বোকা ডে নিনচারেতে প্রথম জাট্টা ওয়োটানো সাংগঠনিক আড্ডা

রাইজিং ভয়েসেস অনুদান প্রকল্পের তাজা সংবাদ

Using the internet in the community. Photo provided by project.

সম্প্রদায়ের মাঝে ইন্টারনেটের ব্যবহার। ছবি প্রকল্প থেকে সরবরাহ করা হয়েছে।


এক প্রাক প্রশিক্ষণ কর্মকাণ্ড যা বোকা ডে নিনচারেতে অনুষ্ঠিত হয়েছিল,তার মাঝে উক্ত প্রকল্পের দলটি ভেনেজুয়েলার বলিভার প্রদেশের সুক্রে পৌরসভার মারিপা সম্প্রদায়ের নেতা জনাব:এনরিকে কাউরাকে সাথে নিয়ে এই সম্প্রদায়ের সাথে ধারাবাহিক কয়েকটি আলোচনা করে। এই আলোচনা প্রকল্প প্রস্তাবনাকে সামাজিকীকরণের কাজ করে এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য গ্রহণ করা উদ্যোগের প্রাসঙ্গিকতা এতে প্রতিফলিত হয়।

এক দীর্ঘ আলোচনায়,কাউরা প্রধান আমাদের জানান যে আদিবাসী অনেক তরুণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংস্পর্শে রয়েছে,এবং তিনি বলেন:

এখানে এমন কোন তরুণ নেই যার হাতে আধুনিক কোন মোবাইল ফোন নেই। আপনি সবখানে দেখতে পাবেন যে তারা হয় গান শুনছে, নয়তো ভিডিও ধারণ করছে। কম্পিউটারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তারা হয়ত একটা কম্পিউটার কিনছে, আর তারা সেগুলোকে ভালভাবে ব্যবহার করতে জানে।

এই সম্প্রদায়ের মাঝে যে ইন্টারনেট সংযোগ বিদ্যমান আমরা সেটা নিয়েও কথা বলেছি।সংযোগ স্থলে ঘটা প্রযুক্তিগত কারণে এই সংযোগ কাজ করছে না। ইন্টারনেট সংযোগ আবার চালু করার ক্ষেত্রে জাট্টা ওয়োটনোর প্রকল্প দলটি সকল ধরনের সাহায্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে জনাব কাউরা যে মন্তব্য করেছে বিশেষ করে তা বেশ কৌতূহল জনক:

যখন আমাদের ইন্টারনেট ছিল, তখন আমাদের সম্প্রদায় ছেড়ে যেতে হত না। যখন আমাদের নেটের গতি বেশ ভাল ছিল বিশেষ করে আমি বেশ ফুরফুরে মেজাজে ছিলাম। আমি সকল তথ্য পেতাম এবং সকলের সংস্পর্শে ছিলাম।

বোকা ডে নিনচারের ক্ষেত্রে এই সকল প্রযুক্তি গত উপাদান কতটা গুরুত্বপূর্ণ এই সকল বাক্য তা তুলে ধরছে। এর আরেকটি বিষয় ছিল প্রশিক্ষণে অংশ নেওয়া ইয়েকুয়ানা তরুণদের জাতিগত-যোগাযোগকারীতে পরিণত হওয়া। এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে প্রতিবেশী আদিবাসী সম্প্রদায়ের প্রায় ২০ জন তরুণকে কাজের জন্য ডাকা হবে।

দলটির জন্য এটা ছিল দারুণ এক ইতিবাচক অভিজ্ঞতা। কাউরা নদীর ধারে বসবাস করা ইয়েকুয়ানা নাগরিকদের অনেক বর্তমান বাস্তবতা আমরা জানতে পেরেছি। অবৈধ খনি,পরিবেশগত সমস্যা,পারদ দ্বারা ব্যাপক ভাবে দূষণ যা প্রকৃত এক সমস্যা, আর সেটি নদী অববাহিকায় বিদ্যমান,এই সব সমস্যার প্রেক্ষাপট উল্লেখ করা গুরুত্বপূর্ণ। আমাদের পূর্বপুরুষদের ভুমি থেকে নির্বাচারে বন উজাড় করা,আদিবাসী জমির সীমানা নির্ধারণ এবং এই সকল অঞ্চলসমূহ-কে নতুন এলাকা হিসেবে বিবেচনা করা,সাথে ডিজিটাল মিডিয়ায় আদিবাসী জনগোষ্ঠীর উপস্থিতির অভাব এবং ওই সমস্ত সংস্কৃতি যাতে ছড়িয়ে পড়ে তার জন্য স্থান তৈরীতে ডিজিটাল মিডিয়ার ব্যবহার ও এসবকে স্বীকৃতি প্রদান ও এদের প্রতি শ্রদ্ধা নিয়ে আলোচনায় আমরা উঠে আসতে পারি না। আমরা জানি যে ওই সমস্ত সমস্যার ক্ষেত্রে এই প্রকল্প আলোচনা এবং যোগাযোগ তৈরীতে অনেক সাহায্য করবে।

Jatta Wöötanö project team meeting. Photo provided by project.

জাট্টা ওয়াটানো প্রকল্পের দল। প্রকল্প থেকে ছবি সরবরাহ করা হয়েছে।

১১-১৫ ডিসেম্বরের মধ্যে আমরা বোকা ডে নিনচারে পরিদর্শন করব। সড়ক ও নৌ পথে এটা সারাদিনের এক যাত্রা। জানুয়ারি ২০১৫-এ শুরু হতে যাওয়া কর্মশালার জন্য সরবরাহকৃত সকল কিছুর প্রস্তুতি গ্রহণকল্পে সম্প্রদায়ের মাঝে অনুষ্ঠিত সভায় একটি প্রকল্প উপস্থাপন করা হবে।

স্প্যানিশ ভাষা থেকে অনুবাদ করেছেন এডি আভিলা

1 টি মন্তব্য

এই জবাবটি দিতে চাই না

আলোচনায় যোগ দিন -> sultan

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .