২০১৪ সালের গ্রীষ্মে হাঙ্গেরিতে করহাজি কোজেট নামে একটি ব্লগ চালু হয়েছে। ব্লগটিতে হাঙ্গেরির হাসপাতালগুলোর নিম্নমানের এবং অল্প পরিমাণ খাবারের কথা উঠে এসেছে।

করহাজি কোজেট ব্লগে একজন ব্যবহারকারী ছবিটি দিয়েছিলেন। তার অনুমতি নিয়ে প্রকাশ করা হলো।
যেসব হাঙ্গেরিয়ান চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন, তাদের খুব কম পরিমাণ খাবার দেয়া হয়। তাছাড়া খাবারের মানও ভালো না। এই অবস্থার প্রতিবাদ জানাতেই এই ব্লগটি তৈরি হয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে প্রায় ৬ হাজার ফেসবুক ব্যবহারকারী ব্লগটির ফেসবুক পাতা অনুসরণ করেন। ইতোমধ্যে বাজফিড বিভিন্ন দেশের ২২টি হাসপাতালের খাবারের ছবির তালিকা প্রকাশ করেছে। সেই ছবির তালিকা দেখে হাঙ্গেরির নেটিজেনরা ইর্ষান্বিত হয়েছেন।