- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সামাজিক মিডিয়ায় চালু হল মায়া ভাষা জুটুজিল

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, রাইজিং ভয়েসেস

রাইজিং ভয়েসেস অনুদান প্রকল্পের হালনাগাদ তথ্য

Introductory presentation on Tz'utujil Tziij Pa Nimk'atz project. Photo by Israel Quic.

জুটুজিল জিজ পা নিমকাজ প্রজেক্টের পরিচিতিমূলক প্রেজেন্টেশন। ছবিঃ ইসরায়েল কুইক।  

সামাজিক মিডিয়াতে মায়া ভাষা জুটুজিল চালু করা ছিল একটি বড় ধরণের চ্যালেঞ্জের ব্যাপার, কারণ স্কুল সিস্টেমের মাধ্যমে পাস করা আদিবাসী জনগণ সব সময় স্প্যানিশ ভাষায় লেখাপড়া করে এসেছে। আদিবাসী ভাষায় অনর্গল লেখার অপ্রতুলতার কারণে তাদের নিজস্ব মায়া ভাষায় প্রায় কিছুই করা হয়নি এবং এই “স্প্যানিশ-ইজাশন” আদিবাসীদের অনেকেই রাষ্ট্র নীতি দ্বারা আবর্তিত।

ইন্টারনেট ব্যবহারকারীরা যাতে তাদের নিজস্ব ভাষা জুটুজিল জিজ এর মাধ্যমে নিজেদের মধ্যে ভাব প্রকাশ করতে পারেন সে উদ্দেশে ২০১২ সালে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়। এটা ছিল মায়া জুটুজিল সম্প্রদায়ের একটি যৌথ প্রচেষ্টা। সেখানে আদিবাসী জনগণের অংশগ্রহণ, প্রকাশনার পরিমাণ এবং মন্তব্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যারা শুধুমাত্র এই ভাষায় কথা বলেন তাঁরা ​​এই দলে যোগ দিয়েছেন এবং একটি গ্রুপ কিভাবে যোগাযোগ, নতুন জ্ঞান ও বিনোদন সৃষ্টির কাজ সহজতর করছে তা দেখা সত্যি খুব মজার।  

উপরন্তু, সম্প্রদায়ের মধ্যে ভাষার ব্যবহার উন্নীত করতে এবং সারা বিশ্ব থেকে অন্যদের মায়া জুটুজিল ভাষার শব্দ ও বাক্যাংশ শিখার সুযোগ করে দিতে ২০১১ সালে একটি ফেসবুক পাতা খোলা হয়।    

এই প্রক্রিয়ার জন্য আমরা জুটুজিল সম্প্রদায় থেকে জুটুজিল ভাষায় কথা বলতে পারেন এমন অংশগ্রহণকারীদের নিয়োগের একটি পরিকল্পনা হাতে নিয়েছিলাম। কারণ প্রতিটি সম্প্রদায়ের মধ্যে তাঁরা নবীন যারা অতি সম্প্রতি মায়া ভাষায় লিখেছেন। উপরন্তু, সামাজিক মিডিয়া প্রশিক্ষণ, ছবি এবং অডিও রেকর্ডিং এর জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে।