
১ অক্টোবর, ২০০৬ তারিখে মাদ্রিদে গুস্তাভো সেরাটি। ছবিঃ কামিলো রুএডা লোপেজ।
আর্জেন্টাইন গীতিকার গুস্তাভো সেরাটি গত ২রা সেপ্টেম্বর, ২০১৪ তারিখে মারা গেছেন। সোডা স্টেরিও ব্যান্ডের (জেটা বোসিও এবং চার্লি আলবারিটির পাশাপাশি) একজন সদস্য হওয়ায় ৫৫ বছর বয়সী এই সংগীতজ্ঞ আন্তর্জাতিকভাবে সুপরিচিত ছিলেন। ব্যান্ডটি ইবেরো-আমেরিকান গানের প্রেক্ষাপটে সবচেয়ে প্রভাব বিস্তারকারী।
পরবর্তীতে তিনি পেশাগত জীবনে এককভাবে সফল হতে ব্যান্ডটি ছেড়ে দেন। তাঁর ষষ্ঠ এবং সর্বশেষ এ্যালবাম “ফুয়েরজা ন্যাচারাল” (প্রকৃতির শক্তি) ২০০৯ সালে প্রকাশিত হয়। প্রকাশের পরের বছরই এ্যালবামটি তিনটি লাতিন গ্র্যামি পুরষ্কার জিতেছে।
সেরাটি ভেনেজুয়েলার কারাকাসে অবস্থানকালে স্ট্রোক করেছিলেন। সে সময়ে অর্থাৎ ২০১০ সালের মে মাস থেকে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। তাঁর পরিবার ফেসবুকের মাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি জানিয়েছেনঃ
En el día de la fecha lamentamos compartir con ustedes esta información:
“Comunicamos que hoy, en horas de la mañana, falleció el paciente Gustavo Cerati como consecuencia de un paro respiratorio”.
Dr. Gustavo Barbalace
Director Médico de la Clínica ALCLA”.Despediremos a Gustavo a partir de las 21hs. en la Legislatura Porteña, Julio Argentino Roca 595, Ciudad Autónoma de Buenos Aires. Les agradecemos el respeto y la consideración con que siempre acompañan a nuestra familia.
Familia Cerati.
অত্যন্ত আক্ষেপের সাথে এই দিনে খবরটি আপনাদের সাথে শেয়ার করছিঃ
“আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ সকালে জনাব গুস্তাভো সেরাটি শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় আমাদের ছেড়ে চলে গেছেন।”
গুস্তাভো বারবালাসে, এম.ডি.
এএলসিএলএ ক্লিনিকের পরিচালক চিকিৎসক”।
বুয়েন্স আয়ার্সের স্বায়ত্তশাসিত শহর জুলিও রোকা ৫৯৫’এর লেজিসলাচুরা পোরতেনা’তে রাত ৯ টায় গুস্তাভোকে আমাদের পক্ষ থেকে সর্বশেষ এবং চূড়ান্ত বিদায় জানাব। আমাদের পরিবারের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের জন্য আপনাদের সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ।
সেরাটি পরিবার।
সোডা স্টেরিও’র সাথে লেখা তাঁর সবচেয়ে প্রতীক প্রতিম গানগুলোর মাঝে অন্যতম হচ্ছে “এন লা সিউদাদ দি লা ফুরিয়া” (উত্তেজনার শহরে), “পারসিয়ানা অ্যামেরিকানা” (আমেরিকান অন্ধরা), এবং “নাদা পারসোনাল” (কোনকিছুই ব্যক্তিগত নয়)। তাঁর একক জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে “পুয়েনতে” (সেতুবন্ধন) এবং “কোসাস ইমপসিবলস” (অসম্ভব যা কিছু)।
স্প্যানিশ ভাষাভাষী ভক্তরা টুইটারে সেরাটিকে স্মরণ করেছেন। #হাসতাসিয়েম্প্রেসেরাতি (সেরাতি চিরকালের), #মিভেরাসভলভার (২০০৭ সালে অনুষ্ঠিত সোডা স্টেরিও’র পুনর্মিলনী সফরের নাম, “তোমরা আমাকে ফিরতে দেখবে”) এবং #গ্রাসিয়াস তোতালেস (শেষ ধন্যবাদ) হ্যাশট্যাগগুলো ব্যবহার করে তারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এই রক শিল্পী তাঁর “এল আলটিমো কনসিয়ের্তো” (শেষ কনসার্ট) এ্যালবামটিতে “দি মুসিকা লিগেরা” গানটিতে যে শেষ কথাগুলো বলে গেছেন সেগুলো স্মরণ করে তাঁর ভক্তরা তাঁর জন্য শোক প্রকাশ করেছেন। এন্টোনিও ভেসপুসিও লিবার্টি স্টেডিয়ামে ১৯৯৭ সালে অনুষ্ঠিত কনসার্টে গানটি রেকর্ড করা হয়ঃ
#HastaSiempreCerati “Vamos despacio para encontrarnos el tiempo es arena en mis manos” Gracias Totales!!!
— Lunita Roja (@LunitaRoja78) septiembre 4, 2014
#সেরাতিচিরকালের। “চলুন খুব ধীরে আমরা নিজেদেরকে খুঁজে বের করি, সময়কে আমার হাতে ধরে রেখেছি।” শেষ ধন্যবাদ!!!
Hay canciones que jamás tendrán fecha de caducidad… #HastaSiempreCerati
— Manuel Cataño (@Manuel_c9) septiembre 4, 2014
তাঁর এমন কিছু গান আছে যা কখনও ফুরিয়ে যাবে না। #চিরকালেরসেরাতি।
Cuánto amor nos da la música. Hoy llora todo un continente. #GraciasTotales
— Julia Mengolini (@juliamengo) septiembre 4, 2014
ভেবে অবাক হই, গান মানুষকে কতোটা ভালোবাসা দিতে পারে। আজ সারা মহাদেশ তাঁর জন্য কাঁদছে। #শেষধন্যবাদ
এটি গ্লোবাল ভয়েসেসে স্প্যানিশ ভাষায় প্রকাশিত মূল পোস্টের একটি পরিবর্তিত সংস্করণ।
গ্লোবাল ভয়েসেসে পোস্টটি লিখেছেন লরা স্নেইডার।