গনতন্ত্র নিয়ে উগান্ডানদের ভাবনা সম্পর্কে গবেষণা শুরু করছে কমিউনিটি রেডিও সোপ ওপেরা

রাইজিং ভয়েসেস টীকাঃ আমাদের মঞ্জুরিকৃত প্রকল্পটির পরিপ্রেক্ষিতে আমাদের ব্লগ পোস্ট ধারাবাহিকটি লেখার কাজ চলছে। পোস্টটি লিখেছেন ইমানুয়েল গিরা। উগান্ডার রাজধানী লিরাতে রেডিও সোপ প্রকল্পটি চলছে – সেখানকার সাধারণ সম্প্রদায়ের মধ্য থেকে পোস্টটি লেখা হয়েছে। 

কমন কমিউনিটি হচ্ছে একটি সাম্প্রদায়িক তথ্য শেয়ার করার উদ্যোগ। এটি উগান্ডার ল্যাঙ্গো অঞ্চলে নির্বাচনের ব্যাপারে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে কাজ করে। থিয়েটার টেকনোলোজি হাউজ (টিটিএইচ) সাপ্তাহিক এই রেডিও সোপ অপেরাটি প্রযোজনা করে থাকে। শাসন প্রক্রিয়া, নাগরিকদের অংশগ্রহণ এবং সামাজিক উন্নয়নকে লক্ষ্য রেখে এটি কাজ করবে।  

Theatre Technology House and the Common Community Radio Soap

থিয়েটার টেকনোলোজি হাউজ। ছবিঃ লেখক। অনুমতিক্রমে পুনঃপ্রকাশিত।  

ল্যাঙ্গো এবং অন্যান্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মাঝে নাগরিক বিষয়ক শিক্ষার বেশ অভাব রয়েছে। অঞ্চলটিতে এখনও উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। তাদের সাথে এসব বিষয়ে কাজ করার ক্ষেত্রে দারিদ্রতা, শিক্ষার নিম্ন মান, অজ্ঞতা এবং অন্যান্য সামাজিক সমস্যাগুলো প্রতিবন্ধকতা হিসেবে সামনে এসে দাঁড়ায়।

নাগরিকদের মাঝে সচেতনতা বাড়াতে ভোটার শিক্ষা অভিযান প্রধান চালিকা শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছে। তাঁর পাশাপাশি এটি সক্রিয় অংশগ্রহণকে উদ্দীপিত করছে, বিশেষ করে অশিক্ষিত নারী এবং তরুণদের মতো প্রথাগতভাবে যাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে, সেসব গ্রুপের মাঝে অংশগ্রহণ বাড়াতে এটি কাজ করছে। রেডিও সোপ অপেরা স্থানীয় এফএম রেডিওতে সম্প্রচারিত হবে। গ্রামীণ জনগোষ্ঠী এবং পিছিয়ে পড়া শহুরে জনগোষ্ঠী উভয়কে লক্ষ্য করে এই কার্যক্রম পরিচালিত হবে। যদিও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবার ভোটার শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তবে এক্ষেত্রে গ্রামীণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে। তাদের সম্প্রদায়ের সাথে সম্পর্কযুক্ত রাজনৈতিক প্রক্রিয়াতে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার আশা নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবার সাথে এক সপ্তাহ কার্যক্রম পরিচালনা এবং সাক্ষাতের পর কমন কমিউনিটি রেডিও সোপের জন্য থিয়েটার টেকনোলোজি হাউজ একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠা করেছে। কমন কমিউনিটি রেডিও সোপ হচ্ছে তিন মাস ব্যাপী একটি রেডিও নাট্য সাহিত্য প্রচারাভিযান। নির্বাচনীয় গনতন্ত্রে নাগরিক অংশ গ্রহণ নিয়ে এটি মূলত কাজ করছে। থিয়েটার টেকনোলোজি হাউজের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ একটি গবেষক দল গঠন করেছে। এটি এই প্রচারাভিযান বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ। কোন কোন বিষয় নিয়ে গবেষণা কাজ পরিচালনা করা হবে তাও চিহ্নিত করা হয়েছে। যেমনঃ নির্বাচনীয় গণতন্ত্র সম্পর্কে স্থানীয় ভোটারদের ধারণা, রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্বকে প্রেষনা প্রদানকারী বিভিন্ন বিষয়, ভোট দেয়ার এই কার্যক্রমকে কিভাবে অত্যন্ত কার্যকর উপায়ে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে রুপান্তরিত করা যায়। আর একটি অনুন্নত দেশে গনতন্ত্র কীভাবে নাগরিকদের সাথে সম্পর্কযুক্ত সে সব বিষয়ও এই গবেষণা কাজে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Lira, Uganda. Image by Brien Beattie (CC BY-SA 3.0)

লিরা, উগান্ডা। ছবিঃ ব্রিয়েন বেয়াত্তি 

চারটি গবেষণা বিষয়ের প্রতিটিই প্রাথমিকভাবে দর্শকদের উদ্দেশ্য করে করা হয়েছে। সম্প্রদায় সদস্যরা হচ্ছেন এর প্রথম দর্শকঃ নেতৃত্ব সীমার মধ্যে গ্রামীণ (শতকরা ৭৫ ভাগ) এবং শহুরে (শতকরা ২৫ ভাগ) নাগরিক। এক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদেরা, বর্তমানে জনগণের সেবায় নিয়োজিত রাজনীতিবিদেরা এবং অবসরপ্রাপ্ত বা অন্যকোন কারণে রাজনীতি থেকে সরে যাওয়া রাজনীতিবিদগণ হবেন মাধ্যমিক দর্শক। রাজনীতি এবং উন্নয়ন বিষয়ক বিশেষজ্ঞরা হবেন তৃতীয় পর্যায়ের দর্শক। আর শাসন, সামাজিক উন্নয়ন ক্ষেত্রে কর্মরত বিভিন্ন সুশীল সমাজ সংস্থা এবং সরকারি নির্বাচন সংস্থাগুলো হবে চতুর্থ শ্রেণীর দর্শক।

গবেষণাটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং এটি দুই সপ্তাহ ধরে চলবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .