তথ্য খুঁজে পেতে রাস্তায় নেমেছে লোস ইনেসপেরতোস

রাইজিং ভয়েসেস টীকাঃ আর্জেন্টিনার করদোবা শহর ভিত্তিক রেডিও লোস ইন্সট্যাবলস থেকে এই অনুমোদিত ধারা বর্ননাটি দেয়া হয়েছে। 

March of the Hats – Córdoba, Argentina. Photo by Radio Los Inestables

মার্চ অব দ্যা হাটস – করডোবা, আর্জেন্টিনা। ছবিঃ রেডিও লোস ইন্সটেবলস। 

নাগরিকদের মতামত জানতে গিয়ে করদোবার রাস্তায় শেখা ডিজিটাল দক্ষতাগুলোর চর্চা শুরু করাতে যাচ্ছে লোস ইনেসপেরতোস (রাইজিং ভয়েসেস অনুমোদিত রেডিও লস ইন্সট্যাবলসে অংশগ্রহণকারীদের দেওয়া নাম)। 

Los Inespertos interviewing protest participants. Photo by Radio Los Inestables

বিক্ষোভ সমাবেশের কর্মীদের সাক্ষাৎকার নিচ্ছে লোস ইনেসপেরতোস। ছবিঃ রেডিও লস ইন্সটেবলস।  

বিভিন্ন সামাজিক সংস্থাগুলোর জন্য “ইউথ কালেক্টিভ ফর আওয়ার রাইটস” একটি বার্ষিক সম্মেলনের আয়োজন করে থাকে। “টুপির সমাবেশ” স্লোগানটি সামনে রেখে এই কার্যক্রমগুলোর মধ্য থেকে একটি কার্যক্রম চালু করে সম্মেলনটি আয়োজিত হয়। কোডিগো ডি ফালটাসের (Code of Misdemeanors) বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করা হয়। সমালোচকেরা বলেন, এই বিতর্কিত নীতিমালা পুলিশকে বিস্তৃত ক্ষমতার অধিকারী করেছে। ফলে পুলিশ যাকেই অপরাধী বলে সন্দেহ করবে তাকেই শাস্তি প্রদানের এখতিয়ার রাখে। বিশেষ করে, এই বিস্তৃত ব্যাখ্যা তরুণদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে থাকে। এতে করে সমাজের নিম্ন আয়ের পরিবার থেকে উঠে আসা তরুনেরা বৈষম্যের শিকার হবে। বিশেষ করে যাদের পোশাক পরিচ্ছদ এবং চেহারা দেখে পুলিশের সন্দেহ হবে। 

Los Inespertos interviewing protest participants. Photo by Radio Los Inestables

বিক্ষোভ সমাবেশের কর্মীদের সাক্ষাৎকার নিচ্ছে লোস ইনেসপেরতোস। ছবিঃ রেডিও লোস ইন্সটেবলস   

আমাদের অংশগ্রহনকারীরা একে “রেডিও লস ইন্সট্যাবলস করেসপন্ডেন্টস” হিসেবে চিহ্নিত করেছেন। তারা তাদের শেখা দক্ষতাগুলো চর্চা করেছেন। যেমন কীভাবে একটি মানসম্মত সাক্ষাৎকার গ্রহণ করা যায়। কীভাবে ডিজিটাল অডিও রেকর্ডার যথার্থ ভাবে ব্যবহার করা যায়। এসব দক্ষতা ব্যবহার করে তারা নানা বৈচিত্র্যের লোকের কাছ থেকে উচ্চ মানের তথ্য সংগ্রহ করেছেন। করদোবায় তরুণদের অধিকার আদায়ের জন্য যারা সংগ্রামে অংশ নিয়েছিলেন, তাদের কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করেছেন। এখানে ইগনাসিও’র নেয়া একটি সাক্ষাৎকার নমুনা হিসেবে দেয়া হয়েছে। সমাবেশে অংশ নেয়া স্থানীয় একজন বিশ্ববিদ্যালয় প্রফেসরের সাথে কথা বলে তিনি এই সাক্ষাৎকার নিয়েছেন।

সমাবেশটিতে তিনি উপস্থিত ছিলেন। এই প্রতিবাদ কর্মসূচীর নেপথ্য নায়কদের বলা কথাগুলো ধারণ করতে তারা অংশগ্রহনকারীদের সাক্ষাৎকার নেয়ার ভূমিকা পালনের অনুমতি দিয়েছেন। বাস্তবতার সকল জ্ঞান পেতে সাক্ষাৎকার গ্রহিতা এবং সংবাদদাতা সকলেই বেশ গুরুত্বপূর্ণ। তাঁর সাথে সাথে বিভিন্ন সম্প্রদায়, বিকল্প কিছু এবং জনপ্রিয় রেডিও স্টেশনের জন্য প্রচার সূচী প্রযোজনা করলে বাস্তব চর্চার মাধ্যমে কার্যকরভাবে কিছু আয় উপার্জন করাও সম্ভব হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .