সংখ্যার গণনায় – অনলাইনে মায়া জুতুজিল ভাষায় আলাপচারিতা

জুতুজিল তিজিজ শিরোনামের ফেসবুক গ্রুপের ব্যবহারকারীরা বেশ সক্রিয় হয়ে গ্রুপে বিভিন্ন পোস্ট প্রকাশ করছেন। সেপ্টেম্বর মাসে ২৯ জন ব্যবহারকারী মায়া জুতুজিল ভাষায় ৯৬ টি টীকা লিখেছেন। এছাড়াও সেখানে তাঁরা ২০ টি ছবি পোস্ট এবং ৫ টি লিংক তৈরি করেছেন, যেখানে ৩২৯ টি “লাইক” দেয়া হয়েছে। আর মাত্র এক মাসেই এগুলোতে ৩৫৬ টি মন্তব্য করা হয়েছে। 

এই সংখ্যাগুলোই আমাদের বলে দিচ্ছে যে এই গ্রুপের ব্যবহারকারীরা শেয়ার করা বার্তাগুলো পড়ছেন এবং তাতে তাদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এই সম্প্রদায়ের মাঝে ভাষাটি শেয়ার করার মাধ্যমে একটি উদ্দেশ্য কাজ করছে। তবে এত কিছুর পরেও সাম্প্রদায়িক সচেতনতা আরও বেশি প্রয়োজন। তাঁর পাশাপাশি ভাষাটি ছড়িয়ে দিতে প্রয়োজন নতুন নতুন ক্ষেত্র। প্রতিদিনই আরও বেশি সংখ্যক লোক গ্রুপটিতে যোগ দিচ্ছেন।

Photo provided by grantee project.

অনুদান প্রকল্প থেকে নেওয়া ছবি।

মায়া জুতুজিল ফেসবুক পেজে এপ্রিল মাসের শুরু থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দুই ভাষায় প্রকাশিত ৪২ টি অনুচ্ছেদ, ১৪ টি ছবি, দেশীয় ভাষার সাথে সম্পর্কিত ১৯ টি লিংক, ২ টি অডিও এবং ৫ টি স্বল্পদৈর্ঘ্য ভিডিও শেয়ার করা হয়েছে। এগুলোতে ২৬২ টি “লাইক” দেয়া হয়েছে এবং মায়া ভাষায় ১০১ টি মন্তব্য করা হয়েছে। এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, পেজটিতে ৯ হাজার ৪ শত ৮৭ জন ব্যবহারকারী আছেন।

পেজটি সবার জন্য উন্মুক্ত। সারা পৃথিবী জুড়ে অনেক দেশ থেকে আসা লোক আমাদের ভক্ত। তারা মায়া জুতুজিল এবং স্প্যানিশ এ দুইটি ভাষা ব্যবহার করে ভাষাটির প্রচার ও প্রসারের কাজে সাহায্য করছেন। আমরা দেখতে পাচ্ছি, লোকজন তাদের প্রশ্নগুলো শেয়ার করে লেখনীর মাধ্যমে পারষ্পরিক ভাব আদান প্রদান করছেন। মায়া ভাষা সম্পর্কিত বিভিন্ন তথ্য কোথায় পাওয়া যাবে এবং তাদের প্রয়োজনীয় তথ্য খুঁজতে আমরা তাদের সাহায্য করতে চাই, এমন অনেক আবেদন সম্বলিত বার্তাও আমরা পেয়েছি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .