গত ৪ঠা আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে বারাক ওবামার ৫৩তম জন্মদিন পালিত হয়েছে। অন্যদিকে মস্কোতে ঘটেছে উল্টো ঘটনা। একদল অজ্ঞাত পরিচয়ধারী যুবক মার্কিন দুতাবাসের দেয়ালে উঠে ওবামাকে নিয়ে ব্যঙ্গ করা একটি ব্যানার ঝুলিয়ে দিয়েছে। ব্যানারে ওবামার ৩টি ব্যঙ্গচিত্রের সাথে লেখা আছে- “আমি কিছুই দেখি না, আমি কিছুই শুনি না, আমি কোনো সত্য বলি না”। দেখে যে কারো মনে পড়বে জাপানি প্রবাদের সেই তিন জ্ঞানী বানরের কথা।
রাশিয়ায় ওবামাকে নিয়ে মজা করা অসংখ্য ছবি রয়েছে। এর বেশিরভাগই হয়েছে কিয়েভের নতুন সরকারকে সমর্থন দেয়ার পর। এসময়ে ওবামা রাশিয়ায় অনেক বেশি অজনপ্রিয় হয়ে পড়েন। গ্লোবাল ভয়েসেস-এর রুনেট ইকো সম্পাদক প্রথম আফ্রিকান-আমেরিকান মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে করা ব্যানারটিকে বর্ণবাদী আক্রমণ হিসেবে উল্লেখ করলে আলোচনা ভিন্ন খাতে চলে যায়। যদিও রাশিয়ান টুইটার ব্যবহারকারীরা ওবামাকে বানবের সাথে তুলনা করা নিয়ে মোটেও বিস্মিত নন। রাশিয়ার সংসদ ডুমার ডেপুটি ইরিনা রোডনিনা ওবামার ছবি রিটুইট করে লিখেছেন, ওবামা ক্ষুধার্তের মতো কলা'র দিকে তাকিয়ে আছেন।
রুনেট ইকো সম্পাদকের বর্ণবাদী আক্রমণ হিসেবে উল্লেখ করা টুইট আরো অনেক টুইটার ব্যবহারকারী রি-টুইট করেন। এদের মধ্যে রয়েছেন গার্ডিয়ানের শন ওয়ালকার, কার্নেগি এনডাউমেন্টের অ্যান্ড্রু উইজ-সহ এস্তোনিয়ার প্রেসিডেন্ট থমাস এলভিসও। তাছাড়া রাশিয়া থেকে লেখালেখি করেন এমন আরো অনেকে বিষয়টি বর্ণবাদী হিসেবে উল্লেখ করেছেন। তারা যুক্তি দিয়েছেন, তিন জ্ঞানী বানরের বিষয়টিকে রাজনীতিতে ব্যঙ্গ করতেই ব্যবহার করা হয়।