রাশিয়াভিত্তিক”শিশু-৪০৪,” যুক্তরাষ্ট্রের “ইট গেটস বেটার” প্রচারাভিযানের মতই সমকামী কিশোরদের জন্য একটি অনলাইন সাপোর্ট নেটওয়ার্ক যার প্রতিষ্ঠাতা এখন অবৈধভাবে সমকামী প্রচারণার দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন। লিনা ক্লিমভা প্রথম এ অভিযোগ সম্পর্কে জানতে পারেন গত সপ্তাহে, যখন তদন্তকারীরা তার বাড়ি পরিদর্শন করে এবং ফেডারেল পুলিশ ভবনে তাকে তলব করা হয়। ক্লিমভাকে আজ নভেম্বর ১৮ তারিখে, মস্কোতে উপস্থিত হবার জন্য বলা হয়েছিল, কিন্তু সে মস্কো থেকে ১১০০ মেইল দূরে, নিযনি তাগিলে থাকার কারণে উপস্থিত হতে পারেনি। শুনানিটি ক্লিমভার বাড়ির কাছে নেবার অনুরোধ পুলিশ প্রত্যাখ্যান করেছে।
ক্লিমভা লাইভজার্নাল টুডেতে এর কিছু অংশলিখেছেন —যা তার মতে, রাষ্ট্রীয় অভিযোগের কিছু অতুলনীয় অংশ। নিম্নলিখিত ভাষা ক্লিমভা'র সম্প্রদায়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে:
… материалы в целом способны вызвать у детей представление о том, что быть геем – это значит быть человеком мужественным, сильным, уверенным, упорным, с чувством собственного достоинства и самоуважения …
শিশু-৪০৪ এ দেখানো বিষয়সমূহ শিশুদের মনে এই ধারনা দিতে পারে যে সমকামী হবার অর্থ একজন সাহসী, সমর্থ, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হওয়া।
… данные комментарии открыто выражают негативное отношение к матери, осуждающей подростка-гомосексуалиста ..
শিশু-৪০৪ তে করা মন্তব্যসমূহ উন্মুক্তভাবে সেসকল মায়েদের প্রতি নেতিবাচক মনভাব গরে তুলছে যারা তাদের সমকামী বাচ্চাদের তাদের সমকামিতার নিন্দা জানায়।
… в данном сообществе практически отсутствует информация о том, что данные отношения являются нетрадиционными в понимании норм, обычаев и устоев РФ …
এই সম্প্রদায়ে এই বিষয়ে কোন তথ্য নেই যে, এধরনের যৌন অভিব্যক্তি রাশিয়ান ফেডারেশনের নিয়ম, রীতিনীতি, এবং অনুশীলনের সম্পূর্ণ বাইরে।
এই অভিযোগসমূহ গতকাল প্রকাশিত ফেসবুক মন্তব্যের ওপর ভিত্তি করে রাশিয়ান কেন্দ্রীয় সেন্সর করা হয়েছে, যারা শিশু-৪০৪ এর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে শিশু-৪০৪ সংখ্যালঘু সমকামী সম্প্রদায়কে অপেশাদার” মানসিক সমর্থন প্রদানের মাধ্যমে বিপদ ডেকে আনছে।
রাশিয়ান সরকার মনে হয় এলজিবিটি তরুণদের বলছে যে তারা একে অপরেরে জন্য হুমকি- এধরনের তরুণদের ডাক্তারি সহায়তার প্রয়োজন, ডাক্তাররা তাদেরকে শান্তভাবে ব্যাখ্যা করবে সমকামী হওয়ার মানে ভাল কিছু ছাড়া বাকি সবই। আপনি যদি তরুণ এবং সমকামী হয়ে থাকেন, আপনি আপনার মত অন্যদের কাছ থেকে দূরে থাকবেন। আপনার যদি কিছু করতে হয় তবে আপনি ডাক্তারের কাছে যান এবং সঠিক পরিচর্যা গ্রহণ করুন, মর্যাদা ও আত্মসম্মান জাতীয় বিভ্রমের আওতায় পড়ার আগেই।
জনসেবামূলক ঘোষণা হিসেবে “ইট গেটস বেটার” এঅর্থে তা কেমন বলুন তো?