ছবিতে হংকং-এর গণতন্ত্রপন্থী “ অকুপাই সেন্ট্রাল” আন্দোলন

Pro-democracy protesters in central Hong Kong on October 1, 2014. Photo by Flickr user Mario Madrona. CC BY-NC-SA 2.0

অক্টোবর, ২০১৪ তারিখে হংকং-এর কেন্দ্রস্থলে গণতন্ত্রী পন্থীদের বিক্ষোভ প্রদর্শন। ছবি ফ্লিকার ব্যবহারকারী মারিও মানড্রোনার। ছবি সিসি বাই-এনসি এসএ ২.০।

হংকং-এর শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উন্মুক্ত নির্বাচনের দাবী আজ ষষ্ঠ দিনে প্রবেশ করল।

হংকং-এর বাসিন্দার সেখানকার পরবর্তী প্রধান নির্বাহী নির্বাচনে নিজেদের প্রার্থী দেওয়ার অনুমতি প্রদানের আহ্বান জানাচ্ছে। চীন বলছে যে সে হংকংকে এক বিশেষ প্রশাসনিক অঞ্চলের মর্যাদা প্রদান করবে, যার ফলে এ অঞ্চল মূল চীনা ভূখণ্ডের চেয়ে একটা নির্দিষ্ট পরিমাণ স্বায়ত্তশাসন ভোগ করবে, ফলে ২০১৭ সালে সেখানে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু নিয়মানুসারে ভোট যুদ্ধে অবতীর্ণ হবার আগে মূলত বেইজিং-পন্থী নির্বাচক কমিটি প্রার্থীদের বাছাই করবে।

বিক্ষোভকারীরা একই সাথে বর্তমান প্রধান নির্বাহী সিওয়াই লিয়ুং–এর পদত্যাগ দাবী করছে, তিনি এই দাবী প্রত্যাখান করেছেন, তবে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে রাজী হয়েছেন।

অকুপাই সেন্ট্রাল, হংকং–এর কেন্দ্রস্থল অবস্থান গ্রহণের চূড়ান্ত পর্যায়ে দশ হাজারের মত ব্যক্তিকে আকৃষ্ট করেছিল। স্টোরিফুল যাচাইকৃত ড্রোন থেকে নেওয়া দৃশ্য তুলে ধরছে সেপ্টেম্বর ২৮ তারিখে বিক্ষোভ কতটা বিস্তৃত হয়েছিল।

একটা পর্যায়ে এই র‍্যালি কাঁদুনে গ্যাস, মরিচের গুঁড়া ছুড়ে মারা এবং লাঠিচার্জ করে পুলিশের এলাকা খালি করে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। এই হামলার কৌশল প্রতিরোধে বিক্ষোভকারীরা নিজেদের রক্ষা করার জন্য ছাতার ব্যবহার করে, যার ফলে কেউ কেউ এই আন্দোলনকে “আমব্রেলা মুভমেন্ট” (ছত্র আন্দোলন) বা “আমব্রেলা আপরাইজিং” (ছত্র জাগরণ) নামে ডাকতে শুরু করেছে।

অকুপাই সেন্ট্রাল–সম্বন্ধে আরো বিস্তারিত জানার জন্য নীচের ছবিগুলোর দিকে এক নজর প্রদান করুন:

Protesters tie yellow ribbons to the arms of those who wish during the Hong Kong protest in Causeway Bay on October 1, 2014. Photo by Guillaume PAYEN. Copyright Demotix

১ অক্টোবর ২০১৪ তারিখে যারা হংকং-এর কজওয়ে বে-এর বিক্ষোভে থাকার ইচ্ছে প্রকাশ করেছে, তারা তাদের বাহুতে হলুদ রুমাল বেঁধে নিয়েছে। ছবি গুইলিয়ামে পায়ান-এর। কপিরাইট ডেমোটিক্সের।

Protesters at the Central Government Offices in Hong Kong use cellophane wrap and surgical masks to protect themselves against the use of pepper spray on September 27, 2014. Photo by Robert Godden. Copyright Demotix

