
“বৈরুতে থাকুন যত ইচ্ছে তত, কিন্তু কাজ করুন প্যারিসবাসীর মত,”#ফেকআরবপ্রভাব। ছবি চারবালতোরবে। কপিরাইট ডেমোটিক্সের
মধ্যপ্রাচ্য সম্বন্ধে পাঠ করা হতাশাজনক কিংবা ক্লান্তিকর হতে পারে। পাঠকদের এই বেদনার উপশম ঘটানোর জন্য, আরব টুইটার ব্যবহারকারী #ফেকআরবপ্রভাব হ্যাশট্যাগের মাধ্যমে ভুয়া আরব প্রবাদ নামক এক বিদ্রূপাত্মক প্রচারণা শুরু করেছে।
গত বছর তৈরী হওয়া #প্যালেস্টাইনপিকআপলাইনস এর হালকা রসিকতার (কষ্টদায়ক অভিজ্ঞতাকে হালকা চালে বলা) সাথে সুর মিলিয়ে, #ফেকআরবপ্রভাব (ভুয়া আরব প্রবাদ) তার ক্ষেত্র আরো বিস্তৃত করেছে, যার মধ্যে বিয়ে, খাবার, পরিবার-এর মত হালকা এবং সাথে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাথে যুক্ত গতানুগতিক বিষয়ও রয়েছে।
কাজে স্থির হয়ে বসুন এবং উপভোগ করুন। আমরা আশা করি আরবের এই জ্ঞানগর্ভ বাণীসমূহ আপনার দিনটিকে উজ্জ্বল করবে।
‘@লিবিয়ালিবার্টি‘- থেকে হেন্ড-এর প্রদান করা নিচের এই টুইট থেকে শুরুর:
Such troubling times in the Middle East…now is the time to understand our world and find wisdom in the eternal words of #FakeArabProverbs
— Hend (@LibyaLiberty) November 10, 2014
মধ্যপ্রাচ্যের এই সঙ্কট সঙ্কুল অবস্থায়… এখন সময় হয়েছে আমাদের এই বিশ্বকে উপলব্ধি করার আর ভুয়া আরব প্রবাদের মাঝে যে গভীর জ্ঞান রয়েছে তা আবিষ্কার করা।
The following is a hilarious selection of some of the best ones:
Fortune favors the bearded #FakeArabProverbs
— Faisal Khan (@fmkhan1) November 10, 2014
সৌভাগ্য যায় তাদের বাড়ি, যাদের মুখে আছে দাড়ি।
When in Beirut, do as the Parisians do. #FakeArabProverbs
— Khaled Bey (@KhaledBeydoun) November 10, 2014
বৈরুতে থাকুন যত ইচ্ছে তত, কিন্তু কাজ করুন প্যারিসবাসীর মত।
The darkest hour is before the drone. #FakeArabProverbs
— Hend (@LibyaLiberty) November 10, 2014
ড্রোন হামলার ঠিক আগের মুহূর্ত হচ্ছে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময়
The extremer the merrier #FakeArabProverbs
— Ang (@Angiegad) November 10, 2014
উগ্রবাদী যত বেশী, তার মজা তত বেশী।
Two is marriage, three is also marriage that is nonetheless very difficult to explain to immigration officers. #FakeArabProverbs
— hannah draper (@draperha) November 10, 2014
দুই হচ্ছে বিয়ে, তিনও হচ্ছে বিয়ে, এটা অভিবাসী কর্মকর্তাকে বোঝাবেন কি দিয়ে।
When the going gets tough, the tough form a militia. #FakeArabProverbs
— Hend (@LibyaLiberty) November 10, 2014
যখন চল থাকা খুব কঠিন, এক সেনার চেয়েও।
Coup today. Gone tomorrow. #FakeArabProverbs
— Faizal Goga (@goga) November 10, 2014
আজ অভ্যুত্থান ঘটাও, কাল বিদায় নাও
Better late than on time. #fakeArabProve
rbs
— Karl Sharro (@KarlreMarks) November 10, 2014
সময়মত হাজির হওয়ার চেয়ে দেরিতে আসা ভাল ।
Good things come to those who discover oil. #FakeArabProverbs.
— Ismail. (@IsmailSakalaki) November 10, 2014
সৌভাগ্য তাদের পানে চায়, যারা তেল খুঁজে পায়।
If at first you don't succeed, blame a Zionist conspiracy. #FakeArabProverbs
— Hend (@LibyaLiberty) November 10, 2014
যদি প্রথম দফায় সফল না হও, তাহলে এটা ইহুদিবাদীদের ষড়যন্ত্র বলে তাদের উপর দোষ চাপাও।
Shut up your mouse. #FakeArabProverbs
— Nader | نادر (@BonsaiSky) November 10, 2014
মাউস নড়াচড়া বন্ধ কর।
The journey of a thousand miles begins with a kebab lunch and a good nap. #fakeArabProverbs
— Karl Sharro (@KarlreMarks) November 10, 2014
হাজার মাইলের যাত্রা শুরু, দুপুরে কাবাব গ্রহণ এবং দিবা নিদ্রার পর।
Behind every great man there is anywhere from one to four great women. #FakeArabProverbs
— Hend (@LibyaLiberty) November 10, 2014
কোন এক অসাধারণ পুরুষের পেছনে অনুপ্রেরণা হিসেবে কোন না কোন ভাবে এক থেকে চারজন নারী রয়েছে।
এই ধরনের আরো জ্ঞানগর্ভ প্রবাদের জন্য #ফেকআরবপ্রভাব অনুসরণ করুন।