জাপানের ওসাকায় একটি নৃত্য ফ্ল্যাশ মবের মাধ্যমে বিয়ের প্রস্তাব

Screenshot of a viral flash mob marriage proposal in Japan.

জাপানে দ্রুত ছড়িয়ে পড়া বিয়ের প্রস্তাবনা ফ্ল্যাশ মবের স্ক্রিনশট। 

ওসাকা স্টেশনের এই দ্রুত ছড়িয়ে পড়া বিয়ের প্রস্তাবের ফ্ল্যাশ মবটি দেখে আপনি অশ্রুতে ভিজবেন এবং ভাববেন যদি সে “হ্যাঁ” উত্তর দিত।

ভিডিওটির অনূদিত শিরোনাম হচ্ছে, “জেআর ওসাকা স্টেশনে ফ্ল্যাশ মবের মাধ্যমে আশ্চর্য প্রস্তাবনা।” ভিডিওটি ইউটিউবে পোস্ট করার পর থেকে দশ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

ওসাকা রেডিও স্টেশনের প্লাজায় একটি টেবিলে বসা এক যুগলকে দেখানোর মধ্য দিয়ে ভিডিওটি শুরু হয়েছে। যুগলটি আস্তে আস্তে নিজেদের মধ্যে কথা বলছে এবং মানুষের প্রচণ্ড ভিড় তাঁদের পাশ কাটিয়ে যাচ্ছে। হঠাৎ, পাশ কাটিয়ে যাওয়া মানুষগুলো এক জায়গায় একত্র হয়ে সেই বর্গক্ষেত্রে সবার মনোযোগ আকর্ষণ করে।

খুব শীঘ্রই, মানুষের একটি ভিড় জাপানিজ পপ তারকা চারিছ এর লাউডার এর সুরে নাচতে শুরু করে।

যখন লোকটি টেবিলে এসে বসে তখন তাঁর স্ত্রী সহচর হতভম্ব হয়ে পড়েন, তারপর তিনি নিজেকে লাল গালিচায় টেনে নেন।

লোকটি বিয়ের প্রস্তাব দেয় এবং নারীটি (ভক্ষক সতর্কতা!) দর্শকদের মধ্যে অনেকের আশ্রুপাতের সঙ্গে তা গ্রহণ করে, যদিও তারা এই প্রাক সংগঠিত ফ্ল্যাশ মবের অংশ হতেও পারে আবার নাও পারে। 

বিয়ের প্রস্তাবের এই উদ্ভাবনী পদ্ধতিটি ওসাকা ইভেন্ট এবং প্রচার কোম্পানী ইমোশন রাইজ এর উদ্ভাবন, যেটি এ পর্যন্ত প্রায় ৩০০ এরও অধিক ফ্ল্যাশ মবের আয়োজন করেছে।

ইমোশন রাইজের তৈরি আরও অনেক ফ্ল্যাশ মব প্রস্তাব এবং ঘটনা তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .