উষ্ণ আবাসের খোঁজে অক্টোবর মাসে কলম্বিয়ার আকাশে ভিড় করেছিল স্প্যারোহক আর ফ্যালকনের মতো দৃষ্টিনন্দন পরিযায়ী পাখিরা। নেটিজেনরা এই ঘটনার বাইরে ছিলেন না।
২০১৩ সালে ইউটিউব ব্যবহারকারী সেবাসনাভারোকলম্বাস একটি ভিডিও আপলোড করেন। সেখানে মেডেলিনের আকাশে পরিযায়ী পাখিদের উড়তে দেখা গেছে।
২০১৪ সালে টুইটার ব্যবহারকারী জুয়ান ফেলিপ ডুগিউ তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একঝাঁক পাখিকে ঘুরতে দেখার কথা উল্লেখ করেছেন:
@elcolombiano #AvesMigratorias las vi hoy. no se su nombre,primera vez que las veo en los campos de U adventista. pic.twitter.com/amPci1me2K
— Juan Felipe Duque N. (@JuanFelipeDuque) October 22, 2014
আমি আজ পরিযায়ী পাখিদের দেখলাম। আমি তাদের নাম জানি না। ক্যাম্পাসে আজকেই প্রথম দেখলাম।
আরেক টুইটার ব্যবহারকারী সলোমন রোমেরো একঝাঁক ফ্যালকন দেখেছেন, তবে তাদের ছবি তুলতে পারেননি বলে আফসোস করেছেন:
@elcolombiano En Santa fé de Antioquia, vi un par de halcones descansando en la carretera, lastimosamente no tomé foto. #AvesMigratorias
— Salomón (@SalomonRomero) October 20, 2014
সান্তা ফি দে অ্যন্টোকুইয়াতে আমি কিছু ফ্যালকন দেখেছি। তারা রাস্তার ওপর বিশ্রাম নিচ্ছিল। আফসোস যে, আমি তাদের ছবি তুলতে পারি নাই।
ডুডু.কম নামের ওয়েব পোর্টালে ফর্ক টেইলড ফ্লাইক্যাচার নামের একটি জনপ্রিয় প্রজাতির পাখির ছবি শেয়ার করা হয়েছে:
@EFTA_birdday una Tyrannus savana y un resumen del recorrido ayer #AvesMigratorias aquí: http://t.co/sUZ39ZGF0z pic.twitter.com/TKqYE25NC5
— dodo Colombia (@dodo_Colombia) octubre 19, 2014
টাইরানাস সাভানা। গতদিনের যাত্রার আউটলাইন। .
উইকিপিডিয়ার তথ্য অনুসারে এদের সবাই পরিযায়ী পাখি নয়। তবে তারা প্রজনন এবং শীতের কারণে উত্তর-দক্ষিণ দিকে সরে আসতে থাকে। কিছু প্রজাতির পরিযায়ী পাখি অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠাণ্ডা আবহাওয়া থেকে বাঁচতে গ্রীষ্মণ্ডলীয় জলবায়ুর দেশ কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং আর্জেন্টিনায় পাড়ি জমায়।
কলম্বিয়ায় আইসিইএসআই বিশ্ববিদ্যালয় উইকি বার্ডস অব কলম্বিয়া নামে একটি তথ্যভাণ্ডার গড়ে তুলেছে। এখানে ব্যবহারকারী সহজেই কলম্বিয়ায় দেখা যায় এমন প্রজাতির পাখিদের বৈজ্ঞানিক নাম, কবে, কখন, কোথায় দেখা যায়, তার তথ্য পাবেন। এর আগে গ্লোবাল ভয়েসেস কুনটুরের ওপরে একটি লেখা পোস্ট করেছিল। এটি পাখি দেখার একটি প্রয়োজনীয় অ্যাপস। এই ধরনের প্রাকৃতিক আয়োজনে এটি খুব কাজে লাগে।