আমরা আনন্দের সাথে সিরিজ গ্লোবাল ভয়েসেস আড্ডার-এর ঘোষণা দিচ্ছি, যা লেবাননের বৈরুতের মার্চ লেবানন অফিসে অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বরে সন্ধ্যা ৫.৩০ থেকে রাত আটটা পর্যন্ত (মানচিত্রটি এখানে দেখে নিন)।
কায়রো, তিউনিস, লাগোস, স্কোপিয়ে এবং বিশ্বের এ রকম অন্য অনেক শহরে আমাদের একই ধরনের আড্ডা অনুষ্ঠিত হয়েছিল। এই আড্ডায় তিউনিশিয়া, মিশর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, বাহরাইন, সাথে যথারীতি লেবাননের গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় উপস্থিত থাকবে। এই সকল সম্প্রদায়ের সদস্যরা বড় আকারের নাগরিক মিডিয়া, প্রযুক্তি এবং সাংবাদিকতা প্রকল্প ও কার্যক্রমের সাথে যুক্ত, এবং এই ক্ষেত্রে সক্রিয় হয়ে অন্যদের কাজের জন্য আরো মূল্যবান উৎস হিসেবে কাজ করতে পারে। এই আড্ডা গ্লোবাল ভয়েসেস-এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বিশ্ব জুড়ে আয়োজিত কর্মকাণ্ডের অংশ।

বৈরুতের এই সম্মেলনে যোগ দেওয়ার আনুষ্ঠানিক দাওয়াত পত্র।
গ্লোবাল ভয়েসেস এই সম্মেলনের অংশীদার। মার্চ লেবানন হচ্ছে স্থানীয় সুশীল সমাজের একটি এনজিও যা মত প্রকাশের স্বাধীনতার, নারী অধিকার এবং আন্ত –সম্প্রদায়ের মাঝে আলোচনার প্রতি মনোযোগ প্রদান করে থাকে। লেবাননের অনেক সেন্সরশিপ লড়াই-এ মার্চ সামনে ছিল এবং এই সম্মেলনে সে গর্বের সাথে তার অভিজ্ঞতা আপনার কাছে তুলে ধরবে।
এই সম্মেলনে এই সম্প্রদায়ের অনেক সদস্য একত্রিত হবে তাদের অভিজ্ঞতা তুলে ধরার জন্য এবং অন্যদের সাথে যুক্ত থাকার সুবিধা তৈরীতে সাহাজ্য করা যারা একই ধরনের আগ্রহ অথবা লক্ষ্যে শেয়ার করছে। থালিয়া রাহমে (@থালুয়লা), এবং সাথে জিভি স্বেচ্ছাসেবকরা এর উপস্থাপনা করবে, এই সম্মেলনে যে সমস্ত বিষয়ের প্রতি মনোযোগ প্রদান করা হবে সেগুলো হচ্ছে:
- সেন্সরশীপ
- ঘটনা যাচাই
- মত প্রকাশের স্বাধীনতা
- মূলধারা এবং নাগরিক সাংবাদিকতা
এই আড্ডা সকলের জন্য উন্মুক্ত কিন্তু এতে অংশ অংশগ্রহনকারীদের ফেসবুকের মাধ্যমে এতে নিবন্ধিত হতে হবে। এই সম্মেলনে নিজস্ব হ্যাট্যাগ হচ্ছে #জিভিমিটআপ এবং # জিভিইজ ১০।
এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য দয়া করে থালিয়া রহামে অথবা মায়া গেবেলেই-এর সাথে যোগাযোগ করুন:
trahme [at] gmail.com
or info [at] marchlebanon.org