রাজনৈতিক বন্দী অস্কার লোপেজ রিভেরার কাছে পুয়োর্তোরিকান হওয়ার অর্থ কি

এখন এমন এক সময়, যখন এই দ্বীপের বাইরে সংখ্যায় বেশী পুয়ের্তোরিকান বাস করে, তখন পুয়ের্তোরিকান হওয়ার অর্থ কি, সেটা এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। পুয়ের্তোরিকোর রাজনৈতিক বন্দী অস্কার লোপেজ রিভেরার লেখা এক চিঠিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।

এতে তিনি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

Photo from Facebook page Free Oscar López Rivera.

ছবি, ফ্রি অস্কার লোপেজ রিভেরার ফেসবুক পাতা থেকে গ্রহণ করা হয়েছে।

পুয়ের্তোরিকান পরিচয়। এই চিঠিটি প্রথম প্রকাশিত হয় অনলাইন পত্রিকা লা রেসপুসেতার সদ্য তৈরী করা বিভাগে, যা অস্কার লোপেজ রিভেরার উৎসর্গকৃত এবং সেখানে তার লেখা ছাপা হবে। এখানে এই চিঠির সারাংশ তুলে ধরে হল।:

আমার কাছে পূয়ের্তোরিকার নাগরিক হয়ে উঠার মানে সকল দায়িত্ববোধ পালন করা যা আমাদের নাগরিকত্ব দাবি করে। এর অর্থ হচ্ছে আমাদের সংস্কৃতি, ভাষা, ইতিহাস, মানসিক গঠন, সঙ্গীত, নৃত্য, রান্নার দক্ষতা এবং শিকড়কে সজীব রাখা এবং উপনিবেশিক চিন্তা থেকে মানসিকতাকে আমাদের মন এবং স্বদেশকে মুক্ত করার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া। এর অর্থ হচ্ছে পুয়ের্তোরিকো নামক জাতিকে যা নির্ধারণ করে তার সকল কিছু রক্ষা এবং সংরক্ষণের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাওয়া।

প্রবাসে যারা রয়েছে তাদের পরিচয় পুয়োর্তোরিকান পরিচয়ের সমর্থক নয়। আমি কোন নুয়েক্রিয়ান নই। আমি প্রায় ৫৫ বছর ধরে এই দেশে বাস করছি। আমি একই সঙ্গে উভয় ভাষায় কথা বলি, কিন্তু স্প্যানিশ আমার মাতৃভাষা। ষাট এর দশকে বেশ কয়েকজন উল্লেখযোগ্য পুয়ের্তোরিকার নাগরিক মিলে একসাথে “দি রিকান” নামে একটি সংবাদপত্র বের করে। আমি ভেবেছিলাম এই নামকরণ করাটা ভুল হয়েছিল। এই পত্রিকাটি খুব বেশী দিন টিকে থাকতে পারেনি কারণ মাত্র কয়েকজন এই পত্রিকাটি পড়ত এবং এটার সম্বন্ধে জানত। যেমনটা প্রবাসী অনেক পুয়ের্তোরিকান করে থাকে, আমি স্প্যাংলিশ-বা স্প্যানিশ ইংলিশ ব্যবহার করতাম। আমি পেদ্রো পিয়েত্রির লেখা কবিতা এবং মিগুয়েল পিনেরার লেখা নাটক উপভোগ করি। আমি বিশ্বাস করি প্রবাসী অনেক বরিকাস (পুয়ের্তোরিকার নাগরিক, যার জন্ম সেখানে কিন্তু বেড়ে ওঠা সে এলাকার বাইরে) স্প্যাংলিশ ভাষায় কথা বলার জন্য পরিচিত এবং আমরা নিশ্চিত, ক্রমশ এটি রূপান্তরিত এবং বিবর্তিত হতে থাকবে..

রাজনৈতিক মতাদর্শের কারণে অস্কার লোপেজ রিভেরা ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী হয়ে আছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কারাগারে ৩০ বছর কাটানো ৭১ বছর বয়সী লোপেজ রিভেরা, তিনি “রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র” এবং “ পালানোর জন্য ষড়যন্ত্র করার দায়ে” ৭০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তিনি পুয়ের্তোরিকোর স্বাধীনতার জন্য লড়ছেন, যা যুক্তরাষ্ট্রের এক উপনিবেশ। রাজনীতিবিদ, শিল্পী এবং বিভিন্ন মতাদর্শের অনেক ব্যক্তি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামার কাছে অনুরোধ জানিয়েছেন যেন লোপেজ রিভেরাকে ক্ষমা করা হয়, যাকে পশ্চিমা জগতের সবচেয়ে দীর্ঘ সময়ের রাজবন্দী বলে অভিহিত করা হচ্ছে।  

এই বিষয়ে আরো জানার জন্য দয়া করে আমাদের আগের সংবাদগুলো পাঠ করুন, এখানে, এখানে, এখানে এবং এখানে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .