উমহন জাতির জন্য একটি নতুন প্রযুক্তি যাত্রা

omahaflag

লেখকের অনুমতি নিয়ে ছবিটি পুনঃপ্রকাশিত। 

রাইজিং ভয়েসেস টীকাঃ অনুমোদিত প্রকল্পের এই আপডেটটি লিখেছেন ভ্যালিটা স্ট্যাবলার। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় নেবরাসকা ভিত্তিক বর্তমান প্রকল্পটির বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিচ্ছেন।

আয়োনি (সম্ভাষণ!),

এটি আমাদের জন্য একটি উত্তেজনাপূর্ণ প্রযুক্তি যাত্রার সূচনা। যদিও এখন থেকে আরও অনেক বছর আগে থেকেই আমরা ভাষার সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে আসছি, তবে আমরা কখনও এই শিক্ষা ছড়িয়ে দেয়ার জন্য দাপ্তরিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্বে পদচারণা করিনি। 

“আমরা” কে?

Title VII language department staff that will serve as mentors and teachers during the recording process.

টাইটেল ৭ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের সদস্য, যারা রেকর্ডিঙের সময় আমাদের গুরু এবং শিক্ষক হিসেবে কাজ করবেন।  

আমরা কয়েকজন ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি ছোট দল। যারা আমাদের ভাষার দলিল রচনা করতে নিবেদিত প্রাণ। নির্দিস্ট প্রকল্পটির দলনেতা হিসেবে আমি জ্ঞান এবং অভিজ্ঞতার উপর নির্ভর করব। যারা আমাদের ভাষার দলিল লেখা এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদের এই স্থানীয় প্রচেষ্টার অগ্রদূত ছিলেন, তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা আমরা কাজে লাগাব। আমাদের স্থানীয় বিদ্যালয়ের টাইটেল সেভেন ল্যাঙ্গুয়েজ এ্যান্ড কালচারাল ডিপার্টিমেন্ট (এল এ্যান্ড সি) সেই অগ্রদূত। দ্বাদশ শ্রেনীর বিদ্যালয় ব্যবস্থার মাধ্যমে আমাদের কিন্ডারগার্টেনের জন্য ভাষার পাঠ্যসূচী উন্নয়নের ক্ষেত্রে এই নির্দিস্ট বিভাগটি নেতৃত্ব দিয়েছে। এল এ্যান্ড সি বিভাগটি গত কয়েক বছর ধরে বেশ কয়েকজন প্রবীণের পথ নির্দেশনায় আমাদের তরুণদের জন্য ভাষা শিক্ষণ টুল তৈরি ও এর উন্নয়নে কাজ করে যাচ্ছে।

মাত্র কয়েক হাজার সদস্যের একটি ছোট উপজাতি গোষ্ঠী হচ্ছে আমাদের এই উমহন জাতি। এ জাতির অনেক সদস্যই সংরক্ষিত এলাকাতে বসবাস করেন না। আমাদের সংরক্ষিত এলাকাতে আমরা যে ঐতিহ্যবাহী ভাষায় কথা বলি তা শোনার সুযোগ তারা পান না। এ ভাষার হাতে গোনা খুব অল্প কয়েকজন বক্তা এখনও টিকে আছেন। আমরা যারা আমাদের জন্য সংরক্ষিত এলাকাতে বাস করি তাদের জন্যও এই বক্তাদের দেখা পাওয়া বেশ দুর্লভ। যদি আমাদের বাড়িতে এ ভাষার কোন ভালো বক্তা না থাকে, তবে আমরাও ভাষাটি শোনার সুযোগ পাই না। সম্ভবত শুধুমাত্র কয়েকটি বিশেষ উৎসবেই কেবল আমরা আমাদের ভাষাটি শুনতে পাই।

আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে আমাদের ভাষার দলিল তৈরি করা এবং রেকর্ড রাখা বেশ জরুরি হয়ে পড়েছে। আশা করা হচ্ছে, প্রকল্পটির মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করা এবং আরও বেশি সংখ্যক শ্রোতার কাছে তা পৌঁছানো যাবে। আমরা কয়েকটি ভিডিও তৈরি করতে চেষ্টা করব। এসব ভিডিওতে দৈনন্দিন কথোপকথন উদাহরণ সহ ব্যাখ্যা করা হবে। ভিডিওতে দুই বা ততোধিক ব্যক্তির মাঝে এই কথোপকথনের চর্চা করা হবে। আমরা সবাই দৃঢ় ভাবে বিশ্বাস করি যে আমাদের ঐতিহ্যবাহী উমহন ভাষা পুনরুদ্ধার করার প্রচেষ্টাটি শব্দ শিক্ষণ পদ্ধতিকে ছাড়িয়ে যাবে। ব্যবহারিক কথোপকথনের সাথে শিক্ষার্থীদের পরিচিত করাই হচ্ছে প্রকল্পটির মূল উদেশ্য।   

আমরা সবেমাত্র প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অর্ডার দিয়েছি। এগুলো আগামী সপ্তাহে আমাদের হাতে এসে পৌঁছাবে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী সপ্তাহের শেষ নাগাদ আমাদের প্রথম রেকর্ডিং প্রকাশ করা এবং এটিকে ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার এবং একটি ইউটিউব চ্যানেলে শেয়ার করা। আমরা মাঝে মাঝে আপনাদের এগুলো পোস্ট করতে থাকব। 

সবাইকে শুভকামনা! 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .