জার্মান অলিম্পিয়াডে প্রতিযোগিতা করতে সাড়া বিশ্ব থেকে তরুণ প্রতিযোগীরা ৩ আগস্ট, ২০১৪ তারিখে ফ্রাংকফুর্ট বিমানবন্দরে এসে পৌঁছেছে। আফগানিস্তান, নিউজিল্যান্ড, ক্যামেরুন, চীন, রোমানিয়া, ইরান এবং অন্যান্য অনেক দেশ থেকে এসব প্রতিযোগীরা এসেছে গ্যোটে-ইন্সটিটিউটের জার্মান অলিম্পিয়াডে পরীক্ষা দিতে। দুই সপ্তাহ ব্যাপী এখানে তাদের জার্মান জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে।
“জার্মানরা নতুনের দরজা খোলে” স্লোগানের অধীনে এই বছর ফ্রাংকফুর্টে ৩-১৬ আগস্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম জার্মান ভাষার প্রতিযোগিতা। পাঁচটি মহাদেশের ৪৯ টি দেশ থেকে প্রায় ১০০ জন ছাত্র এতে অংশ নিচ্ছে, যাদের বয়স ১৪ থেকে ১৯ বছরের মধ্যে। তারা স্থানীয় গ্যোটে-ইন্সটিটিউটের আয়োজিত জাতীয় প্রাথমিক চক্রের বিজয়ী এবং এখন জার্মানিতে প্রতিযোগিতায় তাঁরা তাদের দেশের প্রতিনিধিত্ব করছে। তারা তাদের জার্মান শিক্ষকের সাথে রয়েছে।
প্রতিযোগিদের একটি দেয়াল সংবাদপত্র তৈরি ও চিত্রিত করতে এবং তার উপস্থাপনা দিতে হয়। ভাষা জ্ঞানের পাশাপাশি একটি আন্তর্জাতিক জুরি অংশগ্রহণকারীদের ‘আন্তঃসাংস্কৃতিক কর্মদক্ষতা এবং একটি দলে কাজ করার ক্ষমতাও বিচার করে থাকেন।
এছাড়াও অনুষ্ঠানটির মধ্যে রয়েছে শহরে ঘোরাঘুরি, জাদুঘর ভ্রমণ, দিবা এবং ক্রীড়া কার্যক্রমের সাথে রয়েছে একটি বাৎসরিক সংস্কৃতি মেলা। তাঁরা গেইমস নাইট এবং পার্টি ও কনসার্টে অংশ গ্রহণ করে – এর মধ্যে একটি ব্যান্ড হচ্ছে রিভোলভারহেড। এসবের মধ্য দিয়ে তারা শুধু জার্মান ভাষায় তাদের জ্ঞানের গভীরতা বাড়াতে পারে না, বরং নতুন নতুন বন্ধুও খুঁজে পায়।
গ্যোটে-ইন্সটিটিউট ইউটিউবে রোমানিয়ায় প্রাথমিক চক্রের নিম্নলিখিত ভিডিওটি পোস্ট করেছে: