ছবিতে দেখা যাচ্ছে, নিউক্যাসল বন্দরে প্যাসিফিক অঞ্চলের দ্বীপগুলোর ১২টি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। তারা এখানে এসে কয়লার জাহাজ অবরোধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরির কাজ করছেন। ৩৫০.অর্গ প্রতিষ্ঠানের জন্য ছবি তুলেছেন ডিন সিওয়েল/ওকুলি। শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪।
অ্যারন প্যাকার বৈশ্বিক জলবায়ু আন্দোলন বিষয়ক সংগঠন ৩৫০.অর্গ-এর জন্য এই প্রতিবেদনটি লিখেছেন। কনটেন্ট শেয়ারিং চুক্তির আওতায় গ্লোবাল ভয়েসেস-এ প্রতিবেদনটি পুনর্প্রকাশ করা হলো।
বিশাল বিশাল কয়লাবাহী জাহাজগুলো অস্ট্রেলিয়ার নিউক্যাস্ট্রল বন্দরে নোঙর করে আছে। তবে সেগুলো যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে, সেজন্য অবরোধ করতে কাঠের নৌকা চালিয়ে সেখানে গেছে ৩৫০.অর্গের জলবায়ু সৈনিকরা। আর তাদের সাথে যোগ দিয়েছে অস্ট্রেলিয়ার আরো শ'খানেক মানুষ। ইয়া বড়ো জাহাজগুলোর পাশে ক্ষুদ্র ক্ষুদ্র নৌকা দেখে যে কারো ডেভিড বনাম গোলিয়াথের কথা মনে পড়বে। শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪-এ ঘটনাটি ঘটে।
জলবায়ু সৈনিকদের কাণ্ড দেখে সবাই তো অবাক। কারো কারো প্রশ্ন, এই সাহস তারা কই থেকে পেল! আসলে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি শিল্প তাদের বসতবাড়ি হুমকির মুখে ফেলে দিয়েছে। বসতবাড়ি রক্ষায় তারা এমন প্রতিবাদে নেমেছেন। হাতে তৈরি ক্যানু, ডজনখানেক অস্ট্রেলিয়ান কায়াকের মাধ্যমে বন্দরে অবরোধ করে তারা গন্তব্যে রওনা দেয়ার তালিকায় থাকা ১০টি জাহাজকে প্রতিরোধ করেছিলেন। তাদের পরিষ্কার বার্তা ছিল: আমরা ডুবে মরবো না, যুদ্ধ করবো।
জলবায়ু সৈনিকরা এখানেই থামবেন না। তারা তাদের প্রতিবাদী কার্যক্রম অব্যাহত রাখবেন। তারা তাদের এই সাহসী লড়াইয়ের গল্প আপনার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেয়ার অনুরোধ করেছেন। তারা তাদের লড়াই চালিয়ে যেতে চান। তবে তারা একা লড়াই করে কোনো ফল-ই আনতে পারবেন না।
এখানে দেখুন সেদিনের ঘটনাপঞ্জি:
ছবিতে দেখা যাচ্ছে, নিউক্যাসল বন্দরে প্যাসিফিক অঞ্চলের দ্বীপগুলোর ১২টি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। তারা এখানে এসে কয়লার জাহাজ অবরোধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরির কাজ করছেন। ৩৫০.অর্গ প্রতিষ্ঠানের জন্য ছবি তুলেছেন জেফ ট্যান। শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪।
ছবিতে দেখা যাচ্ছে, নিউক্যাসল বন্দরে প্যাসিফিক অঞ্চলের দ্বীপগুলোর ১২টি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। তারা এখানে এসে কয়লার জাহাজ অবরোধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরির কাজ করছেন। ৩৫০.অর্গ প্রতিষ্ঠানের জন্য ছবি তুলেছেন ডিন সিওয়েল/ওকুলি। শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪।
ছবিতে দেখা যাচ্ছে, নিউক্যাসল বন্দরে প্যাসিফিক অঞ্চলের দ্বীপগুলোর ১২টি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। তারা এখানে এসে কয়লার জাহাজ অবরোধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরির কাজ করছেন। ৩৫০.অর্গ প্রতিষ্ঠানের জন্য ছবি তুলেছেন জেফ ট্যান। শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪।
ছবিতে দেখা যাচ্ছে, নিউক্যাসল বন্দরে প্যাসিফিক অঞ্চলের দ্বীপগুলোর ১২টি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। তারা এখানে এসে কয়লার জাহাজ অবরোধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরির কাজ করছেন। ৩৫০.অর্গ প্রতিষ্ঠানের জন্য ছবি তুলেছেন ডিন সিওয়েল/ওকুলি। শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪।
1 টি মন্তব্য
i think this is a right decision and they are very conscious of the environment they live in…