- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মেক্সিকোঃ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বচ্ছতা বিশেষজ্ঞের উপর গুলিবর্ষণ

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, মেক্সিকো, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, যুদ্ধ এবং সংঘর্ষ, জিভি এডভোকেসী
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে হত্যার প্রয়াস নেয়া হয়। ছবিটি লেখকের সৌজন্যে, জে টাডো (মে, ২০১২)। [1]

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে হত্যার প্রয়াস নেয়া হয়। ছবিটি লেখকের সৌজন্যে, জে টাডো (মে, ২০১২)।

মেক্সিকান আইনবিদ আর্নেস্টো ভিলানুয়েভার উপর গত ২৯ অক্টোবর, ২০১৪ তারিখে এক অতর্কিত বন্দুক হামলা চালানো হয়। এ হামলায় তিনি বেঁচে যান। মেক্সিকো জাতীয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় (ইউএনএএম) [2]প্রাঙ্গণের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাঁর উপর এ হামলা চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টিকে অনেকেই দেশের সবচেয়ে সম্মানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদায় আসীন করে থাকেন। আইনানুমোদিত গবেষণা ইন্সটিটিউট ভবনের বাইরেই ভিলানুয়েভার উপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়।

আর্নেস্টো ভিলানুয়েভা (@ইভিলানুয়েভাএমএক্স [3]) তাঁর পেশাজীবনের বেশিরভাগ সময়েই তথ্য অধিকার, বাকস্বাধীনতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে পড়াশুনা করে কাটিয়েছেন। মেক্সিকোর গণ তথ্যে প্রবেশাধিকার এবং তথ্য সুরক্ষা বিষয়ক কেন্দ্রীয় ইন্সটিটিউটের [4] জন্য একজন কমিশনার নিয়োগের জন্য এ বছরের শুরুতে কয়েকজনের একটি তালিকা করা হয়। এ পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকাতে তাঁর নাম ছিল। উল্লেখ্য যে এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে তথ্য অধিকার নিশ্চিত করা।

Ernesto Villanueva. Foto de su perfil de Twitter.

আর্নেস্টো ভিলানুয়েভা

প্রসেসো ম্যাগাজিনে সম্প্রতি প্রকাশিত এক কলামে ডঃ ভিলানুয়েভা আইনানুমোদিত গবেষণা ইন্সটিটিউটের পরিচালক পদে নিয়োগ নিয়ে যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে সেখানে স্বচ্ছতার অভাব এবং অন্যান্য অনিয়মের অভিযোগ [5]তুলেছেন। এখানে এ ইন্সটিটিউটের সাবেক পরিচালক ডিয়েগো ভালাডেসেরও জড়িত থাকার কথা তিনি উল্লেখ করেছেন। বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষক তাদের প্রতিউত্তর দেবার অধিকারের চর্চা হিসেবে একই সাময়িকীতে [6] ধারাবাহিকভাবে এ অভিযোগের বিরুদ্ধে লিখে আসছেন। তারা ভিলানুয়েভার আনিত অভিযোগ বলিষ্ঠভাবে অমূলক বলে প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁর পাশাপাশি তারা ভিলানুয়েভার বিরুদ্ধে ইন্সটিটিউটের সুনাম হানি করার অভিযোগ এনেছেন।

এই পরষ্পর বিরোধী দ্বন্দ্ব পূর্ণ পরিস্থিতিতে প্রসেসো [7] সাময়িকীতে বলা হয়েছে, এসব অপরাধ মূলক কাজেভালাডেস জড়িত থাকতে পারেন বলে ডঃ ভিলানুয়েভা মনে করছেনঃ 

Villanueva identificó a Diego Valadés, exdirector del Instituto de Investigaciones Jurídicas, como uno de los que podrían estar detrás del atentado que sufrió cuando manejaba un vehículo Mitsubishi, que recibió por los menos tres balazos calibre 38 de un sujeto desconocido.

এ ঘটনার পেছনে আইনানুমোদিত গবেষণা ইন্সটিটিউটের সাবেক পরিচালক ডিয়েগো ভালাডেস জড়িত থাকতে পারেন বলেভিলানুয়েভা সন্দেহ প্রকাশ করেছেন। চালকের আসনে থাকা অবস্থায় তাঁর মিতসুবিশি গাড়িতে হামলার ঘটনার পেছনে থাকা কয়েকজনের মাঝে তিনি একজন বলে ধারনা করা হচ্ছে। তিনি গাড়ি চালানোর সময় একজন অপরিচিত বন্দুকধারী তাকে লক্ষ্য করে তিনটি ৩৮ রাউন্ডের ক্যালিবার গুলি চালায়, যা তাঁর গাড়িতে লাগে।

এ হামলায় ভিলানুয়েভার কোন ক্ষতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টুইটার ব্যবহারকারী কার্লোস ব্রিটো এ ধরনের একটি সহিংস কর্মকান্ড সম্পর্কে তাঁর মন্তব্য শেয়ার করেছেনঃ

যথেষ্ট হয়েছে! বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ভেতরে ডঃ @ইভিলানুয়েভাএমএক্স [8] হামলার শিকার হয়েছেন। আমরা তাঁর সাথে সংহতি প্রকাশ করছি। সংহতিই শক্তি।

মেক্সিকান সমাজবিজ্ঞানী রাউল ত্রেজোও আর্নেস্টো ভিলানুয়েভার প্রতি তাঁর সমর্থন জানিয়েছেনঃ

আর্নেস্টো ভিলানুয়েভাকে (@ইভিলানুয়েভাএমএক্স [8]) হত্যা প্রচেষ্টায় চালানো হামলার নিন্দা জানিয়ে তাঁর প্রতি সংহতি প্রকাশ করছি। এ ঘটনার যথাযথ  তদন্ত হওয়া প্রয়োজন।

মেক্সিকোতে ঘটে যাওয়া সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে ডঃ ভিলানুয়েভা বিভিন্ন ধরনের কলাম লিখেছেন [13] এবং প্রকাশ করেছেন। তাঁর জন্মস্থান মিশোয়াকানে হঠাৎ সহিংসতা বেড়ে যাওয়ার [14] নানা ঘটনা নিয়ে লেখা কলাম এবং মেক্সিকোর রাজধানী শহরে ট্রেন, বাসে কর্মস্থলে যাতায়াতকারীদের জন্য গন পরিবহনের ভাড়া বৃদ্ধি [15] নিয়ে লেখা কলামগুলো তাঁর প্রকাশিত কলামগুলোর মধ্যে বেশ উল্লেখযোগ্য।