- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিভি অভিব্যক্তিঃ তিউনিশিয়া ও ইউক্রেনে বিপ্লব পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত।

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উ. আ., ইউক্রেইন, তিউনিশিয়া, নাগরিক মাধ্যম, মানবাধিকার, রাজনীতি, জিভি অভিব্যক্তি

তিউনিশিয়া ও ইউক্রেনে সম্প্রতি একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেটি বিপ্লব পরবর্তী সময়ে খুবই চ্যালেঞ্জিং কৃতিত্ব। উভয় দেশের বর্তমান অনলাইন মাধ্যম সচেতনতা বৃদ্ধি এবং ভোট প্রদান প্রক্রিয়া তত্ত্বাবধানে সহায়তা করেছে। কিন্তু ইউক্রেনে রুশ অনুগত বাহিনীর সঙ্গে চলমান সংঘাতের মত সেখানকার নির্বাচনের প্রক্রিয়াটি খুব মসৃণ ছিল না। এর পেছনে ছিল যৌক্তিক অসুবিধা এবং অন্যান্য পরিস্থিতি। গত তিন বছর ধরে রাজনৈতিক কাজকর্মে অসন্তুষ্ট হয়ে তিউনিশিয়ায় ভোটাররা নির্বাচন বয়কট করেছিলেন।

জিভি অভিব্যক্তির এই পর্বে গ্লোবাল ভয়েসেস এর টিউনিস লেখক আহমেদ মেডিয়ান [1] এবং আমাদের রুনেট ইকোর সম্পাদক টেটিয়ানা লোকোট [2]নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় ইন্টারনেট এবং সামাজিক মিডিয়ার ভূমিকা  নিয়েও তারা কথা বলেছেন।

এ সম্পর্কে আরও পড়ুনঃ