ক্যামেরুনের স্ট্রাইকার এলবার্ট ইবোসে আলজেরিয়ান ফুটবল ক্লাব জেএস ক্যাবাইলির হয়ে খেলছিলেন। তিনি গত ২৩ আগস্ট তারিখে মৃত্যুবরণ করেছেন। দর্শক সারি থেকে ছোড়া একটি ঢিলের আঘাতে তাঁর মৃত্যু হয়। আলজেরিয়ান ফূটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে দেশীয় আরেকটি দল ইউএসএম আলজেরের কাছে তাঁর দল ২-১ গোলে হেরে যাওয়ার পর এই ঘটনা ঘটে।
ক্যাবাইলি শহরের তিজি ওজোউ এলাকাতে অবস্থিত একটি হাসপাতালে ইবোসকে নেয়া যাওয়া হয়েছিল। হাসপাতালটি আলজিয়ার্স থেকে ১১০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। সেখানে নিয়ে যাওয়ার পর মাথায় পাওয়া আঘাতে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। তাঁর দলের হয়ে একমাত্র গোলটি তিনিই করেছিলেন। দেশীয় এই ম্যাচে হেরে যাওয়ায় জেএস ক্যাবাইলি দলের সমর্থকদের ক্রোধ আরও বেশি জ্বলে উঠে। খেলোয়াড়েরা তাদের বিশ্রাম কক্ষের দিকে ফিরে যাওয়ার সময় তিজি ওজোউ স্টেডিয়ামের দর্শক সারি থেকে হঠাৎ তারা ঢিল ছুঁড়তে শুরু করে। দর্শকদের ছোঁড়া একটি ঢিলে ক্যামেরুনিয়ান এই ফুটবলার মারাত্নকভাবে আহত হন।
২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের আকস্মিক মৃত্যুতে তাঁর ঘনিষ্ট সকলে এবং সমগ্র ফুটবল জগৎ হতবাক হয়েছে। আর কেউ কেউ আলজেরিয়ার স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাঁর জেএসকে ক্যাবাইলি দলের সতীর্থ কামেল ইয়েলসি ফুটবল সংবাদ বিষয়ক ওয়েবসাইট গোল ডট কমে এই মর্মান্তিক ঘটনার বর্ননা দিয়েছেনঃ
En fait, il a reçu deux projectiles: le premier sur le poignet et le second sur la nuque. Albert n'a pas pu l'esquiver, il a été transporté directement à l'hôpital où ils ont fait tout ce qu'ils ont pu. Je ne sais pas quoi dire. C'est le problème de l'Algérie on va dire. Dans pas mal de stades ils sont tellement passionnés que cela fait peur. Ça devient comme de la haine. Alors les insultes qui fusent, à la limite, on peut faire abstraction. Mais les projectiles c'est plus des blocs que de simples cailloux.
তাকে মূলত দুইটি ঢিল আঘাত করেছে। প্রথম ঢিলটি লাগে তাঁর কব্জিতে এবং দ্বিতীয় ঢিলটি আঘাত করে তাঁর মাথার পিছন দিকে। এ্যালবার্ট কোনভাবেই আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারেননি; এরপর খুব দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমি জানি না আর কি বলবো। আমি বলবো না এটি কেবলমাত্র একটি আলজেরিয়ান সমস্যা। বেশিরভাগ স্টেডিয়ামেই খেলা চলাকালীন অবস্থায় দর্শকেরা বেশ উত্তেজিত হয়ে পড়েন। এই পরিস্থিতি বেশ ভীতিকর। সমর্থন তখন ঘৃণায় পরিণত হয়ে যায়। অপমানকর মন্তব্যগুলো তখন উপেক্ষা করা যায়। কিন্তু তারা যে ঢিলগুলো মারেন সেগুলো যেন শুধু পাথরের টুকরা নয়, যেন একেকটা বর্শা।
৬ অক্টোবর, ১৯৮৯ তারিখে ইবোস দৌয়ালাতে জন্মগ্রহণ করেন। তিনি যখন জেএস ক্যাবাইলিতে ২০১৩ সালের জুলাই মাসে আসেন তখন শহরের অধিবাসীরা ইবোসকে স্বাগত জানিয়েছিলেন। এখানে স্বাগত জানানোর প্রথম অনুভূতির প্রতিক্রিয়ায় জেএসকে টেলিভিশনের কাছে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেনঃ
Tizi Ouzou est accueillante, sa population est sympathique
তিজি ওজোউ বেশ অতিথিপরায়ণ, এখানকার লোকেরা বেশ বন্ধুত্বপূর্ণ।
ওয়েবসাইটে এই অবিশ্বাস ক্রোধে পরিণত হয়। ক্যামেরুনিয়ান ক্যামটু ব্লগ তাঁর মৃত্যুতে সৃষ্ট পরিস্থিতিতে তাদের দুঃখ প্রকাশ করেছেঃ
Ebossé rêvait de porter un jour le maillot des Lions Indomptables. La bêtise humaine a mis définitivement à ses rêves ce samedi 23 août 2014 sur un terrain de football. Là où il avait multiplié les exploits depuis son arrivée en Kabylie.
