হাঙ্গেরির সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা হাসপাতালের খাবারের ছবি তুললেন

২০১৪ সালের গ্রীষ্মে হাঙ্গেরিতে করহাজি কোজেট নামে একটি ব্লগ চালু হয়েছে। ব্লগটিতে হাঙ্গেরির হাসপাতালগুলোর নিম্নমানের এবং অল্প পরিমাণ খাবারের কথা উঠে এসেছে।

tumblr_narb36FahO1ticsozo1_1280

করহাজি কোজেট ব্লগে একজন ব্যবহারকারী ছবিটি দিয়েছিলেন। তার অনুমতি নিয়ে প্রকাশ করা হলো।

যেসব হাঙ্গেরিয়ান চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন, তাদের খুব কম পরিমাণ খাবার দেয়া হয়। তাছাড়া খাবারের মানও ভালো না। এই অবস্থার প্রতিবাদ জানাতেই এই ব্লগটি তৈরি হয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে প্রায় ৬ হাজার ফেসবুক ব্যবহারকারী ব্লগটির ফেসবুক পাতা অনুসরণ করেন। ইতোমধ্যে বাজফিড বিভিন্ন দেশের ২২টি হাসপাতালের খাবারের ছবির তালিকা প্রকাশ করেছে। সেই ছবির তালিকা দেখে হাঙ্গেরির নেটিজেনরা ইর্ষান্বিত হয়েছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .