
চিলির সান্তিয়াগো সাবওয়ে। রিকার্ডো ক্যাবরেরা লেটেলিয়ার'র ফ্লিকার অ্যাকাউন্ট থেকে ছবি নেয়া হয়েছে। (সিসি বিওয়াই-এনসি-এডি ২.০)।
চিলির রাজধানীর সান্তিয়াগোর এসকিউয়েলা মিলিটার সাবওয়ে স্টেশনে গত ৮ই সেপ্টেম্বর দুপুর ২টার দিকে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে ১৪ জন মানুষ আহত হয়েছেন।
সবচে বেশি আহত হয়েছেন ৩৫ বছর বয়সী একজন নারী। তিনি মেট্ট্রো এস.এ-তে ধোপার কাজ করতেন। বোমার আঘাতে তার হাতের আঙুল উড়ে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মাহমুদ অ্যালিউই জানিয়েছেন, বোমা হামলার জন্য দুইজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। হামলার পরে তারা একটি সাদা রঙের শেভরলেট গাড়িতে করে পালিয়ে যান। তবে তদন্তকারী কমর্কর্তারা আরো একটি গাড়িও খুঁজে বেড়াচ্ছেন। সেটি লাল রঙের ওপেল করসা। গাড়ির ভিতরে দু'জন লোক ছিল। তাদেরকেও সন্দেহ করা হচ্ছে।
El Metro adelantó la hora punta para las 17:00 horas tras el atentado en Escuela Militar http://t.co/ePNcrCJ2dm
— #Temuco (@temuco) septiembre 8, 2014
এখন ৫টা বাজে। সান্তিয়াগোর সাবওয়েতে কর্মতৎপরতা শুরু হয়ে গেছে আবার। কিছুক্ষণ আগে এসকিউয়েলা মিলিটার স্টেশনে বোমা হামলা হয়েছিল।
Fuerte explosión en el metro de Santiago es calificada como “acto terrorista” por Gobierno chileno. Fuente: El… http://t.co/n1kjwxNEQ7
— Radio Platinum (@radioplatinumec) septiembre 8, 2014
চিলির সরকার সান্তিয়াগো সাবওয়েতে বোমা হামলাকে “সন্ত্রাসবাদী কাজ” হিসেবে দেখছে।
ACTUALIZACIÓN: Ocho heridos por la explosión en el metro en Santiago de #Chile http://t.co/IqYEVfPHBC
— CNNMex (@CNNMex) septiembre 8, 2014
আপডেট: চিলির সান্তিয়াগো সাবওয়েতে বোমা হামলায় ৮ জন আহত হয়েছেন।
#ALERTA ESTA CLARO QUE FUE UN ATENTADO TERRORISTA EN EL METRO DE SANTIAGO DE CHILE pic.twitter.com/faQkBt3yTc
— M-Noticias- (@mnoticias2014) septiembre 8, 2014
চিলির সান্তিয়াগো সাবওয়েতে বোমা হামলা নিশ্চিতভাবে সন্ত্রাসবাদী আক্রমণ।