- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মস্কোর সমালোচনামূলক স্বতন্ত্র থিয়েটার কোম্পানি উচ্ছেদের সম্মুখীন

বিষয়বস্তু: রাশিয়া, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, শিল্প ও সংস্কৃতি

1011800_717352888299479_1095815565_n [1]

ছবি রুশ থিয়েটার কোম্পানির ফেসবুক পাতা [1] থেকে নেয়া


মস্কো প্রশাসনের সম্পত্তি বিভাগ কোন ব্যাখ্যা ছাড়াই গত ১৫ অক্টোবর, ২০১৪ তারিখে রুশ থিয়েটার কোম্পানি টেয়াটর.ডক (Teatr.Doc) এর সঙ্গে লিজ চুক্তি বাতিল করেছে। ছোট ৫০আসনবিশিষ্ট স্বাধীন থিয়েটার কোম্পানিটি ১২ বছর ধরে তাদের অবস্থানে কাজ করে আসছিল। দেশের শিল্পীসম্প্রদায় দ্রুত এবিষয়ে মন্তব্য [2] করেছে যা তাদের মতে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। একটিভিস্ট এবং শিল্পীরা ডিসেম্বরের মাঝামাঝি থিয়েটারের এই উচ্ছেদ প্রতিরোধ করার জন্য রাজনীতিবিদদের কাছে অনলাইনে আবেদন এবং চিঠি প্রেরণ করছে।

থিয়েটারটির প্রতিষ্ঠাতা এবং শিল্প পরিচালক এলেনা গ্রেমিনা তার ফেসবুকে [3]লিখেছেন:

Неожиданно Москва ( в лице Департамента Имущества) досрочно расторгла в одностороннем порядке, без объяснения причин, договор аренды с нашим театром. Так что, если вам нравится/интересен наш театр.doc, то советую побывать в этом историческом, не побоюсь этого слова, помещении (которое 12 лет было театром, в котором играли спектакли, проходила Любимовка, Кинотеатр.док и многое другое) – в самое ближайшее время. Потому что вскоре там будет магазин или что-то еще не менее необходимое в нынешние времена!. (предваряя вопросы – аренду и налоги аккуратно платили, пожарные и прочие предписания свято соблюдали,но и это видимо ничего сейчас не значит!) 

মস্কো (সম্পত্তি বিভাগের মাধ্যমে) একতরফাভাবে এবং অপ্রত্যাশিতভাবে কোনো ব্যাখ্যা ছাড়াই নির্ধারিত সময়ের আগেই আমাদের থিয়েটারের সাথে ইজারা বাতিল করেছে। তাই আপনি আমাদের থিয়েটার আগ্রহী হলে আমি আপনাকে অদূর ভবিষ্যতে এই ঐতিহাসিক স্থানটি দেখার পরামর্শ দিবো। শীঘ্রই এখানে দোকান বা অন্য প্রয়োজনীয় কিছুর স্থান এখানে হবে! ([কোনো সম্ভাব্য] প্রশ্ন – আমাদের ভাড়া এবং কর, সঠিকভাবে দেওয়া আছে, অগ্নিনির্বাপক ও অন্যান্য নিয়মকানুন কঠোরভাবে মানা হয়, কিন্তু তা সম্ভবত এখন আর কোন অর্থ বহন করে না)

নগরীর সম্পত্তি বিভাগ দাবি [4] করছে অননুমোদিত সংস্কার কাজের কারণে ইজারা বাতিল করা হয়েছে। দেখা যাচ্ছে যে এই সিদ্ধান্ত ৫ মে গৃহীত হয়, কিন্তু এ বিষয়ে থিয়েটার কর্তৃপক্ষ অবহিত ছিল না।

এলেনা গ্রেমিনার মতে [5] অননুমোদিত সংস্কার কাজ বলতে যা বোঝানো হয়েছে তা হচ্ছে একটি জানালা ভেঙ্গে দরজা নির্মাণ করা হয়েছে, তা আবার অগ্নিনির্বাপক সংস্থার নীতি মেনে। এর আগে দর্শনার্থীরা পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতো।

এই সিদ্ধান্ত অনেক মানুষের মনে এই পদক্ষেপের পেছনে কে রয়েছে সে বিষয়ে প্রশ্ন ও বিস্ময় সৃষ্টি করেছে।

Нет причины, и она в (заявлении) о расторжении не указывается. Из чего я делаю вывод о том, что дело в спектаклях. Нам уже делали предупреждения, неофициально – не надо политических спектаклей, снимите их

