
পিৎজা কোম্পানির হটলাইন ১১১২ এখন অপরাধ আইনের ১১২ নম্বর ধারা নিয়ে কথা বলার ক্ষেত্রে এক সাঙ্কেতিক নাম্বারে পরিণত হয়েছে।
ধরুন আপনি থাইল্যান্ডে রয়েছেন এবং হঠাৎ আপনার পিৎজা খাওয়ার ইচ্ছা জাগল, সেক্ষেত্রে খুব জোরালো সম্ভাবনা রয়েছে যে দেশটির সর্ববৃহৎ পিৎজা চেইন “দি পিৎজা কোম্পানির” পিৎজার উল্লেখ হতে পারে। যখন আপনি কোম্পানির হট লাইন “১১১২” ডায়াল করবেন তখন আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ থাইল্যান্ডে এমন অনেক একটিভিস্ট রয়েছেন যারা কুখ্যাত অপরাধ আইনের ১১২ ধারা বোঝাতে পিৎজা শব্দটিকে সঙ্কেত হিসেবে ব্যবহার করে।
ব্যাংকক ভিত্তিক এক ইংরেজী সংবাদ সাইট খাওসোদ ব্যাখ্যা করছে যে পিৎজা শব্দটি আপরাধ আইনের এই বিশেষ ধারার সাথে যুক্ত হওয়ার এই বিষয়টির খুব সাধারণ কারণ হচ্ছে দি পিৎজা কোম্পানির প্রায় কাছাকাছি একই রকম ফোন নাম্বার এই আইনের ধারার নাম্বার-এর সাথে মিলে যায়।
১১২ নাম্বার ধারা রাজ পরিবার অপমান বিরোধী আইন (লে ম্যাজিস্টে), যে আইনের ধারা অনুসারে রাজ পরিবারের জন্য অপমানকর যে কোন আচরণকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করা ছাড়াও থাইল্যান্ডের নাগরিকদের মাঝে রাজা দেশটির সবচেয়ে সম্মানিত ব্যক্তি। অনেক বিদ্বান ব্যক্তি মনে করেন যে এই ১১২ ধারা বিশ্বের সবচেয়ে কঠোর আইন এবং তার পরিমার্জন প্রয়োজন। এসএমএস পাঠানো কিংবা অনলাইনে মন্তব্য পোস্ট করার কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন ব্যক্তি কারাগারে আটক রয়েছে।
কয়েকজন এ্যাকটিভিস্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে সরকার এই আইনের মাধ্যমে সমালোচকদের হয়রানি করছে। ১১২ নাম্বার ধারার সংস্কারের জন্য বেশ কয়েকটি দরখাস্ত প্রদান করা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ এই সমস্ত দরখাস্ত প্রত্যাখান করেছে।.
আইনের ১১২ ধারায় গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে, কয়েকজন থাই নাগরিক “কুখ্যাত” এই আইনটিকে সরাসরি বোঝানোর জন্য পিৎজা শব্দটি উল্লেখ করে:
যদি কোন আলোচনা রাজাকে বিপজ্জনকভাবে অপমানের মধ্যে দিয়ে শুরু হয়, তাহলে কেউ হয়ত ব্যঙ্গ করে বলবে, আপনি কি কোন পিৎজার অর্ডার দিচ্ছেন? অথবা বলবে “ আমি আশা করি তারা জেলখানায় পিৎজা সরবরাহ করবে”।
গত মাসে সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখল করার পর, নতুন সরকার এক ডজন রাজতন্ত্রের প্রতি অপমান প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। সাম্প্রতিক এক মামলা, যে ঘটনায় এক বিদ্বান ব্যক্তি জড়িত, তার বিরুদ্ধে এক অবসর প্রাপ্ত সামরিক কর্মকর্তা অভিযোগ দায়ের করেছিল যে তিনি মৃত এক রাজাকে অপমান করেছেন।
রাজতন্ত্রের প্রতি অপমান প্রতিরোধ আইনে যারা অপরাধী প্রমাণিত হয়, তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
কাজে আগামীতে যদি আপনি থাইল্যান্ডে বাস করে ১১১২ ডায়াল করেন তাহলে নিশ্চিত হোন যে আসলে আপনি পিৎজা কোম্পানিতে ডায়াল করেছেন।