
“আমরা আমাদের নেতার আকস্মিক মৃত্যুতে শোকাহত ও মর্মাহত, যিনি হয়তো ব্রাজিলকে বদলে দিতে পারতেন।” সাউ পাউলোর ফ্রাঙ্কার পিএসবি শাখার ফেসবুক থেকে ব্যানারটি সংগৃহীত।
৪৯ বছর বয়সী এডুয়ার্ডো ক্যাম্পোস আজ সকাল ১০ টা ১৫ মিনিটে ব্রাজিলের সাউ পাউলোর শহর সান্তোসে একটি বিমান দুর্ঘটনায় নিহিত হয়েছেন। পারনাম্বুচো রাজ্যের সাবেক গভর্নর আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ছিলেন।
খারাপ আবহাওয়ার কারণে তাঁর ব্যক্তিগত জেট বিমানটি জরুরী অবতরণ করতে গেলে তা ক্র্যাশ করে। দুর্ঘটনায় ক্যাম্পোস এবং আরও ছয় জন ক্রু এবং যাত্রী নিহত হন।
ব্রাজিলিয়ান সমাজতান্ত্রিক দলের (পিএসবি) চলমান নির্বাচনে ক্যাম্পোস তৃতীয় স্থান অর্জন করেন। ক্যাম্পোস সেই একই দিন ১৩ আগস্টে মারা গেলেন, যেদিন তার পিতামহ মিগুয়েল আরেসও মারা যান। মিগুয়েল আরেস ছিলেন বিশ শতকের ব্রাজিলিয়ান রাজনীতির বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি তাঁর স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে দেশটির অনেকেই চরমভাবে ব্যাথিত হয়েছেন, বিশেষ করে, যারা গত বছর জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে যুক্ত ছিলেন। এ দুর্ঘটনায় মানুষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং টুইটারে সমবেদনা জানিয়েছে:
Brasil chocado de norte a sul com a morte de Eduardo Campos
— Alcinéa Cavalcante (@alcinea) agosto 13, 2014
উত্তর থেকে দক্ষিণে, ব্রাজিল এডুয়ার্ডো ক্যাম্পোসের মৃত্যুতে মর্মাহত।
Nao posso acreditar o que aconteceu com Eduardo Campos, Brasil ta chocado, meu Deus!!! Muita foda acontece.
— Leonardo Gabriel (@Lebito) agosto 13, 2014
এডুয়ার্ডো ক্যাম্পোসের যা হয়েছে তা আমি বিশ্বাস করতে পারছি না, ব্রাজিলের জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা, আমার ঈশ্বর! কি দুর্ঘটনাই না ঘটেছে!
Estou chocado com a noticia da morte de Eduardo Campos. Grandíssima perda. Sem palavras.
— Diego D'Ermoggine (@diegoder) agosto 13, 2014
এডুয়ার্ডো ক্যাম্পোসের মৃত্যুতে আমি শোকাহত। অপূরণীয় ক্ষতি। আমি ভাষা হারিয়ে ফেলেছি।
Eduardo Campos foi um grande lutador das causas democráticas. Estou chocado. Hoje é um dia muito triste.
— Sergio Amadeu (@samadeu) agosto 13, 2014
এডুয়ার্ডো ক্যাম্পোস গণতন্ত্রের একজন বড় মাপের যোদ্ধা ছিলেন। আমি শোকাহত। আজ সত্যি খুব দুঃখের দিন।