- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জালাইবি ডট কম – কর্মশালা আয়োজনের পরিকল্পনা চলছে

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, রাইজিং ভয়েসেস

রাইজিং ভয়েসেস ক্ষুদ্র অনুদান প্রাপ্ত প্রকল্পের সর্বশেষ খবর

1150148_1443666075900697_3497493280455423858_n [1]আমাদের আয়োজিত সর্বশেষ কর্মশালার পর সেটি অংশগ্রহনকারীদের জন্য এটা কতোটা উপকারী ছিল তার মূল্যায়ন করতে জালাইবি ডট কম দলটি একত্রিত হয়েছে। তাঁর সাথে সাথে আমাদের পরিকল্পনার অবশিষ্টাংশ কীভাবে আরও উন্নত করতে পারি সে বিষয়েও আলোচনা হয়েছে। সেখানকার মূল শিক্ষণীয় বিষয়গুলোর কিছু অংশ নিচে দেয়া হলঃ

১) প্রকৃত কর্মশালায় অংশগ্রহণকারীরা আরও বেশি সময় নিয়ে শিখতে চান। আমাদের আয়োজিত কর্মশালাটি ছিল মাত্র অর্ধ দিবস দীর্ঘ। আমরা এই পাঁচ ঘন্টা সময়ের সবটুকু কাজে লাগিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখার চেষ্টা করেছি। 

২) কর্মশালায় উপস্থিত অংশ্রগহনকারীরা যে অবদান রাখতে শুরু করেছেন তা নিশ্চিত করার একটি ভালো উপায় প্রতিষ্ঠিত করা জরুরী। ব্লগসাইটের জন্য নিয়মিতভাবে লেখা প্রকাশ করার মতো একটি ধারা নিশ্চিত করার চেষ্টা করতে আমরা এখনও বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছি।

৩) কর্মশালায় উপস্থিতির জন্য আরও বেশি সংখ্যক দর্শককে লক্ষ্য করে আমাদের কাজ করা প্রয়োজন। অংশগ্রহনকারীর সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করতে হবে। কেননা নিশ্চয়তা এবং কথা দেয়া সত্ত্বেও উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারীরা প্রায়ই বিভিন্ন কর্মশালাতে অনুপস্থিত থাকেন। অংশগ্রহনকারীদের একটি বড় অংশ নিশ্চয়ই খেয়াল করবেন যে কর্মশালা চলাকালীন দল ছেড়ে যাওয়া অংশগ্রহণকারীরা এ আয়োজন নিয়ে তাদের চেয়েও আরও বেশি উত্তেজিত।

৪) কর্মশালাতে এবার আমরা আরও বেশি সংখ্যক অভিজ্ঞ লোকের সমাগম ঘটাতে চাই। কেননা প্রথম কর্মশালাটিতে এ বিষয়টি যথেষ্ট অবহেলা করা হয়েছে।   

৫) জালাইবি ডট কমের ফেসবুক পেজ [2]টি ব্যবহার করে আপনি সবসময়ই কোন না কোন ভাবে উপকৃত হবেন। কেননা এর মাধ্যমে আপনি ব্যাপক এলাকা জুড়ে বিস্তৃত দর্শকদের সাথে যোগাযোগ রাখতে পারবেন। পেজটি শুরু করার পর থেকে আমরা আমাদের ঝুকিপূর্ন উদ্যোগে সমগ্র জাতির দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছি।

আমরা মনে করি এ সকল পরিবর্তন ঘটানোর মধ্য দিয়ে আমরা আরও সফল একটি কর্মশালা আয়োজন করতে সক্ষম হব। আর কর্মশালার সাফল্য কোন না কোন উপায়ে জালাইবি ডট কমকে আরও বেশি সফল করে তুলতে সাহায্য করবে।

পাকিস্তানের রাজধানীর রাজপথগুলোতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী পালন করার কারণে সম্প্রতি পাকিস্তানে অনেকগুলো রাজনৈতিক কর্মসূচী চলছে। এর ফলে কিছু সংখ্যক অংশগ্রহণকারী এবং অনলাইন দর্শকের লক্ষ্য পরিবর্তন হয়ে গেছে। তারা বাজি ধরেছেন এটি পাকিস্তানের বৃহত্তম শান্তিপূর্ণ একটি প্রতিবাদ কর্মসূচী হতে যাচ্ছে। জালাইবি ডট কম যেহেতু অরাজনৈতিক থাকার প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর, তাই বৃহত্তর স্বার্থর্ অর্জন করতে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ আয়োজনের কোন রাজনৈতিক উদ্দেশ্য না থাকার কারণে এ রকম ঝুঁকির মাঝেই আয়োজন সম্পন্ন করতে হচ্ছে।

যেভাবেই হোক, জালাইবি ডট কম দলটি আমাদের সকল কর্মশালায় অরাজনৈতিক কর্মসূচীর প্রকাশ্য লিখিত ঘোষণা বজায় রাখবে। আরও বেশি গঠনমূলক অনলাইন কথোপকথন সৃষ্টির লক্ষ্যেই আমরা আমাদের অরাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখব। 

আমাদের পরবর্তী কর্মশালাটি আগামী ২৯ আগস্ট, ২০১৪ তারিখে করাচীতে অনুষ্ঠিত হবে। খুব শীঘ্রই সে কার্যক্রম সম্পর্কে আমরা আমাদের আপডেট জানাব। যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষকদের খুঁজে পেতে আমাদের দলটি নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্মশালাটিকে সফল করে তুলতে তারা উপযুক্ত প্রশিক্ষনার্থীদের সাথেও যোগাযোগ রেখেছেন। আমাদের অগ্রগতি সম্পর্কিত সব তথ্যই আমরা পোস্ট করে জানাব! আপনারা অনুগ্রহ করে জালাইবি ডট কম ওয়েবসাইটে ভিজিট করুণ এবং আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত পাঠান। অথবা আপনারা যদি ব্লগ লেখেন তবে আরও ভালো হয়!

পাকিস্তান সম্পর্কে রাইজিং ভয়েসেস সম্প্রদায়ের মতামত জানতে আমরা অত্যন্ত আগ্রহী। আমাদের দেশের কোন ইতিবাচক দিকটি আপনাদের পছন্দ? আপনারা যদি আপনাদের মতামত জানান তবে এ ওয়েবসাইটটিতে তা নতুন মাত্রা যোগ করবে। এটি নিঃসন্দেহে ইতিবাচক কথোপকথন শুরু করতে সাহায্য করবে।