ইথিওপিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের সম্মুখীন দশ জন ব্লগার এবং সাংবাদিকদের সমর্থনে গ্লোবাল ভয়েসেস আয়োজিত বিশ্বব্যাপী একটি বহুভাষী টুইটাথন (টুইটারে বিশেষ প্রচারাভিযান) এ যোগ দিন।
গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এবং আমাদের নেটওয়ার্ক জোট এই সব পুরুষ এবং নারীদের জন্য ন্যায়বিচার দাবি করছে, যারা ব্লগিং এবং সাংবাদিকতার মাধ্যমে ইথিওপিয়ার সামাজিক ও রাজনৈতিক ভাষ্য প্রসারিত করার কঠিন কাজ করে আসছেন। তাদের গ্রেপ্তার বিশ্বব্যাপী মুক্ত চিন্তা প্রকাশে তাদের সর্বজনীন অধিকারের লঙ্ঘন এবং তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ অন্যায্য বলে আমরা বিশ্বাস করি। জোন নাইন ট্রায়াল ট্র্যাকার ব্লগে তাদের বিবরণ এবং তাদের মুক্তির জন্য প্রচারাভিযান সম্পর্কে আরও জানুন।
ব্লগারদের বিচার আগামী ৪, আগস্ট ২০১৪ তারিখে শুরু হবে। তখন পর্যন্ত এবং তার পরেও, তারা পেতে পারেন এমন সব ধরণের সমর্থন তাঁদের প্রয়োজন হবে। তাই এই বৃহস্পতিবার, আমরা যারা ব্লগার, লেখক, কর্মী, এবং সামাজিক মিডিয়ার বিশেষজ্ঞ আছি, তাঁরা একটি বিশ্বব্যাপী সম্প্রদায় হিসাবে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে, এই মামলা সম্পর্কে জানাতে আমাদের নিজেদের সম্প্রদায়ের নেতা, সরকার এবং কূটনৈতিক কর্মকর্তা এবং মূলধারার মিডিয়ার প্রতি আমাদের স্থানীয় ভাষায় টুইট করব।
#জোননাইনব্লগারদেরমুক্তিদিন: কারাবন্দী ইথিওপিয়ান ব্লগারদের মুক্তির দাবিতে টুইটারে প্রচারাভিযান
তারিখ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০১৪
সময়: সকাল ১০ টা – ২ টা – আপনি কোন সময় অঞ্চলে আছেন সেটি খুব বড় ব্যাপার নয়!
হ্যাশট্যাগ: #জোননাইনব্লগারদেরমুক্তিদিন
আয়োজক: নাওয়াচুকুয়া এগবুনাইক (@feathersproject), ডেসাঞ্জো মাচা (@ndesanjo), এলারি রবার্টস বিদ্দেল (@ellerybiddle)
এই বৃহস্পতিবার আমাদের সঙ্গে যোগ দিতে চান? বা খবরটি ছড়িয়ে দিতে সাহায্য করতে চান? আমাদের সম্প্রদায়ের পরিকল্পনা শীটে আপনার নাম এবং টুইটার হ্যান্ডেল যোগ করুন।
নমুনা টুইটঃ
• @ জোননাইনরা আন্তর্জাতিক মান অনুযায়ী একটি ন্যায্য বিচারের প্রাপ্য
#জোননাইনব্লগারদেরমুক্তিদিন http://bit.ly/1g65ijg
• #জোননাইনব্লগারদের মুক্তি দিন! কারণ … ব্লগিং কোন অপরাধ নয়,
#জোননাইনব্লগারদেরমুক্তিদিন http://bit.ly/1g65ijg
• “আমরা ব্লগ লিখি কারণ, আমরা যত্ন নিই” #জোননাইনব্লগারদেরমুক্তিদিন http://bit.ly/1g65ijg
• #ইথিওপিয়ার ব্লগার গ্রেপ্তার মানব ও জনগণের অধিকার সম্পর্কিত আফ্রিকান সনদের লঙ্ঘন #জোননাইনব্লগারদেরমুক্তিদিন http://bit.ly/QlzRuG
• #ইথিওপিয়ার ব্লগার গ্রেপ্তার নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন #জোননাইনব্লগারদেরমুক্তিদিন http://bit.ly/1g1MUNM
জোননাইন ব্লগারদের জন্য আপনার মন যতক্ষন পর্যন্ত কাঁদে এবং তাঁদের ন্যায্য বিচার আশা করেন, ততক্ষণ পর্যন্ত টুইট করতে থাকুন !