- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

অ্যাপলের নতুন আইওএসে পাঁচটি ভারতীয় ভাষা ব্যবহার করা যাচ্ছে

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, ভারত, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, ভাষা
A comparison of some Indic scripts vs. Latin. Image via wikipedia . CC BY-SA 3.0 [1]

কয়েকটি ভারতীয় ভাষার স্ক্রিপ্ট এবং ল্যাটিন ভাষার মধ্যে পার্থক্য। ছবি: উইকিপিডিয়া। CC BY-SA 3.0

২০১৪ সালের সেপ্টেম্বরে অ্যাপল নতুন অপারেটিং সিস্টেম আইওএস ৮ [2], চালু করে আইপড টাচ, আইপড এবং আইফোনের জন্য। এতে নানা ধরনের উল্লেখযোগ্য বিভিন্ন সেবা থাকলেও গুরুত্বপূর্ণ একটি বিষয় যুক্ত হয়েছে যেটি হলো ল্যাটিন ভাষার অক্ষর ছাড়াও নতুন আইওএস ৮ অন্য ভাষার অক্ষর সমর্থন করে। অনেকদিন ধরেই এ সুবিধাটি ব্যবহার করা যেত না। নতুন এ সুবিধার ফলে অনেক আইওএস ব্যবহারকারী নিজের ভাষায় টাইপ করার সুবিধা পাবেন। প্রথম আইওএস চালু হওয়ার পর থেকে মাইক্রোব্লগিং, সোস্যাল মিডিয়া, ই-মেইল কিংবা উইকিপিডিয়ায় অবদান রাখার ক্ষেত্রে নিজস্ব ভাষায় লেখার সুবিধা না থাকায় নানা সমস্যা হতো। তবে নতুন আইওএস ৮ ৫টি ভারতীয় ভাষার স্ক্রিপ্ট সমর্থন করে। এর মধ্যে রয়েছে: হিন্দি, বাংলা, মারাঠি, তামিল এবং উর্দু। অ্যাপলের নানা গ্যাজেট বাজারে আসার পর থেকে এবারই প্রথম এ সুবিধা পাওয়া যাচ্ছে। এর ফলে নতুন এ আইওএসে ব্যবহারকারীরা চাইলেই নিজের পছন্দসই ভাষা নির্বাচন করে আইওএস চালিত গ্যাজেট ব্যবহার করতে পারবেন যা এশিয়ার ব্যবহারকারীদের জন্য দারুন এক সুবিধা।

ফেসবুকে ব্যবহারকারী জয়ন্ত নাথ এতে উচ্ছসিত এবং এ সুবিধা [3] ব্যবহার করে একটি স্ট্যাটাসও দিয়েছে:

[4]

আইওএস ৮ হালনাগাদ করার পর ডিফল্ট কীবোর্ড হিসেবে বাংলা যুক্ত হয়েছে।