রাশিয়ায় অবৈধ হল মাংসের জনপ্রিয় একটি বিজ্ঞাপন

Daddy Can. A still from Ostankino's meat product advertisement, now banned in Russia. YouTube.

বাবা পারেন। অস্টাঙ্কিনোর মাংস পণ্যের বিজ্ঞাপনের একটি স্থির চিত্র। বিজ্ঞাপনটি বর্তমানে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়ান সরকার অস্টাঙ্কিনো মাংস পণ্যের জন্য তৈরি একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নিষিদ্ধ করেছে। “বাবা পারেন,” শীর্ষক বিজ্ঞাপনচিত্রটিতে দেখা যায়, একজন বাবা তার পুত্রকে কাজে নিতে একটি জনাকীর্ণ রাস্তায় বেপরোয়াভাবে একটি অস্টাঙ্কিনো মাংস বিতরণ ট্রাক চালিয়ে নিয়ে যাচ্ছেন।  

আজ প্রকাশিত একটি বিবৃতিতে রাশিয়ার ফেডারেল আন্টিমোনোপলি সার্ভিস ঘোষণা দিয়েছে, পুলিশ জানিয়েছে এই বাণিজ্যিক বিজ্ঞাপনচিত্রটি রাশিয়ার বিজ্ঞাপন আইন ভঙ্গ করেছে। আইনটি ট্রাফিক আইন লঙ্ঘন এবং শিশুদের বিপদে ফেলার মত অবৈধ কাজে নিরুৎসাহিত করে।   

অস্টাঙ্কিনোর “বাবা পারেন” শীর্ষক বিজ্ঞাপনচিত্রটি কয়েক বছর ধরেই প্রচারিত হয়ে আসছিল। বাণিজ্যিক বিজ্ঞাপনচিত্রটি ঘন ঘন খুব জোরে শব্দ করে খাওয়া অথবা অযৌক্তিকভাবে দুপুরের বড় ধরণের খাবার প্যাকিং করার মতো পিতাদের অগোছাল কিন্তু স্নেহের আচরণ উদযাপন করত।

ট্রাক চালিত “বাবা পারেন” শীর্ষক বিজ্ঞাপনচিত্রটি নিষিদ্ধ করার পর রাশিয়ার সরকার ইউটিউব থেকে এর কপি অপসারণের দাবী জানায় কিনা, তাই এখন দেখার বিষয়।  ভিডিওটি ইউটিউবে কয়েক শত বার দেখা হয়েছে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .