
অক্টোবর, ২০১৪ তারিখে হংকং-এর কেন্দ্রস্থলে গণতন্ত্রী পন্থীদের বিক্ষোভ প্রদর্শন। ছবি ফ্লিকার ব্যবহারকারী মারিও মানড্রোনার। ছবি সিসি বাই-এনসি এসএ ২.০।
হংকং-এর শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উন্মুক্ত নির্বাচনের দাবী আজ ষষ্ঠ দিনে প্রবেশ করল।
হংকং-এর বাসিন্দার সেখানকার পরবর্তী প্রধান নির্বাহী নির্বাচনে নিজেদের প্রার্থী দেওয়ার অনুমতি প্রদানের আহ্বান জানাচ্ছে। চীন বলছে যে সে হংকংকে এক বিশেষ প্রশাসনিক অঞ্চলের মর্যাদা প্রদান করবে, যার ফলে এ অঞ্চল মূল চীনা ভূখণ্ডের চেয়ে একটা নির্দিষ্ট পরিমাণ স্বায়ত্তশাসন ভোগ করবে, ফলে ২০১৭ সালে সেখানে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু নিয়মানুসারে ভোট যুদ্ধে অবতীর্ণ হবার আগে মূলত বেইজিং-পন্থী নির্বাচক কমিটি প্রার্থীদের বাছাই করবে।
বিক্ষোভকারীরা একই সাথে বর্তমান প্রধান নির্বাহী সিওয়াই লিয়ুং–এর পদত্যাগ দাবী করছে, তিনি এই দাবী প্রত্যাখান করেছেন, তবে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে রাজী হয়েছেন।
অকুপাই সেন্ট্রাল, হংকং–এর কেন্দ্রস্থল অবস্থান গ্রহণের চূড়ান্ত পর্যায়ে দশ হাজারের মত ব্যক্তিকে আকৃষ্ট করেছিল। স্টোরিফুল যাচাইকৃত ড্রোন থেকে নেওয়া দৃশ্য তুলে ধরছে সেপ্টেম্বর ২৮ তারিখে বিক্ষোভ কতটা বিস্তৃত হয়েছিল।
একটা পর্যায়ে এই র্যালি কাঁদুনে গ্যাস, মরিচের গুঁড়া ছুড়ে মারা এবং লাঠিচার্জ করে পুলিশের এলাকা খালি করে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। এই হামলার কৌশল প্রতিরোধে বিক্ষোভকারীরা নিজেদের রক্ষা করার জন্য ছাতার ব্যবহার করে, যার ফলে কেউ কেউ এই আন্দোলনকে “আমব্রেলা মুভমেন্ট” (ছত্র আন্দোলন) বা “আমব্রেলা আপরাইজিং” (ছত্র জাগরণ) নামে ডাকতে শুরু করেছে।
অকুপাই সেন্ট্রাল–সম্বন্ধে আরো বিস্তারিত জানার জন্য নীচের ছবিগুলোর দিকে এক নজর প্রদান করুন:

১ অক্টোবর ২০১৪ তারিখে যারা হংকং-এর কজওয়ে বে-এর বিক্ষোভে থাকার ইচ্ছে প্রকাশ করেছে, তারা তাদের বাহুতে হলুদ রুমাল বেঁধে নিয়েছে। ছবি গুইলিয়ামে পায়ান-এর। কপিরাইট ডেমোটিক্সের।

২৭ অক্টোবর ২০১৪ তারিখে কেন্দ্রীয় সরকারি দপ্তরের সামনে বিক্ষোভকারীরা তাদের দিকে ধেয়ে আসা মরিচের গুঁড়া ঠেকাতে মোবাইল ফোন মোড়ানো জন্য ব্যবহার করা উপাদান এবং শল্য চিকিৎসায় ব্যবহৃত মুখোশ ব্যবহার করে। ছবি রবার্ট গড্ডেন-এর। কপিরাইট ডেমোটিক্সের।

২৭ অক্টোবর, এ্যাডমিরালিটে এলাকায় অবস্থিত সরকারি সদর দপ্তরের সামনে হংকং-এর প্রধান প্রশাসক সি ওয়াই লিয়ুং-এর সাথে আলোচনার জন্য তার সাক্ষাৎ চেয়ে বিক্ষোভকারীরা এক অবস্থান ধর্মঘটের আয়োজন করে। ছবি পি,এইচ ইয়াং-এর। কপিরাইট ডেমোটিক্সের।

২৮ সেপ্টেম্বর তারিখে হংকং-এর বিক্ষোভকারীদের উপর পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর বিক্ষোভকারীরা একসাথে অবস্থান গ্রহণ করে।ছবি পি,এইচ ইয়াং-এর। কপিরাইট ডেমোটিক্সের।

২৯ অক্টোরব ২০১৪ তারিখে হংকং-এর কজওয়ে বেতে অর্থপূর্ণ এক প্রতিবন্ধকতা। ছবি পিট ওয়াকার-এর। কপিরাইট ডেমোটিক্সের।

অক্টোবর, ২০১৪ তারিখে গণতন্ত্রের সমর্থনে বিভিন্ন ভাষায় লেখা পোস্টারের প্রদর্শন। ছবি ফ্লিকার ব্যবহারকারী মারিও মাদরোনার। সিসি বাই-এনসি-এসএ ২.০।

এ্যাডমিরালিটে নামক এলাকায় অবস্থিত সরকারি সদর দপ্তরের বাইরে অবস্থিত দাঙ্গা পুলিশের সামনে বিক্ষোভকারীরা “নাগরিক অবাধ্যতা” নামক এক ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, যা “অকুপাই সেন্ট্রাল” বিক্ষোভের একটি অংশ। ছবি পি,এইচ ইয়াং-এর। কপিরাইট ডেমোটিক্সের।

বিনম্র বিক্ষোভকারী উপাধিপ্রাপ্ত হংকংবাসীরা বিক্ষোভের এলাকা পরিষ্কার রাখার জন্য একটি রিসাইকেল কেন্দ্র স্থাপন করেছে। ছবি পিট ওয়াকারের
হংকং-এর ছত্র বিপ্লব সম্বন্ধে আরো জানতে আমাদের বিস্তারিত সংবাদ অনুসরণ করুন।