চলতি সপ্তাহের শুরুতেই (৬ অক্টোবর ২০১৪) সান্টা মার্টার সিয়েরা নেভাদায় ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে উইয়ুয়া সম্প্রদায়ের ১১ জন মারা গেছেন। তাছাড়া আহত হয়েছেন ডজনখানেকেরও বেশি মানুষ। এই বিষাদময় ঘটনা টুইটারে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কেউ কেউ শোক প্রকাশ করেছেন। আবার কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্যও রেখেছেন।
কারিনা বেট্রিজ রবিবারের সেই রাতের ব্যাপক বৃষ্টির কথা স্মরণ করে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন:
Con razón el zipote aguacero de ayer, Dios tenga misericordia de nosotros y de consuelo a las familias del pueblo Wiwa en la Sierra Nevada.
— Karina Beatriz (@karyt) octubre 7, 2014
গতকাল ব্যাপক বৃষ্টি হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমি সিয়েরা নেভাদায় উইয়ুই সম্প্রদায়ের যেসব মানুষ মারা গেছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
অন্যদিকে সুপারগার্লদিদি এই ঘটনার সুযোগ নিয়ে সাবেক প্রেসিডেন্ট আলভেরো ইউরাইব ভিলেজের সমালোচনা করেছেন:

সান্টা মার্টার সিয়েরা নেভাদার সাধারণ চিত্র। ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী সেইলিং নোমাড (বিওয়াই এনসি এনডি ২.০)।
Tal vez Uribe provocó el rayo en la Sierra Nevada q mató a los indigenas.Pues como de todo le echan la culpa a Uribe http://t.co/74osjEQk50
— @DidiSupergirl ✡ (@SupergirlDidi) octubre 7, 2014
সিয়েরা নেভাদায় বজ্রপাতে আদিবাসী মানুষদের মারা যাওয়ায় ইউরাইব হয়তো যুক্তি দেখাতে পারেন। তবে এ ঘটনা থেকে এ-ও দেখলাম, সবকিছুর জন্য মানুষ তাকে কেমন করে দায়ী করে।
কোলোরেজ মারি এই বিষাদময় ঘটনার মিডিয়া কাভারেজ নিয়ে প্রশ্ন তুলেছেন:
Sobre indígenas fallecidos en Sierra Nevada un periodista dice en @NoticiasCaracol “les darán cristiana sepultura”. Un poquito inapropiado.
— Colores Mari (@ColoresMari) octubre 7, 2014
সিয়েরা নেভাদার নিহত আদিবাসী মানুষদের নিয়ে একজন সাংবাদিক বলেছেন, তারা খ্রিস্টানদের মতো অন্ত্যোষ্টিক্রিয়া পাবেন। কেমন বাচ্চা ছেলের মতো কথা!
এদিকে ডায়ানা মনটোয়া ইউয়ুয়া সম্প্রদায়ের মানুষদের প্রজ্ঞার প্রতি সন্মান দেখিয়েছেন:
Qué historia más triste la de los Indígenas Wiwa en la Sierra Nevada. Pérdida de vidas y de sabiduría.
— Diana Montoya (@dianaeme) octubre 7, 2014
সিয়েরা নেভাদার উইয়ুয়া সম্প্রদায়ের জন্য এ ঘটনা সত্যি দুভার্গ্যজনক। জীবন ও প্রজ্ঞা দুটোই হারিয়ে গেল।
ক্যারিবিয়ান সাগরের তীরে সান্টা মার্টার সিয়েরা নেভাদায় উইয়ুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। স্থানীয়ভাবে জায়গাটা পৃথিবীর হৃদপিন্ড (হার্ট অব দ্য ওয়ার্ল্ড) নামে পরিচিত। উইয়ুয়া পিপল ব্লগের তথ্য মতে, এখানে আরো চারটি প্রতিবেশী গ্রাম রয়েছে। উল্লেখ্য, এই ব্লগে উইয়ুয়া সম্প্রদায়ের উপরে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়। কলম্বিয়ান কনফ্লিকের (১৯৬৪/৬৬ সালে কলম্বিয়া অঞ্চলে এলাকা দখলের উদ্দেশ্যে সরকার, সামরিক বাহিনী, অপরাধী চক্র, বামপন্থী গেরিলাদের মধ্যে যে দ্বন্দ্ব) সময়ে এখানকার মানবাধিকার পরিস্থিতি বেশ চাপের মুখে পড়ে।