২৭ অক্টোবর ২০১৪ তারিখে কেন্দ্রীয় সরকারি দপ্তরের সামনে বিক্ষোভকারীরা তাদের দিকে ধেয়ে আসা মরিচের গুঁড়া ঠেকাতে মোবাইল ফোন মোড়ানো জন্য ব্যবহার করা উপাদান এবং শল্য চিকিৎসায় ব্যবহৃত মুখোশ ব্যবহার করে। ছবি রবার্ট গড্ডেন-এর। কপিরাইট ডেমোটিক্সের।

Protesters staged a sit-in outside government headquarters on September 27 at Admiralty, demanding CY Leung, chief executive of Hong Kong, to meet them to have a dialogue. Photo by P H Yang. Copyright Demotix

২৭ অক্টোবর, এ্যাডমিরালিটে এলাকায় অবস্থিত সরকারি সদর দপ্তরের সামনে হংকং-এর প্রধান প্রশাসক সি ওয়াই লিয়ুং-এর সাথে আলোচনার জন্য তার সাক্ষাৎ চেয়ে বিক্ষোভকারীরা এক অবস্থান ধর্মঘটের আয়োজন করে। ছবি পি,এইচ ইয়াং-এর। কপিরাইট ডেমোটিক্সের।

Protesters in Hong Kong stand together after police begin to tear gas the gathering on September 28. Photo by P H Yang. Copyright Demotix

২৮ সেপ্টেম্বর তারিখে হংকং-এর বিক্ষোভকারীদের উপর পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর বিক্ষোভকারীরা একসাথে অবস্থান গ্রহণ করে।ছবি পি,এইচ ইয়াং-এর। কপিরাইট ডেমোটিক্সের।

A baracade with a meaning, Causeway Bay, Hong Kong. September 29, 2014. Photo by Pete Walker. Copyright Demotix

২৯ অক্টোরব ২০১৪ তারিখে হংকং-এর কজওয়ে বেতে অর্থপূর্ণ এক প্রতিবন্ধকতা। ছবি পিট ওয়াকার-এর। কপিরাইট ডেমোটিক্সের।

Signs in various languages supporting democracy on display in Hong Kong on October 1, 2014. Photo by Flickr user Mario Madrona. CC BY-NC-SA 2.0

অক্টোবর, ২০১৪ তারিখে গণতন্ত্রের সমর্থনে বিভিন্ন ভাষায় লেখা পোস্টারের প্রদর্শন। ছবি ফ্লিকার ব্যবহারকারী মারিও মাদরোনার। সিসি বাই-এনসি-এসএ ২.০।

A protester holds a sign of 'civil disobedience' in front of a line up of riot police on September 27, 2014 as part of Occupy Central protest outside government headquarters at Admiralty, Hong Kong. Photo by P H Yang. Copyright Demotix

এ্যাডমিরালিটে নামক এলাকায় অবস্থিত সরকারি সদর দপ্তরের বাইরে অবস্থিত দাঙ্গা পুলিশের সামনে বিক্ষোভকারীরা “নাগরিক অবাধ্যতা” নামক এক ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, যা “অকুপাই সেন্ট্রাল” বিক্ষোভের একটি অংশ। ছবি পি,এইচ ইয়াং-এর। কপিরাইট ডেমোটিক্সের।


Dubbed the politest protesters, Hong Kongers have set up a recycling station to keep the protest sites clean. Photo by Pete Walker. Copyright Demotix

বিনম্র বিক্ষোভকারী উপাধিপ্রাপ্ত হংকংবাসীরা বিক্ষোভের এলাকা পরিষ্কার রাখার জন্য একটি রিসাইকেল কেন্দ্র স্থাপন করেছে। ছবি পিট ওয়াকারের



হংকং-এর ছত্র বিপ্লব সম্বন্ধে আরো জানতে আমাদের বিস্তারিত সংবাদ অনুসরণ করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .