- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ঘানার আক্রাতে প্রথমবারের মত গ্লোবাল ভয়েসেস এর আড্ডা

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, ঘানা, নাগরিক মাধ্যম, ঘোষণা

২০১৩ সালে সারা বিশ্বজুড়ে ছয়টি শহরে কয়েক দফা সফল আড্ডা অনুষ্ঠিত হয় গ্লোবাল ভয়েসেস এর প্রদায়কদের। ২০১৪ সালের অন্যান্য আড্ডার সাথে যোগ দিয়ে [1] ঘানার গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্যরা ঘানাতে প্রথমবারের মত গ্লোবাল ভয়েসেস আড্ডা আয়োজনের ঘোষণা দিয়েছেন। ১৫ নভেম্বর রোজ শনিবার তারিখে আক্রাতে অনুষ্ঠিত হবে এটি।

গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্য কফি ইয়েবোয়াহ (@কফিইমিরেটাস [2]), আরও দুইজন জিভি সদস্যঃ ম্যাক-জর্ডান ডেগাজর (@ম্যাকজর্ডান [3]) এবং এবিনা আনানের (@মিসএবিনাআনান [4]) সহযোগীতায় এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করেছেন। তারা আইস্পেসের [5] সাথে চুক্তি মোতাবেক আনুমানসা, লক্ক সড়ক, ১৪৬ পূর্ব এক্স’বর্গ এস্টেট, ওএসইউ ঠিকানায় সাক্ষাতের স্থান হিসেবে নির্ধারন করেছেন। এ সাক্ষাৎ বিকাল ৫ টায় শুরু হবে। সাক্ষাতে অংশ নিতে অবশ্যই নিবন্ধন (বিস্তারিত তথ্যের জন্য নিচে দেখুন) করতে হবে।

শিক্ষার্থী, ব্লগার এবং অন্যান্য যারা এই নাগরিক প্রচার মাধ্যমে কাজ করেন, তাদের জন্য এই সৌজন্য সাক্ষাৎ একটি বিশাল সুযোগ। এর মাধ্যমে তারা একে অন্যের কাজ সম্পর্কে জানতে এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। এসবের পাশাপাশি এই সৌজন্য সাক্ষাৎ নিম্নোক্ত বিষয়ের উপর গুরুত্ব দিবেঃ 

যদি আপনি এই সাক্ষাতে অংশ নিতে চান, তবে দয়া করে নিচের নিবন্ধন ফরমটি পূরণ করুন [9]। এরপর আপনার অংশ গ্রহণ নিশ্চিত করে আপনাকে একটি ইমেইল পাঠানো হবে। এ সাক্ষাতে আপনি বিনামূল্যে অংশ নিতে পারবেন, তবে আসন সংখ্যা সীমিত। সাক্ষাৎ সম্পর্কিত আরও তথ্য জানতে রাইজিং @গ্লোবালভয়েসেসঅনলাইন ডট ওআরজি ঠিকানায় আপনি ইমেইলও পাঠাতে পারেন।

এজন্যে এবং সারা বিশ্বের অন্যান্য সব সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে জানতে #জিভিসাক্ষাৎ [10] হ্যাশট্যাগটি অনুগ্রহ করে অনুসরণ করুন।