ইবোসের স্বপ্ন ছিল অপ্রতিরোধ্য সিংহ জার্সির [ক্যামেরুনিয়ান জাতীয় ফুটবল দলের জার্সি] অধিকারী হওয়া। মানুষের হিংস্রতা তাঁর এই স্বপ্নকে ২৩ আগস্ট, ২০১৪ তারিখ রোজ শনিবারে একটি ফুটবল খেলার মাঠে চিরতরে শেষ করে দিয়েছে। ক্যাবাইলিতে আসার পর এই জায়গাটিতে তিনি অনেক কিছু অর্জন করেছেন।
টুইটারে অনেকেই স্টেডিয়ামের নিরাপত্তার অভাবকে দোষারোপ করেছেনঃ
Comment l'Algérie peut elle prétendre organiser la CAN alors quelle n'arrive même pas à sécuriser un petit stade de 10.000 places #Ebossé
— Tahar Hani (@taharhani) August 24, 2014
১০,০০০ লোকের ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি স্টেডিয়ামে যেখানে আলজেরিয়া নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেখানে কি করে তারা আফ্রিকান কাপ অব নেশন্স খেলার আসর আয়োজন করার আশা করে ?
আলজেরিয়া ইতোমধ্যে ২০১৭ সালের আফ্রিকান কাপ অব নেশন্স আয়োজক দেশ হিসেবে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে।
কোটে ডি’আইভোরের ক্রীড়া মন্ত্রীও প্রতিক্রিয়া জানিয়েছেনঃ
Pourquoi autoriser des spectateurs à accéder au stade avec des armes? Violence sur les stades en Afrique du Nord #Ebossé #Complaisance
— ALAIN LOBOGNON (@ALAINLOBOG) August 24, 2014
দর্শকদের স্টেডিয়ামে অস্ত্র নিয়ে ঢোকার অনুমতি কেন দেয়া হয় ? উত্তর আফ্রিকার স্টেডিয়ামে সহিংসতা।
অলিভিয়ার ইনোগো (গ্লোবাল ভয়েসেসের জুলি ওনো’র মাধ্যমে) চান ইবোসের ফুটবল খেলার সহকর্মীরা এই সমস্যার জন্য নিয়মনীতি সম্পর্কিত অগ্রগতি নিশ্চিত করবেনঃ
Chers amis footballeurs, ç'aurait pu être votre tête à la place de celle d'Ebossé. Qui parlera pour ce jeune homme ? Qui défendra sa mémoire ? Qui osera au sein du football international africain dire intelligemment stop à cette bêtise ? Au lieu de vous battre pour des primes, ces restes que les plus puissants veulent bien vous céder, défendez ce qui vous appartient et qui n’ a pas de prix : votre dignité et celle de ceux qui vous ressemblent. Imaginons juste un jour vous vous refusiez de jouer pendant un temps indéterminé, jusquà ce que la FIFA adopte des règles contraignantes, allant jusqu'à la suspension de l'équipe dont les supporters auraient eu des comportements racistes.
ফুটবল খেলার প্রিয় সহকর্মীরা, ইবোসের জায়গায় আজ আপনিও হতে পারতেন। এই তরুণের পক্ষ নিয়ে কে কথা বলবেন? কে তাঁর স্মৃতি রক্ষা করবেন? আফ্রিকান আন্তর্জাতিক ফুটবলের এমন কোন ব্যক্তিত্ব আছেন যার এ ধরনের নির্বুদ্ধিতাকে না বলার মতো বুদ্ধিমত্তা রাখেন? বেশি ক্ষমতাবান লোকেরা আপনাদের যা দিয়ে খুশী হয় সেসব জঞ্জাল আর বোনাসের জন্য মারামারি করার পরিবর্তে আপনাদের সবচেয়ে মূল্যবান সম্পদের জন্য রুখে দাঁড়ানঃ আপনার মর্যাদা এবং আপনার মতো লোকেদের মর্যাদার জন্য রুখে দাঁড়ান। ফিফা কোন শর্ত যুক্ত নিয়মনীতি গ্রহণ না করা পর্যন্ত আপনি অনির্দিস্ট কালের জন্য খেলতে অস্বীকার করতে পারেন। ফিফার গ্রহনীয় এসব নিয়মনীতির মাঝে যে দলের সমর্থকেরা সাম্প্রদায়িক আচরণ প্রকাশ করবে সে দলকে বহিষ্কার করার মতো কঠোর সিদ্ধান্তও সেখানে অন্তর্ভুক্ত থাকবে।
আলজেরিয়ান পেশাদার ফুটবল লীগের প্রেসিডেন্ট মাহফুদ কারবাদের মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁর মৃত্যুর একটি বিচারিক তদন্ত শুরু করার আদেশ দেয়া হয়েছে।
এই তরুণ খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে তাঁর পেশা জীবনের কৃতিত্বপূর্ণ মূহুর্তগুলো নিয়ে সংকলিত একটি ভিডিও এখানে দেয়া হলঃ