- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইবোলা ছড়িয়ে পরা সত্ত্বেও পশ্চিম আফ্রিকানরা চুপচাপ আছেন এবং বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন তাদের দৃঢ়তা

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিয়ন, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, স্বাস্থ্য
Screen capture from "Ebola: A Poem For The Living," YouTube. [1]

“ইবোলাঃ জীবিতদের জন্য একটি কবিতা”, ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট।

এখনও পর্যন্ত ইবোলা ভাইরাসে প্রায় ৫ হাজার লোকের মৃত্যুর খবর নিশ্চিত [2]হওয়া গেছে এবং আরও কমপক্ষে ১০ হাজার লোক আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে পশ্চিম আফ্রিকার অনেকেই নতুন প্রচার মাধ্যমের শক্তিকে ব্যবহার করছেন। 

এ ধরনের একটি উদ্যোগ হচ্ছে নাইজেরিয়াতে “ইবোলা সতর্কতা [3]“ঃ

ইবোলাসতর্কতা (ইবোলাআলারট) হচ্ছে ইবোলা ভাইরাস সৃষ্ট রোগ নিরাময় করতে কাজ করা একদল পেশাদার স্বেচ্ছাসেবক পরিচালিত  একটি প্রমাণ চালিত দল। 

এটি মূলত ডাক্তাররা শুরু করেছেন। তবে জীবনের বিভিন্ন ধাপে কাজ করা অন্যান্য পেশাতে সক্রিয় অংশগ্রহণকারীরাও এতে যোগ দিয়েছেন। 

ইবোলা সম্পর্কিত প্রতিদিনকার বিভিন্ন খবরাখবর পোস্ট করতে এবং বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের মাঝে ইবোলা সম্পর্কিত আলাপ আলোচনার আয়োজন করতে উদ্যোক্তারা টুইটার [4] ব্যবহার করছেনঃ

টুইটারে আমাদের কার্যক্রমগুলো অনুসরণ করে আপনি সকল দরকারি তথ্য নিয়মিত জানতে পাবেন।

প্রতিদিন সকাল ৭ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত #ইবোলাসংবাদ হ্যাশট্যাগে কিছু বিশেষ কার্যক্রম নিয়ে নিয়মিত পোস্ট করা হয়। এমন একটি সাইট হচ্ছে #ইবোলাবিজ্ঞান, যেখানে ইবোলা সংক্রান্ত যেকোন বিভ্রান্তিকর ইস্যু জানানো এবং পরিষ্কারভাবে বুঝিয়ে বলা হয়। 

টুইটারে #ইবোলাচ্যাট হ্যাশট্যাগে আলোচনা চলছে। এখানে সারা বিশ্বের বিশেষজ্ঞরা বাছাইকৃত বিষয় নিয়ে সাধারণ জনগণের সাথে আলোচনা করতে উপস্থিত থাকেন। আপনি ভাবতেও পারবেন না #ইবোলাচ্যাট অধিবেশনে কত কত বিষয়ে আলোচনা হয়ে থাকে।  

ইবোলা সংক্রান্ত কলঙ্ক চিহ্নের বিরুদ্ধে যুদ্ধ করতে সিয়েরা লিওনের হান্নাহ ফুল্লাহ [5] ফেসবুক ব্যবহার করছেন। তিনি “দেশের জন্য সৌন্দর্যঃ আমি ১০০ শত ভাগ সিয়েরা লিওনিয়ান, কোন ভাইরাস নই” শিরোনামে একটি প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন। সতীর্থ নাগরিক এলভিনাহ আদে জনসন এবং হাজা মারিয়াতু থমাস এ কাজে তাঁর সাথে আছেন। 

বিবিসি আফ্রিকার ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও [6] ‘তে ফুল্লাহ বলেছেন, প্রচারাভিযানটির লক্ষ্য হচ্ছে আরও একবার সিয়েরা লিওনিয়ানদের পরিচয় দৃঢ়তার সাথে প্রকাশ করা। 

“দেশের জন্য সৌন্দর্য” প্রচারাভিযানের ফেসবুক পেজটিতে যেসব ছবি পোস্ট করা হয়েছে সেগুলোর কয়েকটি নিচে দেয়া হয়েছেঃ

Beauty for Country photo posted on  Hannah Foullah Facebook page.

দেশের জন্য সৌন্দর্য ছবিগুলো হান্নাহ ফুল্লাহর ফেসবুক পাতায় পোস্ট করা হয়েছে।

ebola2

ebola3

ebola4

সংযুক্ত পদ্ধতিগত যোগাযোগ [7]মার্কিন যুক্তরাষ্ট্রের নাশভিলে ভিত্তিক একটি সংস্থা। একটি অ্যানিমেটেড ভিডিও [8] তৈরি করতে সংস্থাটি  চকোলেট মুজ প্রচার মাধ্যম [9] এবং আইহিডের [10] সাথে যৌথভাবে কাজ করছে। ভিডিওটির নাম “ইবোলাঃ জীবিতদের জন্য একটি কবিতা”। ইবোলা কীভাবে ছড়াচ্ছে সে সম্পর্কে পশ্চিম আফ্রিকাতে প্রাচীনকাল থেকে চলে আসা যেসব কুসংস্কার আছে সেসব দূর করতে ভিডিওটি ব্যবহার করা হয়েছে। রোগটি ছড়িয়ে পরা প্রতিরোধ করার বিভিন্ন উপায়ও এই ভিডিও থেকে জানা যাবে। অ্যানিমেটেড কার্টুনটি পশ্চিম আফ্রিকার বিভিন্ন ভাষায় ভাষান্তরিত করার একটি পরিকল্পনাও দলটি হাতে নিয়েছে।