত মানব কঙ্কালের মাঝে একটি হচ্ছে ২১ বছর বয়স্ক আলেকজান্ডার মোরা ভেনানসিওর,২৬ সেপ্টেম্বর,মেক্সিকোর দক্ষিণ পশ্চিমের ইগুয়ালায় স্থানীয় পুলিশের চালানো হামলায় শিক্ষক প্রশিক্ষণ গ্রহণরত যে ৪৩ জন ছাত্রকে অপহরণ হয়, সে ছিল তাদের একজন।
আয়োতজিনাপার শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় “রাউল ইসিদ্রো বার্গোস”-এর নিখোঁজ এই ৪৩ জন ছাত্রের পরিবারে পক্ষ থেকে কাজ করা আর্জেন্টিনার ফরেনসিক এনথ্রোপলজির দলটি তার পরিচয় উদ্ধার করে।
উক্ত মহাবিদ্যালয়ের ফেসবুকের পাতায় যে সমস্ত ছাত্র অংশগ্রহণ করে, তারা আলেকজান্ডার মোরা ভেনানসিওর স্বরে একটা লেখা লিখেছে, যেটিতে সবচেয়ে দূর্ভাগ্যজনক বিষয়টি নিশ্চিত করা হয়েছে:
Compañeros a todos los que nos han apoyado soy ALEXANDER MORA VENANCIO.
A través de esta voz les hablo soy uno de los 43 caídos del día 26 de Septiembre en manos del narcogobierno. Hoy 6 de diciembre le confirmaron los peritos Argentinos a mi padre que uno de los fragmentos de mis huesos encontrados me corresponden. Me siento orgulloso de ustedes que han levantado mi voz, el coraje y mi espíritu libertario. No dejen a mi padre sólo con mi pesar, para él significo prácticamente todo, la esperanza, el orgullo, su esfuerzo, su trabajo y su dignidad. Te invito que redobles tu lucha. Que mi muerte no sea en vano. Toma la mejor decisión pero no me olvides. Rectifica si es posible pero no perdones. Este es mi mensaje.
Hermanos hasta la victoria.
SOY ALEXANDER MORA VENANCIO DE EL
PERICÓN, MPIO., DE TECOANAPA, GRO
যারা আমাদের সমর্থন করছে, আমাদের সেই সকল বন্ধুদের উদ্দেশ্য, আমি আলেকজান্ডার মোরা ভেনানসিও।
এই উচ্চারিত কণ্ঠস্বরের মাধ্যমে আমি বলছি, ২৬ সেপ্টেম্বর তারিখে মাদক চোরাকারবারি নিয়ন্ত্রিত সরকারের হাতে যে ৪৩ জন ছাত্র মৃত্যুবরণ করেছে, আমি তাদের একজন। আজ আর্জেন্টিনার বিশেষজ্ঞরা আমার পিতার কাছে নিশ্চিত করে যে প্রাপ্ত কঙ্কালটি আসলে আমার। যারা আমার কণ্ঠস্বর, আমার সাহস এবং স্বাধীনতার চেতনা তুলে ধরছে, তাদের জন্য আমি গর্বিত। আমার পিতা, যার কাছে আমি ছিলাম তার সবকিছু, তার আশা, তার গর্ব, তার প্রচেষ্টা, তার কাজ, তার মর্যাদা, আজকে তার শোকের সময় তাকে একা হতে দেবেন না। লড়াই আরো জোরালো করার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। আমার মৃত্যু বৃথা যাবে না। সেরা সিদ্ধান্তটি গ্রহণ করুন, কিন্তু আমাকে ভুলে যাবেন না। পারলে এর প্রতিকার করুন, কিন্তু ক্ষমা করবেন না। এটাই আমার বাণী।
ভাইয়েরা আমার, জয় না অর্জিত হওয়া পর্যন্ত যুদ্ধ।
আমি আলেকজান্ডার মোরা ভেনানসিও, যার বাস গুয়েরারো রাজ্যে টেকোনাপা পৌরসভার এল পেরিকোন-এ।
যখন নিখোঁজ ওইসব ছাত্রদের পিতারা এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে মেক্সিকো শহরের এল এনজেলো ডে লা ইনডেপেনডেনসিয়া চত্বর থেকে বিপ্লব চত্বরের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখন এই সংবাদ আসে।
ওই সমস্ত পরিবারের মুখপাত্র ফেলিপে ডে লা ক্রুজ ব্যাখা করেন যে এসকুলে নরমাল ডে আয়োতজিনাপায় অবস্থিত আর্জেন্টিনার ফরেনসিক টিমের কাছ থেকে শুক্রবার দিনের শেষে তারা এই সংবাদটি পান। তিনি আরো যোগ করেন:
No le lloremos a Alexander. Que sepa que no vamos a descansar hasta que haya justicia. Faltan 42 y los queremos con vida.
