- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মধ্য আমেরিকা থেকে অভিবাসী হওয়া শিশুরা শুধুমাত্র পরিসংখ্যান নয়

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা, এল সালভাডর, গুয়াতেমালা, যুক্তরাষ্ট্র, হন্ডুরাস, দেশান্তর ও অভিবাসন, নাগরিক মাধ্যম, যুবা
Niños migrantes en clase. Imagen en Flickr del usuario pies cansados (CC BY-ND 2.0) .

একটি স্কুলকক্ষে অভিবাসী শিশুরা। ফ্লিকার থেকে নেওয়া ছবিটি ব্যবহারকারী পাইস কানসাদোসের

আমেরিকান সংবাদপত্র মিলোয়াকি জার্নাল সেন্টিনেলে লেখা একটি মতামত প্রতিবেদনে গ্লোবাল ভয়েসেস এর লেখক জেমি স্টার্ক বিস্ময়ের সাথে উল্লেখ করেছেন, “কোন ধরনের অভিভাবক ১৪০০ মাইলের সংঘবদ্ধ চক্রের এলাকা এবং প্রতিকূল সীমানা পার করে একটি শিশুকে নিয়ে যাবার জন্য ১০০০০ ডলার দেয়? সম্ভবত, একজন ভাল পিতা বা মাতা।” অভিবাসী শিশুদের সঙ্কট সম্পর্কে একজন সচেতন নাগরিক হিসেবে, স্টার্কের প্রতিফলন:

What do we do with these kids? An important decision, to be certain, but one that overlooks the humanity, the story, of each child crossing our border. […] When a parent from Central America hears the rumor that children are being allowed to stay in the U.S., it's not so hard to imagine spending life savings of $10,000 to $15,000 for a stranger to guide a son or daughter north. […] These kids are not mere statistics. Many never wanted to be here in the first place.

আমরা এই বাচ্চাদের সঙ্গে কি করি? একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত,  নিশ্চিতভাবে, কিন্তু আমাদের সীমান্ত অতিক্রম করা প্রতিটি শিশুর গল্প  মানবতার বিষয়টিকে পাশ কাটিয়ে যাচ্ছে-এমনটি দেখা যায়। […] যখন মধ্য আমেরিকার একজন পিতা বা মাতা  আমেরিকা শিশুদের অবস্থানের অনুমতি দেয়-এমন গুজব শোনেন, সেওসব মুহূর্তে এই কল্পনা কঠিন কিছু না যেখানে অভিভাবক তার সারা জীবনের সঞ্চিত ১০ থেকে ১৫ হাজার ডলার সম্পূর্ণ অপরিচিত একজনের হাতে তুলে দিচ্ছে যাতে সেই অপরিচিত মানুষটি তাদেরকে সন্তানকে উত্তরে নিয়ে যেতে পারে। […] এই বাচ্চারা নিছক পরিসংখ্যান হয় না। অনেকেই প্রথম থেকেই এখানে আসতে চায় না। 

গ্লোবাল ভয়েস এই বিষয়ে পূর্বেও নিবন্ধ প্রকাশ করেছে:

-অভিবাসিত শিশুদের মানবিক ট্রাজেডি [1]

- সালভাদোরান অভিবাসী শিশুদের প্রতি খোলা চিঠি [2]

- পাচার হওয়া ইকুয়েডরিয়ান শিশুরা নরকের মধ্য দিয়ে আমেরিকায় পৌঁছায় [3]