- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাংলাদেশে অর্ধলক্ষ শিক্ষার্থীদের ইন্টারনেট জ্ঞান সুবিধা দিতে গুগল বাস চালু

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, ভাল খবর, শিক্ষা
Screenshot of Google Bus from the Intro Video on YouTube [1]

ইউটিউবে প্রকাশিত গুগল বাস নিয়ে তৈরি ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (ভিডিওটি দেখতে ক্লিক করুন)

বাংলাদেশের অর্ধলক্ষ কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইন্টারনেটের নানা বিষয় শেখাতে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বিশেষ উদ্যোগ [2] চালু করেছে। আর এ উদ্যোগের অংশ হিসেবে থ্রিজি মোবাইল ইন্টারনেট সুবিধাসহ চালু করা হয়েছে গুগল বাস [3] যা বাংলাদেশের ৩৫টি শহরে ৫০০টি ক্যাম্পাসে যাবে।

থ্রিজি মোবাইল ইন্টারনেটের সুবিধার ফলে বাংলাদেশ অনেক মানুষই ইন্টারনেটে যুক্ত হচ্ছে এবং অনলাইনে যাচ্ছে। গত দুই বছরে ইন্টারনেট ব্যবহারের হার ২০ শতাংশে [4] উন্নীত হয়েছে যা ২০১২ সালে ছিলো মাত্র ৫ শতাংশ [5]। নতুন ব্যবহারকারীরা, বিশেষ করে তরুনেরা এখনও ইন্টারনেট ব্যবহারের ব্যাপারে সঠিক প্রশিক্ষণ পায়নি ফলে ইন্টারনেটের ক্ষমতা এবং নতুন মিডিয়া সম্পর্কে তেমন অভিজ্ঞ নয়।

গুগল বাসের এ উদ্যোগ সে পরিবর্তনে সহায়তা করতে এগিয়ে এসেছে। এর সাহায্যে শিক্ষার্থীরা শুধুমাত্র যে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হবে বিষয়টি তা নয়, বরং নতুন নানা ধরনের ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে তাদের শিক্ষা এবং উন্নয়নে কিভাবে সহায়তা পেতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হবে। শিক্ষার্থীরা এ প্রকল্পের কার্যক্রমের সময় কয়েকটি ইন্টারনেট সংযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইসও ব্যবহারের সুযোগ পাবে।

রাজধানী ঢাকার বেশ কয়েকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে এ বাস প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে [6]। সামনের কয়েক মাসে চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল এবং অন্যান্য বড় শহরগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে এ গুগল বাস।

গুগলের এ উদ্যোগ নিয়ে নাগরিকেরা জানিয়েছেন নিজেদের অনুভূতি:

#গুগল সারা বাংলাদেশ ভ্রমণ করছে কলেজের শিক্ষার্থীদের ইন্টারনেট সম্পর্কে জ্ঞান দিতে।

গুগল বাস বাংলাদেশে তার যাত্রা শুরু করেছে।

গুগল বাংলাদেশের ইন্টারনেট সেক্টরেও বাজি লাগিয়েছে! স্বাগতম গুগল! 🙂

অনেক শিক্ষার্থী গুগল প্লাস কমিউনিটি পেজে [28] এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়া করেছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মুরাদ হোসেন [29] লিখেছেন:

গুগল বাস আমাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ক্যাম্পাসে এসেছে..এটা দারুন..:) ভাবছি এমন অভিজ্ঞতা আমার জন্য প্রথম কিন্তু আমি খুবই উপভোগ করেছি। আশা করছি বাংলাদেশে এটি ছড়িয়ে পড়বে এবং জনপ্রিয় হবে…

অর্পিতা আহমেদ (বৃষ্টি) [30] লিখেছেন:

হাই, আমি তেজগাঁও কলেজ থেকে বৃষ্টি। গুগল বাসটিকে আমার ভাল লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিনের জীবনে। তাই এটি আমার খুবই পছন্দ হয়েছে।

বাংলাদেশি ব্লগ ঝালমুরিতে, আহমেদ রাবিব তওসিফ [31] গুগল বাসের বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন:

সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত গুগল একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান যার অন্যতম লক্ষ্য হচ্ছে তথ্য খোঁজার বিষয়টি বিশ্বব্যাপী সহজ করে তোলা। গুগল বাসের মাধ্যমে বাংলাদেশে চালু হওয়া এ উদ্যোগটি শুধুমাত্র শিক্ষার্থীদেরই যে সাহায্য করবে তা নয়, বরং এর মাধ্যমে পুরো দেশই লাভবান হবে।