আলেকজান্ডার তুমি কেঁদোনা। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা থামবো না। এখনো ৪২ জন নিখোঁজ এবং আমরা তাদের জীবন্ত ফেরত চাই।
এবং এখানে আরো কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল:
QEPD Alexander Mora Venancio, uno de los 43 que sí movió y seguirá moviendo a #México Justicia y verdad. #nosfaltan42pic.twitter.com/Glj5ti1Vt2
— Salvador San Vicente (@SSVphotographer) December 7, 2014
শান্তিতে ঘুমাও আলেকজান্ডার মোরা ভেনানসিও, যে তুমি সেই ৪৩ জনের একজন যারা এগিয়ে গিয়েছিল এবং মেক্সিকোকে ঝাঁকি দিতে থাকবে। ন্যায়বিচার এবং সত্য।
Alexander Mora Venancio. Enciende mi luz con tu luz. #AyotizinapaSomosTodospic.twitter.com/fwz9FE7nce
— Ursula Pruneda (@ursulapruneda) December 7, 2014
তোমাদের অগ্নিশিখার সাথে আমার আগুন প্রজ্বলিত কর।
Fue el estado quien lo asesinó, fue el estado quien lo desapareció, estado mexicano asesino. Alexander Mora Venancio #AyotzinapaFueElEstado
— Miss partes (@misspartes) December 7, 2014
এটা হচ্ছে রাষ্ট্র যে তাঁকে হত্যা করেছে, এটা হচ্ছে রাষ্ট্র যে তাঁকে খুন করেছে, খুনী মেক্সিকো রাষ্ট্র।
“No lloramos a Alexander Mora Venancio. Su caída florecerá en la revolución”: Felipe de la Cruz #6DMX#Ayotzinapapic.twitter.com/IGh41iQ66j
— Compi Majhadera (@Majhadera) December 7, 2014
আমরা আলেকজান্ডার মোরা ভেনানসিওর জন্য অশ্রু বিসর্জন দিচ্ছি না। তার মৃত্যু থেকে বিপ্লবের জন্ম নেবে:ফিলিপে ডে লা ক্রুজ।
#Ayotzinapa Tu lucha es mi lucha, Tu dolor, es mi dolor Alexander Mora Venancio no debió morir, exigimos justicia pic.twitter.com/BW7KytYQzA
— Emmanuel Lion Zion (@FlorezLion) December 7, 2014
তোমার লড়াই, আমার লড়াই। তোমার যন্ত্রণা, আমার যন্ত্রণা। আলেকজান্ডার মোরা ভেনানসিও মারা যেতে পারে না। আমরা ন্যায় বিচার দাবী করছি।
Alexander Mora Venancio pasa de la lista de los 22mil desaparecidos a la de los 125mil muertos; No dejaremos d demandar JUSTICIA #YaMeCanse2
— UnDíaComoLeón (@UnDiaComoLeon) December 7, 2014
নিখোঁজ ২২,০০ জনের তালিকা থেকে আলেকজান্ডার মোরা ভেনানসিও মৃত ১২৫,০০০ জনের তালিকা প্রবেশ করল। ন্যায় বিচারের দাবী আমরা বন্ধ করব না।
২৬ সেপ্টেম্বর তারিখে এক বিক্ষোভে অংশ নেওয়ার জন্য অন্যদের সাথে ইগুয়ালায় বাস যাত্রার সময় এইসকল ছাত্ররা নিখোঁজ হয়। ইগুয়ালার পুলিশ এই সকল ছাত্রদের ধরে নিয়ে যায় এবং অভিযোগ রয়েছে যে তারা এদের স্থানীয় মাদক পাচারকারী গুণ্ডাদের হাতে তুলে দেয় এবং কোকুলায় নিয়ে তাদের মেরে ফেলা হয়। কর্তৃপক্ষের মতে গুণ্ডারা ছাত্রদের মৃতদেহ পুড়িয়ে ফেলে এবং কয়েকজনের ছাই নদীতে ফেলে দেয়।
এই ঘটনা দূর্নীতি এবং বিক্ষোভ প্রশমনে মেক্সিকো সরকারের অদক্ষতাকে তুলে ধরছে [স্প্যানিশ ভাষায়], যার ফলে নাগরিকরা ন্যায়বিচার ও মেক্সিকোর রাষ্ট্রপতি এনরিকে পেনা নিয়েটোর পদত্যাগ দাবী করছে।
আয়োতজিনাপা নিয়ে করা আমাদের বিশেষ সংবাদ পাঠ করুন।