রাশিয়ার ২০১৮ ফুটবল বিশ্বকাপের লোগো নিয়ে মজা করা

Laughing at the 2018 World Cup logo. Images edited by Kevin Rothrock.

২০১৮ বিশ্বকাপের লোগো নিয়ে মজা করা। ছবি সম্পাদনা কেভিন রথরক-এর।

গতকাল, মাটি থেকে ২০০ মাইল উপরে আগামী ফিফা ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক লোগো উন্মোচনের সময় মানবিকতা এক চূড়ায় উঠে, যা এখন থেকে চার বছরেরও কম সময়ের মধ্যে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লোগো উন্মোচনের জন্য রাশিয়াও এক অনুষ্ঠানের আয়োজন করে, আর পৃথিবীর বাইরে আন্তর্জাতিক মহাশূন্য ষ্টেশনের তিন নভোচারী এই দায়িত্ব পালন করে।

ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচনের দৃশ্যটি রুশ টেলিভিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সরাসরি প্রদর্শিত হয়। এর ঠিক পরপর ক্রীড়া কর্মকর্তারা এক দারুণ আলোক সজ্জা দিয়ে বলশয় থিয়েটারকে মুড়ে দেয়, সাথে বিশ্বকাপ ট্রফির ব্রাজিল থেকে রাশিয়ায় আসার বিষয়টি বর্ণনা করা হতে থাকে।

http://youtu.be/BEneNaRZKgY

যা একক ভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, সেই ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে পারা বিশ্ব প্রেক্ষাপটে নিঃসন্দেহে রাশিয়ার জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিশেষ করে বিগত কয়েক মাসে মস্কোর সুনাম যে ভাবে ক্ষুণ্ণ হয়েছে তার প্রেক্ষাপটে, শোচি শীতকালীন অলিম্পিকে রাশিয়া যে সুনাম অর্জন করেছিল ইউক্রেনের সঙ্গে সংঘর্ষের পর তা ধুয়ে মুছে গেছে।

নিঃসন্দেহে রাশিয়ার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝেও সুনামের ঘাটতি রয়েছে, এবং ২০১৮ সালের বিশ্বকাপের লোগো জনসম্মুখে প্রকাশ হওয়ার সাথে সাথে তা এদের ঠাট্টার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। রুনেট ইকো, এই ঘটনায় রুশ ভাষী টুইটারে প্রকাশ হওয়া কিছু রসিকতা প্রকাশ করেছে।

হৃদয় উষ্ণ করা

অন্য [দৃষ্টিভঙ্গি] দিয়ে দেখা ফুটবল বিশ্বকাপ ২০১৮

আহহা

এইটিও বেশ ভাল ভাবে বানানো হয়েছে 🙂

স্বয়ং এই লোগোটি আদতে রুশদের তৈরী নয়। ব্রান্ডিয়াসেন্ট্রাল নামের পর্তুগালের একটি ব্রান্ডিং এজেন্সি বা বিজ্ঞাপনী সংস্থা এই লোগোটি তৈরী করে, যারা কয়েকটি রুশ সহ ছয়টি কোম্পানিকে পরাজিত করে এই দায়িত্ব পেয়েছিল।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .