- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

রুশ ইন্টারনেট ব্যবহারকারীদের ডিজিটাল পকেটের পিছনে লেগেছেন পুতিন

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, নির্বাচন, প্রতিবাদ, প্রযুক্তি, বাক স্বাধীনতা, ব্যবসা ও অর্থনীতি, রাজনীতি, রুনেট ইকো
A Yandex.Money credit card. YouTube screenshot. [1]

একটি ইয়ান্ডেক্স ডট মানি ক্রেডিট কার্ড। ইউটিউব স্ক্রিনশট। 

রুনেটের উপর খাড়াভাবে সেন্সরশিপ বাড়ানো এবং বিরোধীদলীয় ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয়ার পাশাপাশি রাশিয়া এখন অনলাইনে মূল্য পরিশোধের উপর কঠোর নিয়ম আরোপ করেছে। এ বছর গ্রীষ্মের পর নতুন আইনটি কার্যকর হওয়ার কারণে বিভিন্ন সংস্থাগুলোর মাঝে অনলাইনে বেনামে অর্থ হস্তান্তর করার প্রবণতা কমে গেছে। আর এ আইনের অধীনে বেনামে ব্যক্তিগত অর্থ অনলাইনে হস্তান্তর করা পুরোদস্তুর নিষিদ্ধ করা হয়েছে।

আপাতদৃষ্টিতে এটি সন্ত্রাসের [গ্লোবাল ভয়েসেস প্রতিবেদন [2]] বিরুদ্ধে যুদ্ধে নামার লক্ষ্য নিয়ে পাস করা কয়েকটি আইনের সমন্বয়ে গঠিত প্যাকেজের একটি অংশ। তবে বিরোধী দলীয় নেতা এলেক্সি নাভালনির ২০১৩ সালের মেয়র প্রার্থী হিসেবে চালানো প্রচারণা প্রচন্ডভাবে সফল হওয়ার পেছনে অনলাইনে দাতাদের দেওয়া বিপুল পরিমাণ অর্থ দিয়ে গঠিত তহবিল এই সফলতার জন্য কতোটা গুরুত্বপূর্ন ছিল তা কেউ স্মরণ না করে পারবেন না। এ তহবিলে অর্থ দাতাদের মাঝে অনেক বেনামি দাতা ছিলেন। সে সময়ে নাভালনির প্রচারনাটির যথেষ্ট সমালোচনা [3][গ্লোবাল ভয়েসেস প্রতিবেদন] করা হয়েছিল। কারন সেখানে স্বচ্ছতার বেশ অভাব ছিল। এত সমালোচনা সত্ত্বেও এ বিষয়ে তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষ এখনও কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

রাশিয়ার তদন্ত কমিটি গত ২৩ মে রোজ শুক্রবার ইয়ানডেক্স ডট মানি নামক জনপ্রিয় একটি অনলাইন অর্থ পরিশোধ ব্যবস্থার অফিসে অভিযান চালায় [4]। এটি রাশিয়ার বৃহত্তম সার্চ ইঞ্জিনের সাথে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান। স্পষ্ট ভাবে বোঝা যায় যে, ২০১৩ সালে গ্রীষ্মের মস্কো মেয়র নির্বাচন প্রচারাভিযানের বিরুদ্ধে প্রচারাভিযান প্রতারণার অভিযোগ আনার কারণে প্রতিষ্ঠানটিতে অনুসন্ধান চালান হয়েছে। অভিযান চালানোর মূল কারন হচ্ছে, নাভালনির কয়েকজন সমর্থক ব্যক্তিগত উদ্যোগে বিপুল পরিমাণ অর্থ তাঁর প্রচারাভিযান তহবিলে দান করেছিলেন। এরপর তারা তাদের ইয়ানডেক্স ডট মানি পকেটটি অর্থ সাহায্য আদায়ের মাধ্যমে আবার পূর্ণ করে নিয়েছিলেন। তারা চিন্তা চালিয়ে গেছেন যে এ উপায়ে আইনও মেনে চলা হবে অন্যদিকে নাভালনির প্রচারাভিযানটিকে বিদেশি অর্থ সাহায্য এবং এ ধরনের অর্থ প্রাপ্তি প্রসঙ্গে একেবারেই উদ্বিগ্ন হতে হবে না।

তদন্ত কমিটির অনুসন্ধান সম্পর্কে এক প্রতিক্রিয়ায় [5] নাভালনি তাঁর ব্লগে (যেটি রাশিয়ান ইন্টারনেট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রসকমনাদজরের আদেশে বন্ধ করে দেয়া হয়েছে) দাবি করেছেন, তাঁর প্রচারাভিযানে অর্থ সাহায্য প্রদানের প্রক্রিয়াটি বেশ স্বচ্ছ ছিল। ১ মিলিয়ন রুবলের (অর্থ সাহায্য প্রদানের বৈধ সীমা) অতিরিক্ত পরিমাণ অর্থ গ্রহণ পরিকল্পনায় জড়িতদের দ্বারা গঠিত সবগুলো তহবিল নাভালনির রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করা হয়েছে। তহবিলগুলো পরে তাদের বিভিন্ন প্রচারাভিযানের জন্য ব্যবহৃত হয়েছে। নাভালনি আরও লিখেছেন, এই নতুন অপরাধ অনুসন্ধান একটি সার্বিক প্রচারাভিযানের একটি অংশ। রাজনৈতিক কার্যক্রম এবং নির্বাচন প্রচারাভিযানের জন্য জনসাধারণের কাছ থেকে তহবিল সংগ্রহের সম্ভাবনা কমিয়ে দিতে অনুসন্ধানটি চালানো হয়েছে। হাজার হাজার সমর্থকের কাছ থেকে লক্ষ লক্ষ রুবল অর্থসাহায্য সংগ্রহের সক্ষমতা দেখে ক্রেমলিন আতঙ্কিত হয়ে পরেছে। তাঁর পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ কমে যাওয়ার কারণে বিরোধীদলীয় নির্বাচন প্রচারাভিযান প্রচন্ডভাবে সফল হওয়ায় ক্রেমলিন শঙ্কিত হয়ে পড়েছে।