- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস, পরিচালনা পরিষদে হুয়ানিতা লিওনকে স্বাগত জানাচ্ছে

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, ঘোষণা
Juanita Leon, the newest member of the Global Voices board

হুয়ানিতা লিওন, গ্লোবাল ভয়েসেস-এর পরিচালনা পরিষদের সবচেয়ে নতুন সদস্য।

আমরা আনন্দের সঙ্গে আমাদের নতুন পরিচালনা পরিষদ সদস্য হুয়ানিতা লিওনকে গ্লোবাল ভয়েসেস পরিবারে সাথে পরিচয় করিয়ে দিচ্ছি,

হুয়ানিতা ল্যাসিলাভাসিয়া.কমের প্রতিষ্ঠাতা, যা কলম্বিয়ার ক্ষমতা বিষয়ক একটি সংবাদ সাইট। হুয়ানিতা একজন আইনজীবী এবং তিনি কলম্বিয়ার সংবাদিকতা বিষয়ক বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তিনি ২০০৬ সালে হাভার্ডের নেইম্যান বৃত্তি লাভ করেন। তিনি নিউইয়র্কের ফ্লিপমিডিয়া.কমের প্রতিষ্ঠাকালীন সম্পাদিকা এবং সেমানা.কমের –এর প্রধান সম্পাদিকা। তিনি অন্য অনেক বইয়ের সাথে কলম্বিয়ার যুদ্ধ নিয়ে লেখা কান্ট্রি অফ বুলেট-এর লেখিকা। তিনি নিউ ইয়র্ক বিশ্ব বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে গেরিলা যুদ্ধের সংবাদ সংগ্রহের উপর পড়ালেখা করেছেন আর এখন তিনি কলম্বিয়ায় বাস করছেন।

হুয়ানিতা বলেন, “গ্লোবাল ভয়েসেস এই চিন্তাকে অন্য এক পর্যায়ে নিয়ে গেছে যে সাংবাদিকতা ক্রমশ এগিয়ে যেতে থাকা ঠিক সে রকমটা নয়-অথবা অন্তত কেবলমাত্র-তথ্যের বিষয় নয়, তারচেয়ে এটা অনেকটাই আলাপচারিতা বিষয়”। এটা হচ্ছে একটা প্লাটফর্ম যেখানে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে কৌতূহল জনক কণ্ঠস্বর সংরক্ষণ এবং একত্রিত করা হয় এমন এক ফলাফলের সাথে যা সামগ্রিক ভাবে আংশিক অংশের চেয়ে অনেক উত্তম। গ্লোবাল ভয়েসেস হচ্ছে ভবিষ্যৎ সাংবাদিকতার একটা ল্যাব, যেখানে “ইন্টারনেট গুরুর” তত্ত্বটি বাস্তব জগতে প্রমাণ করা হয়। ডিজিটাল সাংবাদিকতা এবং ডিজিটাল উদ্যোক্তা গ্লোবাল ভয়েসেস আমার কাছে একটি উদাহরণ এবং আমি এর এক অংশীদার হতে পেরে খুবই গর্বিত।

হুয়ানিতা, আমাদের মূল এক পরিচালনা পরিষদের সদস্য রোজেনটাল আলভেস [1]-এর স্থলাভিষিক্ত হলেন, আট বছর ধরে পরিষদে থাকার পর তিনি পুনরায় এর সদস্য হওয়া থেকে বিরত হলেন। আমরা তার উষ্ণ এবং জ্ঞান গর্ভ চিন্তার অভাব অনুভব করতে থাকব।

গ্লোবাল ভয়েসেস-এর পরিচালনা [2] পরিষদের নয়জন সদস্য বছরে চারবার একত্রিত হন এবং প্রায় এর শুরু থেকে তারা সক্রিয়, এর সাথে যুক্ত এবং জিভি সম্প্রদায়ের এক গুরুত্বপূর্ণ অংশ। আমাদের বোর্ড প্রতিষ্ঠাতা দুজন সদস্য, স্বেচ্ছাসেবক সম্প্রদায়ের তিনজন প্রতিনিধি এবং বাইরের চারজন সদস্য নিয়ে গঠিত।