“কোন কারণ দেখানো হয়নি, এবং এটা বাতিলপত্রে উল্লেখ করা হয়নি। যেকারণে, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এর পিছনে আসলে মঞ্চায়িত নাটকের ভূমিকা রয়েছে। আমরা এরমধ্যে অনানুষ্ঠানিক সতর্কবার্তা পেয়েছি,” – মিখাইল উগারভ, থিয়েটারের প্রধান পরিচালক বলেন [4] বিবিসি রাশিয়াকে।

অনেকে মনে করছেন যে সরকারী কিছু আমলা থিয়েটারটির পুতিন বিরোধী বহিঃপ্রকাশের জন্য হঠাৎ করেই উদ্যোগী হবার এবং শাস্তি দেবার সিদ্ধান্ত নিয়েছে।

“আমি এর আগে কখনোই এই থিয়েটার এর সমস্যার কথা শুনিনি, কিন্তু আসলে মস্কোতে অনেক থিয়েটার রয়েছে যা ঈশ্বরই জানেন কি করে বেড়ায়,” – মেয়র সবিয়ানিনকে উদ্ধৃত [6] করেন আলেক্সেই গলুবেভ নামের ইকো মস্কভির সাংবাদিক, টুইটার থেকে।

মস্কোর কেন্দ্রস্থলের ভবনের ভূ-গর্ভে অবস্থিত, এই থিয়েটারটি রাজনৈতিক ও বিতর্কিত নাটক মঞ্চায়িত করে। এই মাসে থিয়েটারটি নতুন জীবন [7] নামে একটি নাটক মঞ্চায়িত করে যেখানে পূর্বে হত্যার অভিযোগে কারারুদ্ধ নারীদের তুলে ধরা হয়। থিয়েটারটি প্রায়ই এমন সব বিষয়কে মঞ্চে তুলে আনে যা প্রায়শই রাশিয়ান সমাজে অবহেলা করা হয়, ঘৃণার কারণে ও স্বীকৃতির অভাবে। থিয়েটার একমাত্র স্থান যেখানে রাশিয়ার রাজনৈতিক বিষয়য়াদি অভিনয়ের মাধ্যমে তুলে ধরা যায়।

টম স্টপার্ড, জনপ্রিয় ব্রিটিশ নাট্যকার,এক খোলা চিঠি [8] প্রকাশ করেছেন থিয়েটারটিকে সমর্থন জানিয়ে। কোল্টা ডট আরইউ নিউজ পোর্টালে প্রকাশিত প্রথম প্রকাশিত এই চিঠিতে তিনি বলেন:

Нет причины, и она в (заявлении) о расторжении не указывается. Из чего я делаю вывод о том, что дело в спектаклях. Нам уже делали предупреждения, неофициально – не надо политических спектаклей, снимите их

প্রজন্ম ধরে, রাশিয়ান থিয়েটার সংস্কৃতি ভালো এবং খারাপ উভয় সময়েই অনুপ্রেরণা, ইংরেজি ভাষা-ভাষীদের শ্রদ্ধার বিষয় হিসেবে গৃহীত হয়েছে। […] রাশিয়ার মধ্যে, থিয়েটারটি বর্তমানে একতি গুরুত্বপূর্ণ গ্রুপ যা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে, যার মধ্যে থিয়েটারশিল্পের একটি স্পন্দনশীল এবং প্রাসঙ্গিক ভবিষ্যতের বীজ রয়েছে

এলেনা গ্রেমিনা কোল্টা ডট আর ইউকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন [9]:

Потерять помещение для нас — это, конечно, драма. Но, в принципе, «Театр.doc» — это не стены, это люди. И в этом смысле мы, конечно, что-нибудь придумаем. Но что говорить: это все равно удар.

অবশ্যই জায়গা হারানো আমাদের জন্য একটি ট্রাজেডি। যাইহোক, টেয়াটর.ডক কেবলমাত্র দেয়াল নয়, মানুষ এর প্রধান হাতিয়ার। এই ক্ষেত্রে, আমরা কিছু না কিছু নিয়ে উঠে আসবো। একথা অনস্বীকার্য যে এটা আমাদের জন্য একটি আঘাত।

এই আর্টিকেলটি [10] সারাবিশ্বের সঙ্গীতজ্ঞদের কল্যাণে কাজ করে যাওয়া সংগঠন ফ্রিমিউজ [11], গ্লোবাল ভয়েসেস [12] এবং আর্টসফ্রিডম.অরগ [13] এর উদ্যোগে প্রকাশিত। এই আর্টিকেলটি অলাভজনক মিডিয়াতে পুনঃপ্রকাশিত হতে পারবে লেখিকা মাশা ইগুপভার নাম এবং মূল আর্টিকেল এর লিঙ্ক ব্যবহার করে।